শিরোনাম
◈ ভিত্তিহীন মামলায় বিরোধী নেতাকর্মীদের নাজেহাল করা হচ্ছে: মির্জা ফখরুল ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী ◈ অপরাধের কারণেই বিএনপি নেতা-কর্মীদের  বিরুদ্ধে মামলা হয়েছে: প্রধানমন্ত্রী  ◈ অ্যাননটেক্সকে জনতা ব্যাংকের সুদ মওকুফ সুবিধা বাতিলের নির্দেশ বাংলাদেশ ব্যাংকের ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪১ দশমিক ৩ ডিগ্রি, হিট এলার্ট জারি  ◈ ঢাকা শিশু হাসপাতালের আগুন নিয়ন্ত্রণে ◈ ইরানে ইসরায়েলের হামলার খবরে বিশ্বজুড়ে উত্তেজনা, তৃতীয় বিশ্বযুদ্ধের আতঙ্ক ◈ বিমানবন্দরের থার্ড টার্মিনালের বাউন্ডারি ভেঙে বাস ঢু‌কে প্রকৌশলী নিহত ◈ জাতীয় পতাকার নকশাকার শিব নারায়ণ দাস মারা গেছেন ◈ ইরানের ইস্পাহান ও তাব্রিজে ইসরায়েলের ড্রোন হামলা, ৩টি ভূপাতিত (ভিডিও)

প্রকাশিত : ১২ জানুয়ারী, ২০২০, ০৩:৫২ রাত
আপডেট : ১২ জানুয়ারী, ২০২০, ০৩:৫২ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ভিটামিন ‘এ’ ক্যাম্পেইন চলবে ৭ দিন

নিউজ ডেস্ক : আগামী ৭ দিন নিকটস্থ যে কোনো স্বাস্থ্যকেন্দ্রে পাওয়া যাবে ভিটামিন ‘এ’ ক্যাপসুল। শনিবার (১১ জানুয়ারি) ক্যাম্পেইন থেকে বাদ পড়া শিশুদের জন্য রাখা হয়েছে এ ব্যবস্থা। আর ইজতেমার কারণে গাজীপুরে ভিটামিন ‘এ’ ক্যাপসুল দেয়া হবে ২৫ জানুয়ারি। এদিকে এবারের ক্যাপসুলের নিয়ে কোনো অভিযোগ পাওয়া যায়নি। দেশ-বিদেশের দুই প্রতিষ্ঠানের ওষুধের মান যাচাই হয়েছে বাংলাদেশসহ দুটি আন্তর্জাতিক ল্যাবে। ইনডিপেনডেন্ট টিভি

৬ থেকে ৫৯ মাস বয়সী শিশুদের বছরে দু’বার দেয়া হয় ভিটামিন ‘এ’ ক্যাপসুল। শনিবার সারা দেশে ১ লাখ ২০ হাজার কেন্দ্র থেকে এই ক্যাপসুল পেয়েছে ২ কোটি শিশু।

গত বছর ক্যাপসুলের মান নিয়ে প্রশ্ন ওঠায় এবার বেশ সতর্ক ছিলো স্বাস্থ্য বিভাগ। এবার লাল রংয়ের ক্যাপসুল নেয়া হয়েছে দেশের কোম্পানি রেনাটা ও নীল ক্যাপসুল আনা হয়েছে কানাডা থেকে। মান পরীক্ষা করা হয়েছে সরকারি ড্রাগ টেস্টিং ল্যাবে। পরে বিশ্ব স্বাস্থ্য সংস্থার পরামর্শে মাদ্রাজ ও ব্যাংককের দুটি আন্তর্জাতিক ল্যাবেও হয়েছে এর মান যাচাই।

স্বাস্থ্য বিভাগ বলছে, শনিবারের ক্যাম্পেইনে বাদ পড়া শিশুকে আগামী ৭দিন নিকটস্থ স্বাস্থ্য কেন্দ্র থেকে খাওয়ানো যাবে ‘এ’ প্লাস ক্যাপসুল। তবে ইজতেমার কারণে গাজীপুরে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে ২৫ জানুয়ারি।

স্বাধীনতার পর পরই দেশের রাতকানা রোগে আক্রান্তের হার ছিলো ৪ শতাংশ। পরে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর উদ্যোগ নেয় সরকার। এতে রাতকানার রোগের হার এখন প্রায় শূন্যের কোঠায় নেমে এসেছে, কমেছে শিশুমৃত্যুর হারও। অনুলিখন : হ্যাপি আক্তার

  • সর্বশেষ
  • জনপ্রিয়