শিরোনাম
◈ উপজেলার ভোটে এমপি-মন্ত্রীদের হস্তক্ষেপ না করতে প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছে: ওবায়দুল কাদের  ◈ শ্রম আইন লঙ্ঘন: ড. ইউনূসসহ ৪ জনের জামিন ২৩ মে পর্যন্ত বৃদ্ধি ◈ ময়মনসিংহে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২, আহত ২৬ ◈ ফরিদপুরে বাস-পিকআপ মুখোমুখি সংঘর্ষ, নিহত ১২  ◈ ইরানের হামলার জবাব দেবে ইসরায়েল: সেনাপ্রধান ◈ সৌদিতে কোরবানি ঈদের সম্ভাব্য তারিখ ঘোষণা ◈ শ্রম আইন লঙ্ঘনের সাজাপ্রাপ্ত মামলায় স্থায়ী জামিন চাইবেন ড. ইউনূস ◈ ছুটি শেষে ঢাকায় ফিরছে কর্মজীবী মানুষ ◈ স্বাস্থ্যখাতে নতুন অশনি সংকেত অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স: স্বাস্থ্যমন্ত্রী  ◈ কৃষি খাতে ১০ শতাংশ প্রবৃদ্ধির লক্ষ্যে তিন  বছরে সাড়ে ৩৮ হাজার কোটি টাকা বরাদ্দ

প্রকাশিত : ১৩ জানুয়ারী, ২০২০, ০৬:৩২ সকাল
আপডেট : ১৩ জানুয়ারী, ২০২০, ০৬:৩২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

এখনকার দুঃশাসন নিয়ে যাদের কোনো আওয়াজ নেই তারাই হয়তো আগামীতে মহাবিপ্লবীরূপে নিজেদের জাহির করবেন

মারুফ কামাল খান : মরা ঘোড়া চাবকানো আমাদের দেশের বহু লোকের প্রবণতা। কারণ এটা নিরাপদ এবং এতে সুবিধা পাওয়ার আশা থাকে। পাকিস্তানি শাসনামলে আন্দোলন-সংগ্রামে এবং পরবর্তীকালে মুক্তিযুদ্ধে সামান্য ভূমিকাও ছিলো না এমন লোকদের আমরা বাংলাদেশ হওয়ার পর অতি পাকিস্তান বিদ্বেষী ও মুক্তিযুদ্ধপ্রেমী অবস্থান নিতে দেখেছি। স্বাধীনতার পর আওয়ামী দুঃশাসনের বিরুদ্ধে যারা টুঁ শব্দটিও করেননি তারাই আবার পরবর্তীকালে তুখোড় বাকশালবিরোধী সেজেছেন।

এরশাদের স্বৈরশাসনবিরোধী ভূমিকায় যারা কখনোই ছিলেন না তাদের এরশাদ পতনের পর কথায় কথায় নয় বছর ধরে আপোসহীন সংগ্রামের ধুন গাইতে দেখেছি। ফখরুদ্দিন-মইনুদ্দিনের তথাকথিত এক-এগারো সরকারের বিরুদ্ধে যাদের কার্যকর ও দৃশ্যমান কোনো অবদানই ছিলো না তারা তাদের বিদায়ের পর সংস্কারবাদীদের বিরুদ্ধে অতি সোচ্চার হয়েছে। আসলে যখন যে দুঃশাসন চলমান থাকে তার বিরোধিতা ঝুঁকিপূর্ণ। তাই চলমান দুঃশাসনের বিরুদ্ধে দাঁড়ানোর চেয়ে অতীত দুঃশাসনের বিরোধিতায় ঝুঁকি নেই এবং এতে ফায়দা হাসিলের সম্ভাবনাও থাকে। এখনকার দুঃশাসন নিয়ে যাদের কোনো আওয়াজ নেই তারাই হয়তো আগামীতে মহাবিপ্লবীরূপে নিজেদের জাহির করবেন। এই সুবিধাবাদ ও মরা ঘোড়া চাবকাবার চাতুর্য দেখে খারাপ লাগে। তাই এখন আর ১/১১-এর স্মৃতিচারণ করতে মোটেই ভালো লাগে না। ফেসবুক থেকে

  • সর্বশেষ
  • জনপ্রিয়