শিরোনাম
◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো ◈ মুজিবনগর সরকারের ৪০০ টাকা মাসিক বেতনের কর্মচারি ছিলেন জিয়াউর রহমান: পররাষ্ট্রমন্ত্রী ◈ রেকর্ড বন্যায় প্লাবিত দুবাই, ওমানে ১৮ জনের প্রাণহানি ◈ টাইমের প্রভাবশালী ১০০ ব্যক্তির তালিকায় বাংলাদেশের মেরিনা ◈ দেশের মানুষকে ডাল-ভাত খাওয়াতে  ব্যর্থ হয়েছিল বিএনপি : প্রধানমন্ত্রী ◈ দক্ষিণ লেবাননে ইসরায়েল ফসফসরাস বোমা হামলা ◈ ঝালকাঠিতে ট্রাকচাপায় নিহতদের ৬ জন একই পরিবারের ◈ রাজনৈতিক বিশ্লেষক মনোয়ারুল হক মারা গেছেন ◈ কেএনএফ চাইলে আবারও আলোচনায় বসার সুযোগ দেওয়া হবে: র‌্যাবের ডিজি ◈ ওবায়দুল কাদেরের হৃদয় দুর্বল, তাই বেশি অবান্তর কথা বলেন: রিজভী

প্রকাশিত : ১২ জানুয়ারী, ২০২০, ১০:৫৯ দুপুর
আপডেট : ১২ জানুয়ারী, ২০২০, ১০:৫৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বহিরাগত মদ্যপকে ছেড়ে দিতে পুলিশের অনুরোধে বিব্রত ঢাবি প্রক্টর

আসিফ কাজল: মদ্যপ অবস্থায় ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় দুর্ঘটনায় বহিরাগত দুজনকে শাহবাগ থানায় সোপর্দ করার পর ছেড়ে দিতে পুলিশের তদবিরের অভিযোগ পাওয়া গেছে। এমন অনুরোধে বিব্রতবোধ প্রকাশ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রক্টর ড. গোলাম রাব্বানী।

তিনি অভিযোগ করেন, মদ্যপ অববস্থায় রাত পৌনে ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের ভিসি চত্তরের সামনে বহিরাগত দুই জন যুবক গাড়ি দুর্ঘটনা ঘটায়। পরে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তাদের আটক করে আমাকে খবর দেয়। ঘটনাস্থলে গিয়ে আমি মদ্যপ দুজনকে শাহবাগ থানায় ফোন করি এবং আইনি প্রক্রিয়ার মাধ্যমে ব্যবস্থা নিতে অনুরোধ করি।কিন্তু ওই সময় থানার এসআই এইচ এ কে এম নিয়াজ উদ্দীন তাদের না নিয়ে বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের হাতে তুলে দিয়ে যান।

প্রক্টর বলেন, তারা দৃশ্যমান দুইটি অপরাধ করেছে। এক মদ্যপ হয়ে গাড়ি চালিয়েছে অন্যটি দুর্ঘটনা ঘটিয়ে মানুষজনকে আহত করেছে।এ ছাড়া চালকের গাড়ির লাইসেন্স আছে কী তা নিয়ে আমার সন্দেহ থাকায় পুলিশকে খোঁজ নিতে বলেছি। কিন্তু এসাআই নিয়াজ তাদের ছেড়ে দিতে রাত আড়াইটার পর থেকে ২.৫১ মিনিট পর্যন্ত আমাকে কয়েকবার এসএমএস ও ফোন দিয়েছে। তার কর্মকাণ্ড নিঃবুদ্ধিতা ও কর্তব্যে অবহেলা বলে আমি মনে করি।

তিনি অভিযোগ করে বলেন, শিক্ষার্থীদের সঙ্গে আতাত করে বহিরাগত দুই মদ্যপকে তাদের হাতে ছেড়ে দেওয়া ও আইনি ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত দেওয়ার পরও বার বার অনুরোধ করায় বিব্রত হয়েছি। এ বিষয়ে আমরা পুলিশের ঊর্ধ্বতনদের কাছে অভিযোগ করব।

এ অভিযোগের ব্যাপারে উপ পরিদর্শক এইচ এ কে এম নিয়াজ উদ্দীন বলেন, দুই ছেলের বাবা-মা এসে অনুরোধ করায় প্রক্টর স্যারকে ফোন দিয়েছি। পরে তাদেরকে সকালে আদালতে চালান করা হয়েছে। তবে রাত পৌনে ১২টার দিকে মদ্যপ অবস্থায় ঢাবি এলাকায় বহিরাগতদের দুর্ঘটনাকে বড় কিছু নয় বলে মনে করেন এসআই এইচ এ কে এম নিয়াজ উদ্দীন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়