শিরোনাম
◈ চট্টগ্রামে জুতার কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ১২ ইউনিট ◈ জিয়াও কখনো স্বাধীনতার ঘোষক দাবি করেনি, বিএনপি নেতারা যেভাবে করছে: ড. হাছান মাহমুদ ◈ আওয়ামী লীগ সবচেয়ে বড় ভারতীয় পণ্য: গয়েশ্বর ◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী

প্রকাশিত : ১২ জানুয়ারী, ২০২০, ১০:২৪ দুপুর
আপডেট : ১২ জানুয়ারী, ২০২০, ১০:২৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কুষ্টিয়ার বিআরটিএ অফিসে দুদকের অভিযান, ২ দালালের কারাদণ্ড

কুষ্টিয়া প্রতিনিধি : রোববার দুপুরে কুষ্টিয়া বিআরটিএ কার্যালয়ে অভিযান চালিয়ে দালাল চক্রের ২ সদস্যকে আটক করেছে দুর্নীতি দমন কমিশনের (দুদক) কুষ্টিয়ার সদস্যরা। আটককৃতরা হলো, দুলাল (৩৯) ও মনিরুজ্জামান (৩৫) নামে দালাল চক্রের দুই সদস্যকে আটক করা হয়েছে।

বিআরটিএ কার্যালয়ে কুষ্টিয়া জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট ইসাহক আলী ও দুদকের কুষ্টিয়া সার্কেলের সহকারী পরিচালক রফিক উদ্দিন খানের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

আটক দালালরা,  কুষ্টিয়া শহরতলীর উদিবাড়ী এলাকার দিরাজ উদ্দিনের ছেলে মো. দুলাল, পূর্ব মজমপুর এলাকার শেখ নুরুল আমিনের ছেলে মনিরুজ্জামান।

দুদকের কুষ্টিয়া সার্কেলের সহকারী পরিচালক রফিক উদ্দিন খান জানান, কুষ্টিয়া বিআরটিএ কার্যালয়ে সেবা গ্রহণকারীদের কাছ থেকে সরকারি ফি ছাড়া অতিরিক্ত টাকা আদায় করা হচ্ছে এমন অভিযোগের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়। এসময় দুলাল ও মনিরুজ্জামান নামে দালাল চক্রের দুই সদস্যকে আটক করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট ইসাহক আলী জানান, দণ্ডবিধির ১৮৮ ধারায় মনিরুজ্জামানকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা, এবং একই ধারায় দুলালকে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

পরে কুষ্টিয়া মডেল থানা পুলিশের সহযোগিতায় সাজাপ্রাপ্তদের জেলা কারাগারে পাঠানো হয়। সম্পাদনা:জেরিন

  • সর্বশেষ
  • জনপ্রিয়