শিরোনাম
◈ জাতিসংঘে সদস্যপদ প্রস্তাবে মার্কিন ভেটোর নিন্দা ফিলিস্তিনের, লজ্জাজনক বলল তুরস্ক ◈ স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের গল্প-প্রবন্ধ নিয়ে সাময়িকী প্রকাশনা করবে বাংলা একাডেমি ◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ চিকিৎসকদের সুরক্ষা নিশ্চিত করতে সংসদে আইন পাশ করব: স্বাস্থ্যমন্ত্রী ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের

প্রকাশিত : ১২ জানুয়ারী, ২০২০, ১১:৪৯ দুপুর
আপডেট : ১২ জানুয়ারী, ২০২০, ১১:৪৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রাতের অন্ধকারে গুলিবর্ষণ পাকিস্তানের, ফের অগ্নিগর্ভ নিয়ন্ত্রণরেখা

রাশিদ রিয়াজ : শনিবার রাত সাড়ে ন'টা নাগাদ পুঞ্চের দেওয়ার সেক্টরে সংঘর্ষবিরতি লঙ্ঘন করে পাক বাহিনী। ছোট অস্ত্র এবং মর্টার থেকে বিনা প্ররোচনায় হামলা চালানো হয়। ভারতের তরফে মুহূর্তের মধ্যে এর যোগ্য জবাব দেওয়া হয়েছে।  এই ঘটনা এখনও পর্যন্ত হতাহতের কোনও খবর না পাওয়া গেলেও উত্তেজনা আছে।

ভারতের প্রতিরক্ষা মন্ত্রক সূত্রে জানা গিয়েছে, ভারতীয় জবাবের মুখে পিছু হটতে বাধ্য হয় পাক সেনা। সংঘর্ষবিরতি চুক্তি লঙ্ঘন করে হামলার ঘটনায় ২০১৯ সালে বিগত ১৬ বছরের রেকর্ড ভেঙে দিয়েছে পাকিস্তান সেনা। সদ্য শেষ হওয়া বছরে সবমিলিয়ে ৩,২০০ বার হামলা চালায় পড়শি দেশের সেনাবাহিনী। অর্থাৎ গত বছর পাকিস্তানের তরফে গড়ে রোজ ৯টি করে সংঘর্ষ বিরতি চুক্তি লঙ্ঘনের ঘটনা ঘটেছে। ২০১৭ সালের নিরিখে তিন গুণ বেশি হামলা হয়েছে ২০১৯-এ। ২০১৭-য় পাকিস্তানের তরফে সংঘর্ষবিরতি লঙ্ঘনের ঘটনা ঘটেছিল ৯৭১ বার।

নতুন বছরেও সংঘর্ষবিরতি চুক্তি লঙ্ঘন করে হামলার ঘটনা অব্যহত রেখেছে তারা। প্রতিদিনই একাধিক স্থান থেকে সংঘর্ষবিরতি লঙ্ঘনের ঘটনা সামনে আসছে। এর মধ্যে শুক্রবার জম্মু-কাশ্মীরে দু'টি পৃথক হামলার ঘটনায় ভারতীয় সেনাবাহিনীর ২ জওয়ান এবং ২ সাধারণ নাগরিকের মৃত্যু হয়েছে। কাশ্মীরের নিয়ন্ত্রণরেখা লাগোয়া গ্রামগুলিতে আতঙ্কের আবহ তৈরি করতেই পাকিস্তানের সেনাবাহিনী বারেবারে হামলা করছে বলে মত বিশেষজ্ঞদের। পরিস্থিতির ওপরে কেন্দ্রীয় সরকার এবং সেনাবাহনীর তরফে কড়া নজর রাখা হচ্ছে বলে জানানো হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়