শিরোনাম
◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী ◈ জিয়াউর রহমানের সময়ই দেশে বিভেদের রাজনীতির গোড়াপত্তন হয়: ওবায়দুল কাদের  ◈ এলডিসি উত্তরণের পর সর্বোচ্চ সুবিধা পাওয়ার প্রস্তুতি নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ ড. ইউনূসকে নিয়ে শিক্ষামন্ত্রীর বক্তব্য দুঃখজনক: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত ◈ জলদস্যুদের হাতে জিম্মি জাহাজ মুক্ত করার বিষয়ে  সরকার অনেক দূর এগিয়েছে: পররাষ্ট্রমন্ত্রী  ◈ এসএসসি পরীক্ষায় আমূল পরিবর্তন, বদলে যেতে পারে পরীক্ষার নামও ◈ পঞ্চম দিনের মতো কর্মবিরতিতে ট্রেইনি ও ইন্টার্ন চিকিৎসকরা ◈ অর্থাভাবে পার্লামেন্ট নির্বাচনে লড়বেন না ভারতের অর্থমন্ত্রী ◈ কখন কাকে ধরে নিয়ে যায় কোনো নিশ্চয়তা নেই: ফখরুল

প্রকাশিত : ১২ জানুয়ারী, ২০২০, ০৫:২১ সকাল
আপডেট : ১২ জানুয়ারী, ২০২০, ০৫:২১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিপিএলের গ্রুপপর্ব শেষে শীর্ষ পাঁচ রান সংগ্রাহক

নিজস্ব প্রতিবেদক : গতকাল শেষ হয়েছে বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) সপ্তম আসরের গ্রুব পর্বের খেলা। এবারের আসরে দেশি ব্যাটসম্যানদের আদিপত্যই দেখা গেছে বেশি। শীর্ষ ৫ সংগ্রাহকের তালিকায় আছেন ৩ জন দেশি ও ২ জন বিদেশি ব্যাটসম্যান।

বিপিএলের গত আসরের সর্বোচ্চ রান-সংগ্রাহক রাইলি রুশোন এবারো সেই ধারাবাহিকতা ধরে রেখেছেন। লিগ পর্বের ১২টি ম্যাচেই খেলা খুলনা টাইগার্সের এই বাঁহাতি ব্যাটসম্যান ৪৫৮ রান নিয়ে সবার ওপরে অবস্থান করছেন। ১৫৮.৪৭ স্ট্রাইক রেটে তার ব্যাটিং গড় ৫০.৮৮।

শীর্ষ রান সংগ্রাহকের তালিকায় দ্বিতীয় স্থানেও আছেন খুলনার আরেক ব্যাটসম্যান মুশফিকুর রহিম। খুলনার অধিনায়কের সংগ্রহ ১২ ম্যাচে ৪৪৯ রান। শতকের খুব কাছে অপরাজিত ৯৮ ও ৯৬ রানে থেমেছেন তিনি। তিন অঙ্ক ছুঁয়ে দেখা না হলেও দুর্দান্ত ব্যাটিং প্রদর্শনী দেখিয়েছেন মুশফিক। তার স্ট্রাইক রেট ১৪৮.১৮ এবং ব্যাটিং গড় ৭৪.৮৩।

তৃতীয় স্থানে আছেন আরেক বিদেশি ব্যাটসম্যান ডেভিড মালান। কুমিল্লা ওয়ারিয়র্সের অধিনায়ক ১১ ম্যাচে একটি শতক ও ৩টি অর্ধশতকে করেছেন ৪৪৪ রান। তার ব্যাটিং গড় কুমিল্লা ইতোমধ্যে ৪৯.৩৩ ও স্ট্রাইক রেট ১৪৫.০৯।

চতুর্থ ও পঞ্চম স্থানে আছেন যথাক্রমে দুই দেশি ব্যাটসম্যান লিটন দাস ও ইমরুল কায়েস। রাজশাহী রয়্যালসের উদ্বোধনী ব্যাটসম্যান লিটনের সংগ্রহ ১২ ম্যাচে ৪২২ রান। তার স্ট্রাইক রেট ১৩৯.৭৩ ও ব্যাটিং গড় ৩৮.৩৬। অপরদিকে ইমরুলের সংগ্রহ ১১ ম্যাচে ৫৭.৮৫ গড়ে ৪০৫ রান। এই বাঁহাতি ব্যাটসম্যানের স্ট্রাইক রেট ১৩২.৭৮।

  • সর্বশেষ
  • জনপ্রিয়