শিরোনাম
◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ ইরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের ◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো ◈ রেকর্ড বন্যায় প্লাবিত দুবাই, ওমানে ১৮ জনের প্রাণহানি

প্রকাশিত : ১২ জানুয়ারী, ২০২০, ১১:২৫ দুপুর
আপডেট : ১২ জানুয়ারী, ২০২০, ১১:২৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মন্ত্রী-এমপি লাগবে না, আমাদের ক্লিন ইমেজের দুই মেয়র প্রার্থী যথেষ্ট, বললেন ওবায়দুল কাদের

সমীরণ রায়: রোববার (১১ জানুয়ারি) রাজধানীর ধানমন্ডির আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে সম্পাদকমণ্ডলীর সভা শেষে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, যতক্ষণ থেকে আচরণবিধি মেনে চলার বিষয়টও এসেছে আমি একবারও কি কোনো আচরণবিধি লঙ্ঘন করার মতো কাজ করেছি? কোনো সভা-সমাবেশে অংশ নিয়েছি? তাহলে মির্জা ফখরুল সাহেব কেন অবান্তর প্রশ্নটি করতে গেলেন?
আমি শুধু তাকে বলব, আপনার চ্যালেঞ্জ করা লাগবে না।আপনি নিজে এমপি হয়ে পদত্যাগ করে একটি নাটক করেছেন।সেই নাটকে আবার আরেকজন অংশ নিয়েছে। এখানে চ্যালেঞ্জের কোনো বিষয় না। মির্জা ফখরুল ইসলাম আলমগীর যদি চ্যালেঞ্জ করেন। তাহলে বলবো, আপনি এবং বিএনপি নেতাদের ক্যাম্পেইন মোকাবিলা করার জন্য, আমাদের মন্ত্রী-এমপির প্রয়োজন হবে না।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আমির হোসেন আমু ও তোফায়েল আহমেদ নির্বাচনি ক্যাম্পেইনের বাইরেও আমাদের পার্টির অনেক কাজ আছে। সেটি তারা করবেন। সেটি তারা ঘরোয়াভাবে করবেন। তারা ক্যাম্পেইনে অংশগ্রহণ করবেন না। এটি আমাদের দলীয় সিদ্ধান্ত।

এছাড়াও দেশের শীতপ্রবণ এলাকাতে সরকারি ও দলীয়ভাবে এ পর্যন্ত ৪৫ লাখ শীতবস্ত্র এবং ৩ কোটি নগদ অর্থ বিতরণ করা হয়েছে বলেও জানান তিনি। ওবায়দুল কাদেরের সভাপতিত্বে দলের সভাপতিম-লীর সভা অনুষ্ঠিত হয়। পরে সভাপতি ১৭ জানুয়ারি পর্যন্ত সভা মূলতবি করা হয়েছে।

এ সময় আরও উপস্থিত ছিলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ, হাছান মাহমুদ, আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, বিএম মোজাম্মেল হক, এসএম কামাল হোসেন, মির্জা আজম, সাখাওয়াত হোসেন শফিক, শফিকুল আলম নাদেল, দপ্তর ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া প্রমুখ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়