শিরোনাম
◈ জাতিসংঘে সদস্যপদ প্রস্তাবে মার্কিন ভেটোর নিন্দা ফিলিস্তিনের, লজ্জাজনক বলল তুরস্ক ◈ স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের গল্প-প্রবন্ধ নিয়ে সাময়িকী প্রকাশনা করবে বাংলা একাডেমি ◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ চিকিৎসকদের সুরক্ষা নিশ্চিত করতে সংসদে আইন পাশ করব: স্বাস্থ্যমন্ত্রী ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের

প্রকাশিত : ১৩ জানুয়ারী, ২০২০, ০৯:৪৪ সকাল
আপডেট : ১৩ জানুয়ারী, ২০২০, ০৯:৪৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

জবিতে অক্টোপাস আকৃতির শহীদ মিনার পরিবর্তনে মানববন্ধন

রকি আহমেদ : জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) অক্টোপাস আকৃতির শহীদ মিনারের পরিবর্তে কেন্দ্রীয় শহীদ মিনারের আদলে তৈরির দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করেছে সাধারণ শিক্ষার্থীরা।

সোমবার বেলা ১১ টায় (১৩ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারের সামনে মানববন্ধন শেষে ভিসি বরাবর একটি স্মারকলিপি প্রদান করে শিক্ষার্থীরা।

স্মারকলিপিতে বলা হয়, ক্যাম্পাসে যে অক্টোপাস আকৃতির শহীদ মিনার তা আসলে শহীদ মিনার না বসার স্থান তা অনেকে জানে না। তাই ভুল করে অনেকে এর উপর জুতা পায়ে উঠে আড্ডাবাজি করে, এমনকি সন্ধ্যায় এর ভিতরে বিভিন্ন অসামাজিক কার্যক্রম চোখে পড়ে। যার ফলে প্রতিনিয়ত ভাষা শহীদদের অবমাননা করা হচ্ছে।

এসময় স্মারকলিপিতে কেন্দ্রীয় শহীদ মিনারের আদলে শহীদ মিনার নির্মাণের দাবির পাশাপাশি ক্যাম্পাসে বঙ্গবন্ধুর ম্যুরাল স্থাপনের দাবি জানিয়ে বলা হয়, যার জন্ম না হলে আমরা স্বাধীন সার্বভৌম বাংলাদেশ পেতাম না, বাংলা ভাষা পেতাম না সেই মহান ব্যক্তি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কোন ম্যুরাল দেশের ঐতিহ্যবাহী এ শিক্ষা প্রতিষ্ঠানে নেই।

তাই বিশ্ববিদ্যালয়ের ঐতিহ্য, ভাবমূর্তি ও শহীদদের সম্মান রক্ষার্থে অনতিবিলম্বে যথাযথ পদক্ষেপ গ্রহণের দাবি জানায় সাধারণ শিক্ষর্থীরা।

শহীদ মিনার পুনঃনির্মাণ ও বঙ্গবন্ধুর ম্যুরাল তৈরির বিষয়ে উপাচার্য অধ্যাপক ড. মিজানুর রহমান বলেন, আমাদের যে শহীদ মিনার আছে তার অবকাঠানোর কারণে মর্যাদা রক্ষা হচ্ছে না। আমরা এটা ভেঙ্গে অল্প সময়ের মধ্যে দৃষ্টিনন্দন শহীদ মিনার তৈরি করব এবং সেখানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের একটি ম্যুরাল তৈরি করা হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়