শিরোনাম
◈ ২০২৫ সালের মধ্যে ৪৮টি কূপ খনন শেষ করতে চায় পেট্রোবাংলা ◈ ভিত্তিহীন মামলায় বিরোধী নেতাকর্মীদের নাজেহাল করা হচ্ছে: মির্জা ফখরুল ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী ◈ অপরাধের কারণেই বিএনপি নেতা-কর্মীদের  বিরুদ্ধে মামলা হয়েছে: প্রধানমন্ত্রী  ◈ অ্যাননটেক্সকে জনতা ব্যাংকের সুদ মওকুফ সুবিধা বাতিলের নির্দেশ বাংলাদেশ ব্যাংকের ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪১ দশমিক ৩ ডিগ্রি, হিট এলার্ট জারি  ◈ ঢাকা শিশু হাসপাতালের আগুন নিয়ন্ত্রণে ◈ ইরানে ইসরায়েলের হামলার খবরে বিশ্বজুড়ে উত্তেজনা, তৃতীয় বিশ্বযুদ্ধের আতঙ্ক ◈ বিমানবন্দরের থার্ড টার্মিনালের বাউন্ডারি ভেঙে বাস ঢু‌কে প্রকৌশলী নিহত ◈ জাতীয় পতাকার নকশাকার শিব নারায়ণ দাস মারা গেছেন

প্রকাশিত : ১৩ জানুয়ারী, ২০২০, ০৭:০৩ সকাল
আপডেট : ১৩ জানুয়ারী, ২০২০, ০৭:০৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ঘন কুয়াশার কারণে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় ৬ ঘণ্টা বিমান ওঠানামা বন্ধ ছিল

লাইজুল ইসলাম : সোমবার বিষয়টি নিশ্চিত করেছেন হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের সিনিয়র এয়ার ট্রাফিক অফিসার এসএম ওহিদুর রহমান। রোববার (১২ জানুয়ারি) রাত সাড়ে ৩টা থেকে সোমবার (১৩ জানুয়ারি) সকাল সোয়া ৯টা পর্যন্ত কোনো ফ্লাইট ওঠানামা করেনি।
ওহিদুর বলেন, রোববার দিবাগত রাত ৩টা ১১ মিনিটে সৌদি এয়ারলাইন্সের জেদ্দা ফ্লাইটটি শাহজালাল বিমানবন্দর ছেড়ে যাওয়ার পর আর কোনো ফ্লাইট সকাল সোয়া ৯টার আগে ছেড়ে যায়নি।

রাত গভীর হতেই বিমানবন্দরের রানওয়ের দৃষ্টিসীমা সাধারণ ভিজিবিলিটি ১০০ মিটারে নেমে আসে। ভিজিবিলিটি ৬০০ থেকে ৮০০ থাকলে বিমান ওঠানামা করতে পারে। এ কারণে সব ফ্লাইট ওঠানামা বন্ধ ছিল।

এয়ার ট্রাফিক অফিসার আরও বলেন, ঘন কুয়াশার কারণে বাংলাদেশ বিমানের দুটি ফ্লাইট বিজি ০৮৭ ও ০৪৮ কুয়ালালামপুর থেকে ঢাকায় আসছিল। কিন্তু সেটি শাহজালালে অবতরণ করতে না পেরে কলকাতায় নেমেছে। এছাড়া সৌদি এয়ারলাইন্সের এসভি ৮০৫ মধ্যরাতে ঢাকা ছেড়ে যাওয়ার কথা থাকলেও তা সময়মত যেতে পারেনি। অপরদিকে সকাল সাতটা থেকে অভ্যন্তরীণ ফ্লাইট শুরু হলেও সেগুলোর প্রত্যেকটি দেরিতে ছেড়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়