শিরোনাম
◈ জাতীয় পতাকার নকশাকার শিব নারায়ণ দাস মারা গেছেন ◈ ইরানের ইস্পাহান ও তাব্রিজে ইসরায়েলের ড্রোন হামলা, ৩টি ভূপাতিত (ভিডিও) ◈ ভেটোর তীব্র নিন্দা,মার্কিন নীতি আন্তর্জাতিক আইনের নির্লজ্জ লংঘন : ফিলিস্তিন ◈ স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের গল্প-প্রবন্ধ নিয়ে সাময়িকী প্রকাশনা করবে বাংলা একাডেমি ◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ চিকিৎসকদের সুরক্ষা নিশ্চিত করতে সংসদে আইন পাশ করব: স্বাস্থ্যমন্ত্রী ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের ◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো

প্রকাশিত : ১৩ জানুয়ারী, ২০২০, ০১:৫৮ রাত
আপডেট : ১৩ জানুয়ারী, ২০২০, ০১:৫৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কমিটি বাতিলের দাবিতে মেহেরপুরে মাথায় কাফনের কাপড় বেঁধে ছাত্রলীগের সড়ক অবরোধ

মেহেরপুর প্রতিনিধি : মেহেরপুরের গাংনীতে কমিটি বাতিলের দাবিতে মাথায় কাফনের কাপড় বেঁধে সড়ক অবরোধ করেছে ছাত্রলীগের নেতাকর্মীরা।

রোববার সকাল সাড়ে ১০টা থেকে ঘণ্টাব্যাপী গাংনী বাসস্ট্যান্ড অবরোধ করায় মেহেরপুর-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। এতে দুর্ভোগে পড়ে যাত্রীরা।

জানা গেছে , গত ৫ জানুয়ারি জেলা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে মেয়াদোত্তীর্ণ গাংনী উপজেলা ছাত্রলীগের কমিটি বিলুপ্ত করে নতুন কমিটি গঠন ঘোষণা দেয়। কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম সেন্টুকে সভাপতি ও ছাত্রলীগ নেতা ফয়সাল জাহান শিশিরকে সাধারণ সম্পাদক করে গঠিত দুই সদস্য বিশিষ্ট এ কমিটির বিরুদ্ধে আন্দোলন করে আসছে ছাত্রলীগের নেতাকর্মীরা।

এর আগে গাংনী হাসপাতাল বাজার থেকে ছাত্রলীগের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীদের অংশগ্রহণে একটি লাঠি মিছিল শুরু হয়। এ সময় মিছিলে অংশগ্রহণকারীদের মাথায় বাঁধা ছিলো কাফনের কাপড়।

মিছিলটি গাংনী শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বাসস্ট্যান্ডে ড়িয়ে সড়ক অবরোধ করে। ঘণ্টাব্যাপী এ অবরোধে কমিটি বাতিলের দাবি ও জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদকের বিরুদ্ধে বিভিন্ন শ্লোগান দেয়া হয়।

আন্দোলনরত ছাত্রদের পক্ষে কলেজ ছাত্রলীগ সভাপতি মাহমুদ হাসিব ও পৌর ছাত্রলীগ সভাপতি ইমরান হাবীব জানান, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক তার মনগড়া কমিটি করেছেন। যা ছাত্রলীগের নেতাকর্মীরা কেউ মেনে নিচ্ছেন না। ত্যাগী নেতাকর্মীদের নিয়ে কমিটি গঠন না করা পর্যন্ত আন্দোলন চলবে। সম্পাদনা:জেরিন

  • সর্বশেষ
  • জনপ্রিয়