শিরোনাম
◈ স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের গল্প-প্রবন্ধ নিয়ে সাময়িকী প্রকাশনা করবে বাংলা একাডেমি ◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ ইরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের ◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো

প্রকাশিত : ১১ জানুয়ারী, ২০২০, ১১:১০ দুপুর
আপডেট : ১১ জানুয়ারী, ২০২০, ১১:১০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

লিটন-মালিকে ভর করে চট্টগ্রামকে হারিয়ে শীর্ষে উঠলো রাজশাহী

আক্তারুজ্জামান : দুর্দান্তভাবে খেলেই গ্রুপপর্ব শেষ করতে চেয়েছিলো চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। কিন্তু শনিবার বঙ্গবন্ধু বিপিএলে নিজেদের শেষ ম্যাচে রাজশাহী রয়েলসের কাছে ৮ উইকেটে হেরেছে মাহমুদউল্লাহ রিয়াদের দল। মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে শুরুতে ব্যাটিং করে ১৫৫ রান তুলেছিলো চট্টগ্রাম। জবাবে ২ উইকেট হারিয়ে ১৪ বল হাতে রেখে জয় নিশ্চিত করেছে আন্দ্রে রাসেলরা। ১২টি করে ম্যাচ খেলে সমান ৮টি করে জয় পেয়েছে দু’দল। রান রেটের ভাগ্যে শীর্ষে জায়গা পেয়েছে রাজশাহী।

১৫৬ রানের লক্ষ্যে খেলতে নেমে রাজশাহীকে উড়ন্ত সূচনা এনে দেন লিটন দাস এবং আফিফ হোসেন। আফিফ ৩২ রানে আউট হলেও ৩০ বলে হাফসেঞ্চুরি তুলে নেন লিটন। এরপর রাজশাহীকে জয়ের দিকে নিয়ে যান লিটন ও শোয়েব মালিক জুটি। জয় থেকে ১৮ রান দূরে থাকতে ব্যক্তিগত ৭৫ রানে লেগবিফোরের ফাঁদে পড়েন লিটন। পরে মালিক এবং আন্দ্রে রাসেল মিলে বাকি কাজটা শেষ করে এসেছেন। মালিক ৪৩ এবং রাসেল ২ রান করে শেষ পর্যন্ত অপরাজিত থাকেন।

এর আগে জুনায়েদ সিদ্দিকী এবং ক্রিস গেইলের ব্যাটে দারুণ সূচনা পায় চট্টগ্রাম। দু’জনই করেন ২৩ রান করে। তবে সর্বোচ্চ রানের ইনিংস খেলেন মাহমুদউল্লাহ। ৩৩ বলে ৩ ছক্কা ও ২ চারের সাহায্যে অপরাজিত ৪৮ রান করেন রিয়াদ। এছাড়া ১৭ বলে ৩০ রানের ছোট্ট একটা ক্যামিও ইনিংস খেলে বিদায় নেন নুরুল হাসান। রাজশাহীর হয়ে বল হাতে ইরফান, আবু জায়েদ, শোয়েব মালিক, আফিফ ও তাইজুল একটি করে উইকেট নেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়