শিরোনাম
◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ ইরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের ◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো ◈ রেকর্ড বন্যায় প্লাবিত দুবাই, ওমানে ১৮ জনের প্রাণহানি

প্রকাশিত : ১৪ জানুয়ারী, ২০২০, ০১:৩৪ রাত
আপডেট : ১৪ জানুয়ারী, ২০২০, ০১:৩৪ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পারভেজ মোশাররফের মৃত্যুদণ্ডের রায় বাতিল করেছে লাহোর হাইকোর্ট

সিরাজুল ইসলাম : সোমবার এ আদেশে বিশেষ আদালতের রায়ের বৈধতা নিয়েও প্রশ্ন তোলা হয়। একই সঙ্গে বিশেষ আদালতকে অসাংবিধানিক বলা হয়েছে। রয়টার্স, ইয়ন

রায়ে আরও বলা হয়, আগের বিচার অবৈধ। এখন থেকে ধরে নিতে হবে, তার বিরুদ্ধে কোনও বিচার হয়নি। বিশেষ আদালত গঠন, বিচারক কার্য চালানোর জন্য গঠিত টিম-সব কিছু অবৈধ। রাষ্ট্রপক্ষের আইনজীবী ইশতিয়াক এ. খান বলেন, পারভেজ মোশাররফ এখন মুক্ত।

২০১৩ সালের পারভেজ মোশাররফের বিরুদ্ধে মামলা করা হয়। ২০০৭ সালের ৩ নভেম্বর জরুরি অবস্থা জারি এবং ২০০৭ সালের মধ্য ডিসেম্বর পর্যন্ত সংবিধান স্থগিত করে রাজনৈতিক প্রতারণার অভিযোগ আনা হয় তার বিরুদ্ধে।

গত ১৭ ডিসেম্বর ওই বিশেষ আদালত তাকে মৃত্যুদণ্ড দেন। এ আদালতকে চ্যালেঞ্জ করে হাইকোর্টে যান সাবেক এ সেনা শাসক।

পারভেজ মোশাররফের আইনজীবী আজহার সিদ্দিকী বলেন, হাইকোর্ট তার (পারভেজ মোশাররফ) মৃত্যুদণ্ড স্থগিত করেছেন।

পারভেজ মোশাররফের বিরুদ্ধে মামলা করতে হলে এখন মন্ত্রিপরিষদের অনুমোদন নিতে হবে।

পারভেজ মোশাররফ ১৯৯৯ সালে রক্তপাতবিহীন সামরিক অভ্যত্থানে নওয়াজ শরীফকে ক্ষমতাচ্যুত করেন। পরে তিনি প্রেসিডেন্ট হন। তিনি ২০০৮ সাল পর্যন্ত ক্ষমতায় ছিলেন। পরে তিনি চিকিৎসার জন্য দেশের বাইরে ছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়