শিরোনাম
◈ বেনজীর আহমেদের চ্যালেঞ্জ: কেউ দুর্নীতি প্রমাণ করতে পারলে তাকে সব সম্পত্তি দিয়ে দেবো ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪২ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস, হিট স্ট্রোকে একজনের মৃত্যু ◈ আইনজীবীদের গাউন পরতে হবে না: সুপ্রিমকোর্ট ◈ তীব্র গরমে স্কুল-কলেজ ও মাদরাসা আরও ৭ দিন বন্ধ ঘোষণা ◈ সিরিয়ায় আইএসের হামলায় ২৮ সেনা নিহত ◈ সরকার চোরাবালির ওপর দাঁড়িয়ে, পতন অনিবার্য: রিজভী  ◈ সরকারের বিরুদ্ধে অবিরাম নালিশের রাজনীতি করছে বিএনপি: ওবায়দুল কাদের ◈ বুশরা বিবিকে ‘টয়লেট ক্লিনার’ মেশানো খাবার খাওয়ানোর অভিযোগ ইমরানের ◈ গাজায় নিহতের সংখ্যা ৩৪ হাজার ছাড়াল ◈ প্রার্থী নির্যাতনের বিষয়ে পুলিশ ব্যবস্থা নেবে, হস্তক্ষেপ করবো না: পলক

প্রকাশিত : ১২ জানুয়ারী, ২০২০, ০৮:৪৪ সকাল
আপডেট : ১২ জানুয়ারী, ২০২০, ০৮:৪৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

১৬ কোটি মানুষকে ইন্টারনেটের আওতায় আনা হবে, বললেন সজীব ওয়াজেদ জয়

তাপসী রাবেয়া ও মহসীন কবির : সরকার দেশের সব সরকারি শিক্ষা প্রতিষ্ঠানে ক্রমান্বয়ে ওয়াইফাই নেটওয়ার্ক চালু করার উদ্যোগ নিয়েছে জানিয়ে প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় বলেছেন, দেশের ১৬ কোটি মানুষকে ইন্টারনেট নেটওয়ার্কের আওতায় নিয়ে আসা হচ্ছে৷ সকালে সচিবালয়ে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ে ১৪৬টি সরকারি শিক্ষা প্রতিষ্ঠানে ওয়াইফাই নেটওয়ার্ক চালু করে এই কথা বলেন সজীব ওয়াজেদ৷ এ সময়, সংশ্লিষ্ট কর্মকর্তাদের নেটওয়ার্কের উচ্চগতি নিশ্চিত করার তাগিদ দেন তিনি৷

বোরবার (১২ জানুয়ারি) সচিবালয়ে একযোগে দেশের ১৪৬টি শিক্ষা প্রতিষ্ঠানে ওয়াইফাই নেটওয়ার্ক উদ্বোধন শেষে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ঢাকা, রাজশাহীসহ দেশের বড় বড় বিশ্ববিদ্যালয়গুলোতে শিক্ষার্থীদের ইন্টারনেট ব্যবহার করতে কমন ওয়াইফাই নেটওয়ার্ক জোন চালুর বিষয়টি বেশ কয়েকবছর আগের৷ এবার ক্রমান্বয়ে দেশের সব সরকারি শিক্ষা প্রতিষ্ঠানে উচ্চগতি সম্পন্ন ওয়াইফাই নেটওয়ার্ক চালুর উদ্যোগ নিয়েছে সরকার৷

তিনি আরো বলেন, ১৪৬ শিক্ষা প্রতিষ্ঠান ওয়াই-ফাইয়ের আওতায় আনা হবে। এছাড়া, ১০ এমবিপিএস গতিসম্পন্ন এই নেটওয়ার্কে শিক্ষার্থীরা ২ বছর পর্যন্ত ফ্রি সার্ভিস পাবেন৷

দেশের সব সরকারি শিক্ষা প্রতিষ্ঠানে অপটিক্যাল ফাইবার নেটওয়ার্ক স্থাপন শীর্ষক প্রকল্পের আওতায় এই ব্যবস্থা চালু করে সজীব ওয়াজেদ বলেন, ক্রমান্বয়ে দেশের ১৬ কোটি মানুষকেই ইন্টারনেটের আওতায় নিয়ে আসতে কাজ করছে সরকার৷ এ সময়, মন্ত্রণালয়সহ সংশ্লিষ্টর প্রতিষ্ঠানগুলোর কর্মকর্তাদের এই নেটওয়ার্কের উচ্চগতি নিশ্চিত করার তাগিদ দেন প্রধানমন্ত্রীর এই উপদেষ্টা৷

 

 

 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়