শিরোনাম
◈ ৯৫ বিলিয়ন ডলারের সহায়তা বিলে জো বাইডেনের সাক্ষর  ◈ বিশ্বের প্রতি যুদ্ধকে ‘না’ বলার আহ্বান প্রধানমন্ত্রীর ◈ বাংলাদেশ ব্রাজিল থেকে ইথানল নিতে পারে, যা তেলের চেয়ে অনেক সস্তা: রাষ্ট্রদূত ◈ মিয়ানমার সেনাসহ ২৮৮ জনকে ফেরত পাঠালো বিজিবি ◈ উপজেলা নির্বাচনে অংশ নেওয়ায় বিএনপির ৬৪ নেতাকে কারণ দর্শানোর নোটিশ ◈ বর্ধিত ভাড়ায় ট্রেনের আগাম টিকিট বিক্রি শুরু ◈ মন্ত্রী ও এমপিদের নিকটাত্মীয়রা প্রার্থিতা প্রত্যাহার না করলে সময়মতো ব্যবস্থা নেওয়া হবে: ওবায়দুল কাদের  ◈ লোডশেডিং ১০০০ মেগাওয়াট ছাড়িয়েছে, চাপ পড়ছে গ্রামে ◈ বাংলাদেশে কাতারের বিনিয়োগ সম্প্রসারণের বিপুল সম্ভাবনা দেখছেন ব্যবসায়ীরা  ◈ হিট স্ট্রোকে রাজধানীতে রিকশা চালকের মৃত্যু

প্রকাশিত : ১২ জানুয়ারী, ২০২০, ০২:৩৪ রাত
আপডেট : ১২ জানুয়ারী, ২০২০, ০২:৩৪ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ঘণ্টা বাজাই, আজানও শুনি, ধর্ম নিরপেক্ষতার বার্তা দিয়ে বললেন মমতা

রাশিদ রিয়াজ : ফের ধর্ম নিরপেক্ষতার বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শনিবার রানি রাসমণি রোডের ধর্না মঞ্চ থেকে তিনি স্পষ্টতই মনে করিয়ে দিলেন ধর্মের রাজনীতি তিনি করেন না। ‘এক বৃন্তে দুটি কুসুমেই সন্তুষ্ট’ মমতা। হিন্দু মুসলমান প্রত্যেকেই ভাই ভাই। এই নিয়ে মেরুকরণের প্রয়োজন নেই। ওইদিন শহরে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আসা নিয়ে দফায় দফায় বিক্ষোভ চলছিল। দফায় দফায় মোদী বিরোধী শ্লোগান। উত্তেজনা ছড়ায় শহরের বিভিন্ন অংশে। যাদবপুরের পড়ুয়ারা এদিন একটি অরাজনৈতিক মিছিল বের করে। মোদী বিরোধী ওই মিছিল রানি রাসমণি অ্যাভিনিউতে এসে ঝামেলায় জড়িয়ে পড়ে। পুলিশের সঙ্গে পড়ুয়াদের ধস্তাধস্তি শুরু হয়। কিছুক্ষণের মধ্যেই ঘটনাস্থলে পৌঁছান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

সেখানে গিয়ে বাম ছাত্রদের বিক্ষোভের মুখেও পড়েন তিনি। পড়ুয়াদের শান্ত হওয়ার জন্য অনুরোধ করেন তিনি। এর পর বক্রবত্য রাখেন মমতা। তিনি বলেন, আমি ঘণ্টা বাজাই, আজানও শুনি। অর্থাৎ হিন্দু মন্দিরে গিয়ে ঘণ্টা বাজাতে তাঁর যেমন আপত্তি নেই, এমনই আপত্তি নেই নামাজের আজানের ক্ষেত্রেও। ধর্ম নিয়ে সারা দেশে যে বিভাজনের রাজনীতি শুরু হয়েছে তার বিপক্ষে এ যেন মমতার সোজাসুজি উত্তর।

রানি রাসমণি অ্যাভিনিউতে ছাত্রদের বাধা দেয় পুলিশ। পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। সেই উত্তাপ প্রশমণ করতেই সোজা সেখানে পৌঁছান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ছাত্রদের বোঝানোর চেষ্টা করেন যে একই ইস্যুতে বিক্ষোভ করছেন তিনিও। এই ঘটনার কিছুক্ষণ আগেই মিলেনিয়াম পার্কে মোদীর সঙ্গে উপস্থিত ছিলেন মমতা।

এদিন ধর্ণা মঞ্চ থেকে মমতা বলেন, ‘ছাত্ররা প্রতিবাদ করছে। তারা দেশের গর্ব। ছাত্র বিক্ষোভ চিরকাল পথ দেখিয়েছে। আমরাই বাংলায় প্রথম প্রতিবাদ শুরু করেছি।’ শুক্রবার সিএএ কার্যকর করার নোটিফিকেশন জারি করেছে কেন্দ্রীয় সরকার। এদিন যখন শহরে মোদী উপস্থিত, তখন মমতা বন্দ্যোপাধ্যায় রাণি রাসমণী অ্যাভিনিউতে দাঁড়িয়ে বলেন, ওই নোটিফিকেশন শুধু খাতায়-কলমেই জারি হবে। আসলে কোনও দিন কার্যকর হবে না, যদি মানুষ না চায়। সংবাদ প্রতিদিন

  • সর্বশেষ
  • জনপ্রিয়