শিরোনাম
◈ ৯৫ বিলিয়ন ডলারের সহায়তা বিলে জো বাইডেনের সাক্ষর  ◈ বিশ্বের প্রতি যুদ্ধকে ‘না’ বলার আহ্বান প্রধানমন্ত্রীর ◈ বাংলাদেশ ব্রাজিল থেকে ইথানল নিতে পারে, যা তেলের চেয়ে অনেক সস্তা: রাষ্ট্রদূত ◈ মিয়ানমার সেনাসহ ২৮৮ জনকে ফেরত পাঠালো বিজিবি ◈ উপজেলা নির্বাচনে অংশ নেওয়ায় বিএনপির ৬৪ নেতাকে কারণ দর্শানোর নোটিশ ◈ বর্ধিত ভাড়ায় ট্রেনের আগাম টিকিট বিক্রি শুরু ◈ মন্ত্রী ও এমপিদের নিকটাত্মীয়রা প্রার্থিতা প্রত্যাহার না করলে সময়মতো ব্যবস্থা নেওয়া হবে: ওবায়দুল কাদের  ◈ লোডশেডিং ১০০০ মেগাওয়াট ছাড়িয়েছে, চাপ পড়ছে গ্রামে ◈ বাংলাদেশে কাতারের বিনিয়োগ সম্প্রসারণের বিপুল সম্ভাবনা দেখছেন ব্যবসায়ীরা  ◈ হিট স্ট্রোকে রাজধানীতে রিকশা চালকের মৃত্যু

প্রকাশিত : ১৩ জানুয়ারী, ২০২০, ০৫:৩১ সকাল
আপডেট : ১৩ জানুয়ারী, ২০২০, ০৫:৩১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মানিক গঞ্জে রাজিবপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ে ভর্তিতে অতিরিক্ত অর্থ আদায়

জাহিদুল হক চন্দন,মানিকগঞ্জ : মানিকগঞ্জ সদর উপজেলার রাজিবপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থী ভর্তিতে অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ উঠেছে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও কতিপয় শ্রেণী শিক্ষকদের যোগসাজসে এ অর্থ আদায় করা হচ্ছে বলে স্থানীয়রা অভিযোগ করেন ।

বিদ্যালয় সূত্রে জানা গেছে, রাজিব পুরবহুমুখী উচ্চ বিদ্যালয় ১৯৭৩ সালে প্রতিষ্ঠিত হয়। ৬ষ্ঠ শ্রেনীতে ৯৭ জন, ৭ম শ্রেণীতে ১২০ জন, ৮ম শ্রেণীতে ৯৫, ৯ম শ্রেণীতে ১০২ জন ও ১০ম শ্রেণীতে ৭০ জন শিক্ষার্থী রয়েছে। বিদ্যালয়ে খন্ডকালীন ৪ জন শিক্ষক সহ মোট শিক্ষক রয়েছেন ১২ জন।

নিয়ম অনুযায়ী, সেশন চার্জসহ ভর্তি ফি সর্বেসাকুল্যে মফস্বল এলাকায় পাঁচশত টাকার বেশি নেওয়া যাবে না। তবে বিদ্যালয়টিতে শ্রেণীভেদে ৮৮০, ৮৩০ ও ৯০০ টাকা করে নেওয়া হচ্ছে। যে সকল শিক্ষার্থী অতিরিক্ত টাকা দেয় না তাদের বই দেওয়া হচ্ছে না।

এ বিষয়ে প্রধান শিক্ষক মো: মিজানুর রহমান বলেন, আপনি অন্য সব স্কুলের খোঁজ নিয়ে দেখেন। বিভিন্ন খরচের জন্য এ টাকা নেওয়া হয়েছে।

এ দিকে অতিরিক্ত অর্থ ফেরত পেতে ও প্রধান শিক্ষকের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যাবস্থা নিতে লিখিত অভিযোগ দিয়েছেন শিক্ষার্থীরা। গত ৯ জানুয়ারি উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে এ লিখিত অভিযোগ দেন তারা।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা আসামা উলহুসনা লিজা বলেন,তদন্ত করে প্রয়োজনীয় ব্যাবস্থা গ্রহন করা হবে। সম্পাদনা : রাকিবুল

  • সর্বশেষ
  • জনপ্রিয়