শিরোনাম
◈ দক্ষিণ লেবাননে ইসরায়েল ফসফসরাস বোমা হামলা ◈ ঝালকাঠিতে ট্রাকচাপায় নিহতদের ৬ জন একই পরিবারের ◈ গাজীপুরের টঙ্গি বাজারে আলুর গুদামে আগুন ◈ রাজনৈতিক বিশ্লেষক মনোয়ারুল হক মারা গেছেন ◈ ভারতের পররাষ্ট্র সচিব শনিবার ঢাকা আসছেন ◈ দুই এক পশলা বৃষ্টি হলেও তাপদাহ আরো তীব্র হতে পারে  ◈ এথেন্স সম্মেলন: দায়িত্বশীল ও টেকসই সমুদ্র ব্যবস্থাপনায় সম্মিলিত প্রয়াসের আহ্বান পররাষ্ট্রমন্ত্রীর ◈ কেএনএফ চাইলে আবারও আলোচনায় বসার সুযোগ দেওয়া হবে: র‌্যাবের ডিজি ◈ ওবায়দুল কাদেরের হৃদয় দুর্বল, তাই বেশি অবান্তর কথা বলেন: রিজভী ◈ মধ্যপ্রাচ্যের পরিস্থিতি বিবেচনায় প্রস্তুতি নেওয়ার নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী

প্রকাশিত : ১৩ জানুয়ারী, ২০২০, ১১:১৫ দুপুর
আপডেট : ১৩ জানুয়ারী, ২০২০, ১১:১৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

হবিগঞ্জের খোয়াই নদী থেকে ৫ম শ্রেণির ছাত্রের লাশ উদ্ধার, আটক এক স্কুল ছাত্র

আজিজুল ইসলাম, হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জ সদর উপজেলার দক্ষিণ চরহামুয়া (নোয়াবাদ) এলাকায় খোয়াই নদীতে হাত-পা বাঁধা অবস্থায় ইসমাইল হোসেন বিদয় নামে এক স্কুল ছাত্রের লাশ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (১৩ জানুয়ারী) দুপুর ১ টার দিকে লাশটি উদ্ধার করা হয়। নিহত ইসমাইল হোসেন উপজেলা উত্তর তেঘরিয়া গ্রামের সৌদি প্রবাসী ফারুক মিয়ার পুত্র। সে তেঘরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণির ছাত্র। এ ঘটনায় সাইমন (১৫) নামে ৯ম শ্রেণির এক ছাত্রকে আটক করেছে পুলিশ। সে জেকে এন্ড এইচ কে হাই স্কুল এন্ড কলেজের ছাত্র।

৮ নং শায়েস্তাগঞ্জ ইউনিয়নের মেম্বার শামীমুর রহমান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে দেখা যায় লাশটি যে স্থানে রয়েছে সেটি সদর উপজেলার আওতাধিন। তাই সদর থানা পুলিশকে অবগত করা হলে তারা লাশ উদ্ধার করে।

নিহত স্কুল ছাত্র ইসমাইল হোসেনের মা শাহেনা বেগম জানান- গত ১১ জানুয়ায়ী ছেলে নিখোঁজ মর্মে হবিগঞ্জ সদর থানায় সাধারণ ডায়েরি করা হয়।

১০ জানুয়ারি একই গ্র্রামের কদর আলীর পুত্র সাইমন তার পুত্র বিদয়কে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। এ সময় তার ছেলে বিদয়ের কাছে দামী মোবাইল ফোন ছিলো। তাকে মেরে লাশ খোয়াই নদীতে ফেলে মোবাইল নিয়ে যায়।

হবিগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: মাসুক আলী লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে বলেন এঘটনায় সন্দেহভাজন এক স্কুল ছাত্রকে আটক করা হয়েছে। সম্পাদনা: রাকিবুল

  • সর্বশেষ
  • জনপ্রিয়