শিরোনাম
◈ জলদস্যুদের হাতে জিম্মি জাহাজ মুক্ত করার বিষয়ে  সরকার অনেক দূর এগিয়েছে: পররাষ্ট্রমন্ত্রী  ◈ এসএসসি পরীক্ষায় আমূল পরিবর্তন, বদলে যেতে পারে পরীক্ষার নামও ◈ পঞ্চম দিনের মতো কর্মবিরতিতে ট্রেইনি ও ইন্টার্ন চিকিৎসকরা ◈ অর্থাভাবে পার্লামেন্ট নির্বাচনে লড়বেন না ভারতের অর্থমন্ত্রী ◈ কখন কাকে ধরে নিয়ে যায় কোনো নিশ্চয়তা নেই: ফখরুল ◈ জনপ্রিয়তায় ট্রাম্পের কাছাকাছি বাইডেন ◈ আদালত থেকে জঙ্গি ছিনতাই মামলার তদন্ত প্রতিবেদন জমা দেয়ার নতুন তারিখ ৮ মে ◈ সেনা গোয়েন্দাসংস্থার বিরুদ্ধে ৬ পাক বিচারপতির ভয় দেখানোর অভিযোগ ◈ নিরস্ত্র ফিলিস্তিনিরা সাদা পতাকা উড়াচ্ছিল, তাদের বূলডোজার দিয়ে মাটি চাপা দিল ইসরায়েলী সেনারা ◈ যুক্তরাষ্ট্রে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত

প্রকাশিত : ১২ জানুয়ারী, ২০২০, ০১:৩৬ রাত
আপডেট : ১২ জানুয়ারী, ২০২০, ০১:৩৬ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শক্ত থাকবেন, ভয়ভীতি উপেক্ষা করে ভোটেকেন্দ্রে আসবেন, ভোটারদের তাবিথ আউয়াল

শিমুল মাহমুদ: দলের নেতাকর্মী এবং ভোটারদের ঐক্য বজায় রেখে শক্ত থাকার আহ্বান জানিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনে বিএনপির মেয়র প্রার্থী তাবিথ আউয়াল।

তিনি বলেন, আপনারা মানসিক ও শারীরিকভাবে ঐক্য বজায় রাখবেন, শক্ত থাকবেন। বাসযোগ্য ঢাকা গড়তে ভয়ভীতি উপেক্ষা করে ৩০ জানুয়ারি ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে আমাদের বিজয় নিশ্চিত করতে হবে। এ নির্বাচন খালেদা জিয়ার মুক্তি এবং গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন।

শনিবার রাজধানীর উত্তরখানের ৫০ নম্বর ওয়ার্ডে ধানের শীষের নির্বাচনী কার্যালয়ের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। এ সময় বিএনপি সমর্থিত কাউন্সিলর পদপ্রার্থী (ঘুড়ি প্রতীক) দেওয়ান মো. নাজিমুদ্দিনকে পরিচয় করিয়ে দেন তিনি।

তাবিথ আউয়াল বলেন, জনগণ ভোটাধিকার প্রয়োগের অপেক্ষায় আছে। যে ভোট ৩০ ডিসেম্বর জাতীয় নির্বাচনে ভোট দিতে পারেননি, আগামী ৩০ জানুয়ারি ভোট দিয়ে এ সরকারের বিরুদ্ধে তারা জবাব দেবেন।

উত্তরখানবাসীকে তাদের সঙ্গে থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, উত্তরখানবাসী ঢাকা সিটি করপোরেশনের উন্নয়নের ছোঁয়া এখনো পাননি। অনেকের মাঝে প্রশ্ন, উন্নয়ন কি শুধু রেললাইনের পশ্চিম পাশেই (উত্তরার বিভিন্ন সেক্টর) থাকবে? নাকি পূর্ব পাশেও (সাবেক দক্ষিণখান ও উত্তরখান ইউনিয়ন) হবে? আমি সবাইকে আশ্বস্ত করে বলতে চাই, আমরা আপনাদের সঙ্গে থাকব। আপনারা আধুনিক নগরির সুযোগ-সুবিধা পাবেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য নিপুণ রায় চৌধুরী, ঢাকা মহানগর উত্তরের সহ-সভাপতি বজলুল বাসিত আনজু, যুবদলের ঢাকা উত্তরের সভাপতি এসএম জাহাঙ্গীর, দক্ষিণখান থানা বিএনপির সভাপতি শাহাবুদ্দিন, উত্তরা থানার সভাপতি সালাম সরকার প্রমুখ।

তাবিথ আউয়াল আজ ১৭, ৪৫, ৪৬, ৫০ ও ৪৭ নং ওয়ার্ডের আওতাধীন উত্তরার আজমপুর কাঁচাবাজার এলাকা থেকে সকালে নির্বাচনী প্রচার শুরু করে উত্তরখানের দেওয়ানবাড়ি, চৈতি গার্মেন্টস এলাকা, মাজার রোড, চামুরখান, ময়নারটেক, মাস্টারবাড়ি, আটপাড়া, ফায়েদাবাদ চৌরাস্তা, খিলক্ষেত বাজার এলাকায় গণসংযোগ করেন।

সকালে উত্তরার জয়নাল মার্কেট থেকে প্রচারণা শুরু করেন। এ সময় হাজার হাজার নেতা-কর্মী, সমর্থক ও সাধারণ জনগণ তার সঙ্গে যুক্ত হন। বিভিন্ন বাসা-বাড়ি, ব্যবসা প্রতিষ্ঠান থেকে বিভিন্ন শ্রেনী পেশার মানুষ এ প্রার্থীকে শুভেচ্ছা জানান। তাবিথ আউয়ালও হাত নেড়ে তাদের শুভেচ্ছার জবাব দেন।

ধানের শীষের প্রচারে ছিল বিএনপি চেয়ারপাসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির স্লোগান। “খালেদা জিয়ার মুক্তি চাই, ধানের শীষে ভোট চাই।”
গণসংযোগকালে উত্তরখানের শাহ কবির মাজার জিয়ারত করেন তিনি। এ সময় ৪৫ নং ওয়ার্ড কাউন্সিলর বিএনপি সমর্থিত প্রার্থী জাহাঙ্গীর আলম ব্যাপারীসহ স্থানীয় নেতা-কর্মী উপস্থিত ছিলেন। সেখানে জনতার উদ্দেশে তাবিথ বলেন, আগামী দিনে নিরাপদ শহর গড়ে তোলার জন্য যে প্রতিশ্রুতি দিয়েছি, নির্বাচিত হলে তা বাস্তবায়ন করব।

পরে সেখানেই সাংবাদিকদের প্রশ্নের জবাবে তাবিথ আউয়াল বলেন, নির্বাচনের মাঠে কোনো প্রতিপক্ষকে খাটো করে দেখছেন না তিনি। তিনি বলেন, কে ভালো কে খারাপ, তা জনগণই সিদ্ধান্ত নেবে।

শুক্রবার প্রতীক বরাদ্দের দিনে বিএনপি সমর্থিত কাউন্সিলর প্রার্থীদের অনেকে সন্ধ্যার দিকে প্রতীক পাওয়ায় দেরিতে নির্বাচনী প্রচারণা শুরু করেছেন বলে অভিযোগ করেন বিএনপির মেয়র প্রার্থী।

গণসংযোগে এসে জনগণের সাড়া পাচ্ছেন জানিয়ে ৪১ বছর বয়সী এই মেয়রপ্রার্থী বলেন, বিএনপি প্রার্থীরা যেখানে যাচ্ছি, সেখানেই ভোটের উত্তপ্ত পরিবেশ দেখেছি। প্রশ্নও পাচ্ছি, জনগণ থেকে যে তারা ভোট দিতে পারবেন কি না। তবে তারা বলেছেন, সময় আসলে তারা ভোট অবশ্যই দেবেন। জনগণ চাচ্ছে বিএনপিকেই তাদের ভোট দেওয়ার জন্য।

তিনি বলেন, আমরা লক্ষ্য রাখছি, আমাদের প্রচারে কোনো বাধা আছে কি না, প্রতিপক্ষ আচরণবিধি মেনে চলে কি না। আগামী দিনগুলোতে বলতে পারবো, লেভেল প্লেয়িং ফিল্ড কেমন আছে।

মাজার জিয়ারত শেষে পুনরায় সংযোগকালে স্থানীয় আওয়ামী লীগ কার্যালয়ে প্রবেশ করে ৪৫ নং ওয়ার্ড কাউন্সিলর ও আওয়ামী লীগ প্রার্থী জয়নুল আবেদীনের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করে ভোট চান। বিষয়টি উপস্থিত এলাকাবাসীর মাঝে চাঞ্চল্য সৃষ্টি করে।

এরপর ময়নারটেক এলাকায় ধানক্ষেতে নেমে কয়েকজন কৃষকের সঙ্গে কুশল বিনিময় করেন ভোট চান। কৃষকরা তাকে কাছে পেয়ে বেশ উচ্ছ্বসিত হন।
এর আগে আজমপুর বাজার থেকে প্রচার শুরু করার সময় তিনি বলেন, ঢাকা অচল হয়ে গেছে। তাৎক্ষণিকভাবে, শর্ট টাইম ইস্যুতে পরিকল্পনা করতে হবে।
উত্তরখান ও দক্ষিণখানের যেসব এলাকা নতুন করে ঢাকা উত্তর সিটি করপোরেশনের অন্তর্ভূক্ত হয়েছে সেখানে জলাবদ্ধতা, মাতৃ ও শিশু স্বাস্থ্য, মশা নিবারণ ইস্যুতে অনেক কাজ করার রয়েছে বলে মন্তব্য করেন বিএনপি প্রার্থী তাবিথ।

তাবিথ আউয়াল বলেন, এই সরকারের মুখেই শুধু উন্নয়নের বুলি, বাস্তবে কোন উন্নয়ন হচ্ছে না। চলছে সন্ত্রাস দুর্নীতি, লুটপাট আর অপশাসন। নগরবাসী টেক্স দিয়েও কাঙ্খিত সেবা পাচ্ছেন না।

তাবিথ আউয়াল বলেন, ভোটারদের প্রতি আমার অনুরোধ দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মার্কা ধানের শীষকে বিজয় করে আপনারা সরকারের সকল অপকর্মের জবাব দিবেন।

তিনি বলেন, ভোটাররা সরকারের দুর্নীতি-অপশাসনের শিকার। ডেঙ্গুতে আক্রান্ত হয়ে অসংখ্য মানুষ প্রাণ হারিয়েছেন। তারা এর বিচার চায়। জনগণকে সঙ্গে নিয়েই আমরা সেই সব দুর্নীতি অপশাসনের বিচার করবো।

তাবিথ আউয়াল প্রতিশ্রুতি দিয়ে বলেন, ঐক্যবদ্ধ হয়ে ভোটারদের সাথে নিয়ে সকলের ভোট নিশ্চিত করব। আধুনিক ঢাকার ডিজাইন করা আছে সে অনুযায়ী ঢাকাকে সাজাবো। বাসযোগ্য নগরী তৈরি করবো। শিশুদের জন্য নিরাপদ নিরাপদ বাসযোগ্য শহর করবো। যানজটে নাকাল নগরবাসী। এমনকি রোগীদের ঘণ্টার পর ঘণ্টা যানজটে পরে থাকতে হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়