শিরোনাম
◈ সাভারে শো-রুমের স্টোররুমে বিস্ফোরণ, দগ্ধ ২ ◈ ইরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ চলচ্চিত্র ও টিভি খাতে ভারতের সঙ্গে অভিজ্ঞতা বিনিময় হবে: তথ্য প্রতিমন্ত্রী ◈ উপজেলা নির্বাচনে প্রভাব বিস্তার করলেই ব্যবস্থা: ইসি আলমগীর  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের

প্রকাশিত : ১২ জানুয়ারী, ২০২০, ০১:১২ রাত
আপডেট : ১২ জানুয়ারী, ২০২০, ০১:১২ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিক্ষোভের মধ্যেই কলকাতা সফরে মোদী, বৈঠকে নাগরিকত্ব আইন বাতিলের দাবি জানালেন মমতা

মশিউর অর্ণব: নাগরিকত্ব সংশোধনী আইন নিয়ে তীব্র বিক্ষোভের মধ্যেই শনিবার কলকাতা সফরে এলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বিকেলে মোদীর বিমান অবতরণের পর তাকে ফুল দিয়ে স্বাগত জানান কলকাতার মেয়র ফিরহাদ হাকিম। বিমানবন্দর থেকে বিশেষ হেলিকপ্টারে রেসকোর্সে নামার পর সড়কপথে রাজভবন পৌঁছে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের সাথে বৈঠক করেন তিনি।দ্বিতীয় মেয়াদে প্রধানমন্ত্রী হওয়ার পর এটিই মোদীর প্রথম কলকাতা সফর। ইন্ডিয়ান এক্সপ্রেস।

রাজভবনে মোদীর সঙ্গে বৈঠক শেষে মমতা বলেন, ‘প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করা আমার সাংবিধানিক দায়িত্ব ও সৌজন্যের মধ্যে পড়ে।রাজ্যের ২৮,০০০ কোটি টাকা পাওনা আছে কেন্দ্রের থেকে। তাছাড়া, ঘূর্নিঝড় বুলবুলের ক্ষতিপূরণ হিসেবে ৭০০০ কোটি টাকা বাকি রয়েছে। রাজ্যের টাকা যেটা আমাদের প্রাপ্য, সেটি মিটিয়ে দেয়ার কথা বলেছি।’ তিনি আরো বলেন, ‘আমি বলেছি মানুষে মানুষে বৈষম্য করা উচিৎ নয়। কেউ যেনো নাগরিকত্ব না হারায়, কোনো মানুষের উপর যেনো অত্যাচার না হয়। আমরা চাই সিএএ-এনআরসি বাতিল হোক।’

মমতা-মোদী বৈঠকের প্রতিক্রিয়ায় এক বিবৃতিতে তৃণমূল বলেছে, ‘এটা সরকারের সঙ্গে সরকারের বৈঠক। তৃণমূলের কারো থেকে সার্টিফিকেটের প্রয়োজন নেই। আমরাই এই আন্দোলন শুরু করেছিলাম, এখন এটা জনতার আন্দোলন।’

অপরদিকে, শনিবার সকাল থেকেই ‘গো ব্যাক মোদী’ স্লোগানে অবরুদ্ধ ছিলো ধর্মতলা, গোলপার্ক ও যাদবপুর। নন্দনচত্বর থেকে রাজভবন অভিমুখী মিছিল করেছে বিক্ষোভকারীরা। রাজভবনের উত্তর গেটে মোদীর কুশপুত্তলিকা পোড়ানোয় কয়েকজন বিক্ষোভকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়