শিরোনাম
◈ বিশ্বের প্রতি যুদ্ধকে ‘না’ বলার আহ্বান প্রধানমন্ত্রীর ◈ বাংলাদেশ ব্রাজিল থেকে ইথানল নিতে পারে, যা তেলের চেয়ে অনেক সস্তা: রাষ্ট্রদূত ◈ যুক্তরাষ্ট্র সরে এলে বিশ্বরাজনীতিতে নেতৃত্ব দেবে কে: বাইডেন ◈ মিয়ানমার সেনাসহ ২৮৮ জনকে ফেরত পাঠালো বিজিবি ◈ উপজেলা নির্বাচনে অংশ নেওয়ায় বিএনপির ৬৪ নেতাকে কারণ দর্শানোর নোটিশ ◈ বর্ধিত ভাড়ায় ট্রেনের আগাম টিকিট বিক্রি শুরু ◈ মন্ত্রী ও এমপিদের নিকটাত্মীয়রা প্রার্থিতা প্রত্যাহার না করলে সময়মতো ব্যবস্থা নেওয়া হবে: ওবায়দুল কাদের  ◈ লোডশেডিং ১০০০ মেগাওয়াট ছাড়িয়েছে, চাপ পড়ছে গ্রামে ◈ বাংলাদেশে কাতারের বিনিয়োগ সম্প্রসারণের বিপুল সম্ভাবনা দেখছেন ব্যবসায়ীরা  ◈ হিট স্ট্রোকে রাজধানীতে রিকশা চালকের মৃত্যু

প্রকাশিত : ১১ জানুয়ারী, ২০২০, ১১:৪৬ দুপুর
আপডেট : ১১ জানুয়ারী, ২০২০, ১১:৪৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বঙ্গবন্ধু জন্মশতবর্ষে ক্ষণগণনায় ব্যতিক্রমী ঢাকা বিশ্ববিদ্যালয়ে স্থাপিত ডিজিটাল ঘড়িটি

আসিফ কাজল: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে সারাদেশে ক্ষণগণনার ঘড়ি ও ডিজিটাল বিলবোর্ড স্থাপন করা হয়। শুক্রবার দেশের ৫৫টি জেলা এবং সিটি করপোরেশনের ২৮টি এলাকায় ক্ষণগণনা যন্ত্রের মাধ্যমে উদ্বোধন করা হয় জন্মশতবার্ষিকীর কাউন্টডাউন। তবে শুধুমাত্র ব্যতিক্রমী ছিলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্য পাদদেশে স্থাপিত ডিজিটাল ঘড়িটি।

ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, আসন্ন মুজিব বর্ষ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শতবর্ষ উৎযাপন উপলক্ষে ঘড়িটিতে তিনটি বৈশিষ্ট রয়েছে- ৩৬০ ডিগ্রী ডাইমেনসন, ঘড়িতে আছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোগো, অন্যান্য ঘড়ির চেয়ে এর কাঠামোটি আলাদা।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রক্টর গোলাম রাব্বানী বলেন, এই ঘড়িটির কাঠামো সব ঘড়ির থেকেই ভিন্ন। এর আকার ও গঠন আমাদের মতো করে তৈরি করা হয়েছে। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের ছয়টি প্রবেশপথ থেকেই এর মাধ্যমে সময় গণনার দিনক্ষণ দেখা যাবে।

তিনি আরও বলেন, এই ঘড়ির কাঠামো তৈরীতে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ ( ডাকসু ) এবং এছাড়াও অন্যান্য ছাত্র সংগঠন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। সকল ছাত্র সংগঠনের সমন্বয়ে এমন উদ্যোগ সত্যিই অনন্য।

বিশ্ববিদ্যালয় উপাচার্য অধ্যাপক আখতারুজ্জামান বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে প্রস্তাব ও তিনি অনুমোদন দেয়ার পর ডিজিটাল ঘড়িটি তৈরী ও স্থাপন করা হয়েছে। আসন্ন মুজিব বর্ষে বঙ্গবন্ধুর প্রতিকৃতি নির্মাণ, ডক্টর অব লজ প্রদান ও প্রামাণ্যচিত্র তৈরী ছাড়াও বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়