শিরোনাম
◈ জাতীয় পতাকার নকশাকার শিব নারায়ণ দাস মারা গেছেন ◈ ইরানের ইস্পাহান ও তাব্রিজে ইসরায়েলের ড্রোন হামলা, ৩টি ভূপাতিত (ভিডিও) ◈ ভেটোর তীব্র নিন্দা,মার্কিন নীতি আন্তর্জাতিক আইনের নির্লজ্জ লংঘন : ফিলিস্তিন ◈ স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের গল্প-প্রবন্ধ নিয়ে সাময়িকী প্রকাশনা করবে বাংলা একাডেমি ◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ চিকিৎসকদের সুরক্ষা নিশ্চিত করতে সংসদে আইন পাশ করব: স্বাস্থ্যমন্ত্রী ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের ◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো

প্রকাশিত : ১৩ জানুয়ারী, ২০২০, ১২:১০ দুপুর
আপডেট : ১৩ জানুয়ারী, ২০২০, ১২:১০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিভিন্ন ধরনের অত্যাধুনিক ২০০ যুদ্ধবিমান কিনছে ভারত

রাশিদ রিয়াজ : বেঙ্গালুরুর হ্যাল-এ নির্মিত ৮৩টি অত্যাধুনিক তেজস মার্ক ১এ যুদ্ধবিমান নিয়ে চুক্তি প্রক্রিয়া শেষ পর্যায়ে। এ ছাড়াও আরও ১১০টি যুদ্ধবিমান কেনার বিষয়ে আগ্রহপত্র প্রকাশ করা হয়েছে। ভারতের আকাশসীমাকে আরও সুরক্ষিত করতে অগ্রাধিকারের ভিত্তিতে প্রায় ২০০টি যুদ্ধবিমান কিনতে চলেছে কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রণালয়। ভারতীয় বায়ুসেনার হাতে এই যুদ্ধবিমানগুলি তুলে দেওয়া হবে। রোববার কলকাতায় এক অনুষ্ঠানে এমনই জানিয়েছেন প্রতিরক্ষাসচিব অজয় কুমার। নতুন যুদ্ধবিমানগুলি হাতে আসার পরে ভারতীয় বায়ুসেনা আরও শক্তিশালী হবে বলে জানিয়েছেন তিনি।

প্রতিরক্ষা সচিব জানিয়েছেন, বেঙ্গালুরুর হ্যাল-এ নির্মিত ৮৩টি অত্যাধুনিক তেজস মার্ক ১এ যুদ্ধবিমান নিয়ে চুক্তি প্রক্রিয়া শেষ পর্যায়ে। এই ছাড়াও আরও ১১০টি যুদ্ধবিমান কেনার বিষয়ে আগ্রহপত্র প্রকাশ করা হয়েছে। এবং এর ভিত্তিতে খুব শীঘ্রই 'রিকোয়েস্ট ফর প্রোপোজাল' প্রকাশ করা হবে।

'সব মিলিয়ে প্রায় ২০০টি যুদ্ধবিমান কেনার প্রক্রিয়া চলছে' বলে জানিয়েছেন অজয় কুমার। এর মধ্যে চলতি বছরেই ৮৩টি তেজস মার্ক ১এ যুদ্ধবিমান কেনার চুক্তি প্রক্তিয়া শেষ হয়ে যাবে। দেশের স্বার্থে অগ্রাধিকারের ভিত্তিতে যুদ্ধবিমানগুলি কেনার প্রক্রিয়া চলছে বলে প্রতিরক্ষাসচিব জানিয়েছেন।

এই মুহূর্তে ভারতীয় বায়ুসেনার হাতে সুখোই ৩০ এমকেআই, মিরাজ ২০০০ এবং মিগ ২৯ ছাড়াও আছে পুরনো দিনের জাগুয়ার এবং মিগ ২১ বাইসন যুদ্ধবিমান। এইসময়

  • সর্বশেষ
  • জনপ্রিয়