শিরোনাম
◈ সিলেটে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নিহত ২ ◈ থাইল্যান্ডের রাজা-রাণীর সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ ◈ রাষ্ট্রধর্ম ইসলাম সংবিধানবিরোধী নয়, হাইকোর্টের রায় ◈ শিক্ষক নিয়োগ: ১৪ লাখ টাকায় চুক্তি, ঢাবি শিক্ষার্থীসহ গ্রেপ্তার ৫ ◈ বিদ্যুৎ-গ্যাস কর্তৃপক্ষের ছাড়পত্র ছাড়া ঋণ মিলবে না ◈ রোববার খুলছে শিক্ষাপ্রতিষ্ঠান  ◈ নতুন করে আরও ৭২ ঘণ্টার তাপ প্রবাহের সতর্কতা জারি ◈ উপজেলা নির্বাচন সুষ্ঠু করতে ব্যর্থ হলে গণতান্ত্রিক ধারাবাহিকতা ক্ষুণ্ন হতে পারে: সিইসি ◈ ভারতের রপ্তানি করা খাদ্যদ্রব্যে ক্যান্সার সৃষ্টিকারী রাসায়নিক পেয়েছে ইইউ ◈ ৯৫ বিলিয়ন ডলারের সহায়তা বিলে জো বাইডেনের স্বাক্ষর

প্রকাশিত : ১২ জানুয়ারী, ২০২০, ১২:৪৩ দুপুর
আপডেট : ১২ জানুয়ারী, ২০২০, ১২:৪৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

অনলাইনে কার্যক্রম শুরু করছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর

সুজন কৈরী :  মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর (ডিএনসি) সূত্র জানিয়েছে, মাদক সংক্রান্ত অপরাধ কমানোসহ মাদকের বিস্তার রোধ ও জনসচেতনতা তৈরির লক্ষে দ্যা কোরিয়া ইন্টান্যাশনাল কো-অপারেশন এজেন্সির (কোইকা) সহায়তায় ৩৭ কোটি ২০ লাখ টাকা খরচে ইলিসিট ড্রাগ ইরাডিকেশন অ্যান্ড এডভান্সড ম্যানেজমেন্ট থ্রো আইটি (আই ড্রিম ইট)’ শীর্ষক কারিগরি সহায়তা প্রকল্প বাস্তবায়ন শুরু হচ্ছে। এর মধ্যেমে ডিএনসির সকল কার্যক্রম অটোমেশনের আওতায় আসবে। এই প্রকল্পের আওতায় নারকোটিক্স ইনফরমেশন ম্যানেজমেন্ট সিস্টেমের (এনআইএমএস) শুরু করতে যাচ্ছে ডিএনসি।
আজ রোববার রাজধানীর সেগুনবাগিচায় ডিএনসির প্রধান কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান এনআইএমএস ও টিভিসি প্রোগ্রামের শুভ উদ্বোধন করবেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের সচিব মো. শহিদুজ্জামান। সভাপতিত্ব করবেন ডিএনসির মহাপরিচালক মো. জামাল উদ্দিন আহমেদ।
ডিএনসি জানিয়েছে, অধিদফতরকে ঢেলে সাজাতে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করা হয়েছে। অধিদফতরকে শক্তিশালী করতে বিশ্বমানের ইন্টারোগেশন ইউনিট স্থাপন, ক্রিমিনাল ডাটা ম্যানেজমেন্ট সিস্টেম চালুকরণ, উন্ন গোয়েন্দা যন্ত্রপাতি ক্রয়, মোবাইল ট্র্যাকার স্থাপন, মাদক সনাক্তকরণ যন্ত্রপাতি ক্রয়, নৌ ইউনিট স্থাপন, ডগ স্কোয়াড ইউনিট স্থাপন, ডিজিটাল ফরেনসিক ইনভেস্টিগেশন ল্যাব স্থাপনসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পরিকল্পনা হাতে নেয়া হয়েছে।
সূত্র জানায়, মাদকের নমুনা পরীক্ষার জন্য গ্যাস ক্রোম্যাটোগ্রাফি-মাস স্পেকট্রোফোটোমেটার (সিজি-এমএস), হাই পারফরমেন্স লিকুইড ক্রোম্যাটোগ্রাফি (এইচপিএলসি), আল্ট্রা-ভায়োলেট স্পেকট্রোফোটোমেটার (ইউভি-ভিআইএস), ফোরিয়ার ট্রান্সফরম ইন্ফ্রা-রেড (এফটিআইআর) স্পেকট্রোফোটোমেটার ও মাদক নিয়ন্ত্রক যন্ত্র কেনার পদক্ষেপ নেয়া হয়েছে। ইতিমধ্যে কেন্দ্রীয় রাসায়নিক পরীক্ষাগার ও চট্টগ্রামের রাসায়নিক পরীক্ষাগারের দুটি ল্যাবরেটোরি কক্ষকে কোইকার মাধ্যমে আন্তর্জাতিক মানে উন্নীত করতে ২০১৮ সালে কার্যক্রম শুরু হয়। যা বাস্তবায়নের পর্যায়ে।
এআইএমএস’র কর্মপরিধিগুলো হচ্ছে- মাদক মামলা, লাইসেন্স ও নমুনা বিশ্লেষণ ব্যবস্থাপনা, অভিযান ব্যবস্থাপনা পদ্ধতি, অন্যান্য সংস্থার মাদক পরিসংখ্যান ব্যবস্থাপনা, হাসপাতাল ব্যবস্থাপনা ও মোবাইল সেবা এবং অ্যাপ তৈরি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়