শিরোনাম
◈ ভুটানের রাজার সঙ্গে থিম্পু পৌঁছেছেন তথ্য প্রতিমন্ত্রী ◈ চট্টগ্রামের জুতার কারখানার আগুন নিয়ন্ত্রণে ◈ জিয়াও কখনো স্বাধীনতার ঘোষক দাবি করেনি, বিএনপি নেতারা যেভাবে করছে: ড. হাছান মাহমুদ ◈ আওয়ামী লীগ সবচেয়ে বড় ভারতীয় পণ্য: গয়েশ্বর ◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী

প্রকাশিত : ১১ জানুয়ারী, ২০২০, ০৮:৩৮ সকাল
আপডেট : ১১ জানুয়ারী, ২০২০, ০৮:৩৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

৫৫৬টি শিক্ষাপ্রতিষ্ঠানের অংশগ্রহণে শুরু হচ্ছে বঙ্গবন্ধুর নামে জাতীয় স্কুল ক্রিকেট

নিজস্ব প্রতিবেদক : চলতি বছর জাতির পিতা বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী। এই উপলক্ষ্যে বিভিন্ন উপায়ে উদযাপন করছে ক্রীড়াঙ্গন। সেই প্রেক্ষীতে বাংলাদেশ প্রিমিয়ার লিগও (বিপিএল) হয়েছে তার নামে। এবার এই নামে পর্দা ওঠেছে প্রাইম ব্যাংক স্কুল ক্রিকেটের ২০১৯-২০ মৌসুমের। শুক্রবার মিরপুর শের এ বাংলা ক্রিকেট স্টেডিয়ামে এর উদ্বোধনী অনুষ্ঠান আয়োজন করা হয়।

বেলা সাড়ে ১২টা নাগাদ স্কুল ভিত্তিক এই টুর্নামেন্টের উদ্বোধন করেন বিসিবির পরিচালক ও গেম ডেভেলপমেন্ট কমিটির চেয়ারম্যান খালেদ মাহমুদ সুজন, বিসিবির প্রধান নির্বাহী নিজাম উদ্দীন চৌধুরী। এছাড়া প্রাইম ব্যাংকের পরিচালক এবং প্রধান নির্বাহী রাহেল আহমেদও ছিলেন সেখানে।

২০ জানুয়ারি থেকে শুরু হবে এবারের স্কুল ক্রিকেট। স্কুল পড়ুয়া শিক্ষার্থীদের বার্ষিক পরীক্ষার কথা মাথায় রেখে এবার আগে শুরু হচ্ছে টুর্নামেন্টটি। খালেদ মাহমুদ সুজন সংবাদ মাধ্যমকে এমনটাই জানিয়েছেন। প্রতিবারের মতো এবারও দেশের ৬৪টি জেলায় চলবে এই টুর্নামেন্ট।

সারা দেশের ৫৫৬ স্কুলের ১১ হাজার ১২০ জন ক্ষুদে ক্রিকেটার অংশ নেবে এবারের স্কুল ক্রিকেটে। ৬৪ জেলার চ্যাম্পিয়ন দলের অংশগ্রহণে হবে বিভাগীয় চ্যাম্পিয়নশিপ। ৭ বিভাগীয় চ্যাম্পিয়ন ও ঢাকা মেট্রোর সেরা দলের অংশগ্রহণে হবে জাতীয় চ্যাম্পিয়নশিপ।

দেশের ৭০ ভেন্যুতে হবে বঙ্গবন্ধু স্কুল ক্রিকেট ২০১৯-২০ আসর। অনুষ্ঠিত হবে মোট ৯৬০টি ম্যাচ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়