শিরোনাম
◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪২ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস, হিট স্ট্রোকে একজনের মৃত্যু ◈ আইনজীবীদের গাউন পরতে হবে না: সুপ্রিমকোর্ট ◈ তীব্র গরমে স্কুল-কলেজ ও মাদরাসা আরও ৭ দিন বন্ধ ঘোষণা ◈ সিরিয়ায় আইএসের হামলায় ২৮ সেনা নিহত ◈ সরকার চোরাবালির ওপর দাঁড়িয়ে, পতন অনিবার্য: রিজভী  ◈ সরকারের বিরুদ্ধে অবিরাম নালিশের রাজনীতি করছে বিএনপি: ওবায়দুল কাদের ◈ বুশরা বিবিকে ‘টয়লেট ক্লিনার’ মেশানো খাবার খাওয়ানোর অভিযোগ ইমরানের ◈ গাজায় নিহতের সংখ্যা ৩৪ হাজার ছাড়াল ◈ প্রার্থী নির্যাতনের বিষয়ে পুলিশ ব্যবস্থা নেবে, হস্তক্ষেপ করবো না: পলক ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী

প্রকাশিত : ১৩ জানুয়ারী, ২০২০, ০১:২১ রাত
আপডেট : ১৩ জানুয়ারী, ২০২০, ০১:২১ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিপিএলের কোয়ালিফায়ার ম্যাচে সোমবার খুলনা ও রাজশাহী মুখোমুখি

এল আর বাদল : বঙ্গবন্ধুর শতজম্মবার্ষিকী উপলক্ষে বিসিবির পৃষ্ঠপোষকতায় চলমান বিপিএলে অংশগ্রহণকারী সাত দলের তিন দল ইতোমধ্যে বিদায় নিয়েছে। বাকি সেরা চারদল টুর্নামেন্টের প্লেঅফে লড়াইয়ে নামছে সোমবার।

এদিন প্রথম কোয়ালিফায়ার ম্যাচে মুখোমুখি হচ্ছে খুলনা টাইগার্স ও রাজশাহী রয়্যালস। শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সন্ধ্যা ৬.৩০ টায় শুরু হবে ম্যাচটি। একই দিনে দুপুর ১.৩০ টায় এলিমিনেটর ম্যাচে মুখোমুখি হবে ঢাকা প্লাটুন ও চট্টগ্রাম চ্যালেঞ্জার্স।

এবারের বিপিএলে পয়েন্ট তালিকার শীর্ষে থাকা দুই দল খুলনা ও রাজশাহী শেষ ম্যাচে জয় পেয়েছে। খুলনা হারিয়েছে ঢাকা প্লাটুনকে, রাজশাহী চট্টগ্রাম চ্যালেঞ্জার্সকে। এবারের আসরে শীর্ষ দুই দলের শক্তিও যেন সমানে সমান।

খুলনার টপ অর্ডারে আছেন নাজমুল হোসেন শান্ত, মেহেদী হাসান মিরাজ, রাইলি রুশো ও মুশফিকুর রহিম। অপরদিকে রাজশাহীর টপ অর্ডারে আছেন লিটন দাস, আফিফ হোসেন, শোয়েব মালিক ও রবি বোপারার মতো ক্রিকেটাররা। এই ম্যাচে যে দল হারবে সেই দল দ্বিতীয় কোয়ালিফায়ারে আবারো খেলতে পারবে। এলিমিনেটর ম্যাচে ঢাকা ও চট্টগ্রামের মধ্যকার বিজয়ী দলের সঙ্গে খেলবে প্রথম কোয়ালিফায়ারের পরাজিত দল।

ঢাকা প্লাটুন লিগ পর্বের শেষ দুটি ম্যাচ হেরে ভীষণ চাপ নিয়েই এলিমিনেটরে পৌঁছেছেন। আজ তাদের তাদের প্রতিপক্ষ চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। হারলেই বিপিএলকে বিদায়। জয়ী দল খেলবে প্রথম কোয়ালিফায়ার ম্যাচে খুলনা ও রাজশাহীর মধ্যকার পরাজিত দলের সঙ্গে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়