শিরোনাম
◈ দাম বেড়েছে আলু, ডিম, আদা ও রসুনের, কমেছে মুরগির  ◈ ২০২৫ সালের মধ্যে ৪৮টি কূপ খনন শেষ করতে চায় পেট্রোবাংলা ◈ ভিত্তিহীন মামলায় বিরোধী নেতাকর্মীদের নাজেহাল করা হচ্ছে: মির্জা ফখরুল ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী ◈ অপরাধের কারণেই বিএনপি নেতা-কর্মীদের  বিরুদ্ধে মামলা হয়েছে: প্রধানমন্ত্রী  ◈ অ্যাননটেক্সকে জনতা ব্যাংকের সুদ মওকুফ সুবিধা বাতিলের নির্দেশ বাংলাদেশ ব্যাংকের ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪১ দশমিক ৩ ডিগ্রি, হিট এলার্ট জারি  ◈ ঢাকা শিশু হাসপাতালের আগুন নিয়ন্ত্রণে ◈ ইরানে ইসরায়েলের হামলার খবরে বিশ্বজুড়ে উত্তেজনা, তৃতীয় বিশ্বযুদ্ধের আতঙ্ক ◈ বিমানবন্দরের থার্ড টার্মিনালের বাউন্ডারি ভেঙে বাস ঢু‌কে প্রকৌশলী নিহত

প্রকাশিত : ১২ জানুয়ারী, ২০২০, ০৮:৪১ সকাল
আপডেট : ১২ জানুয়ারী, ২০২০, ০৮:৪১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

চোরের টাকা, চুরির টাকা, দুর্নীতির টাকার প্রতি ওই অসভ্য দেশগুলোর লোভ যতোদিন থাকবে, ততোদিন এই পাচার বন্ধ করা হবে দুরূহ

আর রাজী : অপমান প্রাপ্য তাদেরও। দুদক সিগমা হুদা ও তার কন্যাদ্বয়ের বিরুদ্ধে টাকা পাচারের মামলা করেছে। প্রতিদিন এদেশ থেকে নানাভাবে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা, অস্ট্রেলিয়ার মতো দেশগুলোতে শত শত কোটি টাকা পাচার করে এদেশের অপেক্ষাকৃত অপরিচিত শিক্ষিত মানুষও। সিটিজেনশিপ নেয়, সন্তানদের পড়ায় ইত্যাদি নানা কিছুর উসিলায় প্রাথমিকভাবে এর-তার হাত দিয়ে শুরু হয় টাকা পাচার, তারপর হুন্ডি চলে।

নানাভাবে বানানো কালো টাকা চলে যায় যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা, অস্ট্রেলিয়া ইত্যাদি দেশে। একসময় দেশের সহায়-সম্পদ বিক্রি করা অর্থও অম্লান বদনে, গর্বের সঙ্গে পাচার করে এদেশের রক্তচোষা বদ শিক্ষিত-বাঙালি। এসব জানা কথা। তাদের আজ হোক কাল হোক অবশ্যই খুঁজে খুঁজে বিচারের আওতায় আনতে হবে। তবে এ কথা বলার জন্য এই লেখার অবতারণা নয়, এই লেখা এই কথা বলতে যে, চোরের টাকা, চুরির টাকা, দুর্নীতির টাকার প্রতি ওই অসভ্য দেশগুলোর লোভ যতোদিন থাকবে ততোদিন এই পাচার বন্ধ করা হবে দুরূহ।

আমরা হয়তো খুব নিকট ভবিষ্যতে এই চোরদের দেশগুলোর বিরুদ্ধে কোনো প্রতিরোধ ব্যবস্থা গড়ে তুলতে পারবো না, তাদের জনগণও এ বিষয়ে সরকারকে কিছু বলবে না সহসা। কিন্তু আমরা তাদের ঘৃণা তো করতে পারি। আমরা তো এই শ্লাঘা বোধ করতে পারি যে, আমার দেশের জনগণের জীবনে চুরির টাকা, চোরের টাকা, কলোনির টাকার অবদান নেই। অথচ ওই সব অসভ্য দেশের প্রতিটি নাগরিকের রক্ত দূষিত এই বিন্দু বিন্দু চুরির টাকায়। এটা কি বিশ্বাসযোগ্য হতে পারে যে, তারা দুনিয়ার সব বোঝে অথচ তার দেশ চুরির টাকার গন্তব্য, চোরদের আশ্রয়স্থলÑ এটা বোঝে না? সুতরাং অন্তত অপমান আর অশ্রদ্ধা তাদেরও প্রাপ্য। ফেসবুক থেকে

  • সর্বশেষ
  • জনপ্রিয়