শিরোনাম
◈ ভিত্তিহীন মামলায় বিরোধী নেতাকর্মীদের নাজেহাল করা হচ্ছে: মির্জা ফখরুল ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী ◈ অপরাধের কারণেই বিএনপি নেতা-কর্মীদের  বিরুদ্ধে মামলা হয়েছে: প্রধানমন্ত্রী  ◈ অ্যাননটেক্সকে জনতা ব্যাংকের সুদ মওকুফ সুবিধা বাতিলের নির্দেশ বাংলাদেশ ব্যাংকের ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪১ দশমিক ৩ ডিগ্রি, হিট এলার্ট জারি  ◈ ঢাকা শিশু হাসপাতালের আগুন নিয়ন্ত্রণে ◈ ইরানে ইসরায়েলের হামলার খবরে বিশ্বজুড়ে উত্তেজনা, তৃতীয় বিশ্বযুদ্ধের আতঙ্ক ◈ বিমানবন্দরের থার্ড টার্মিনালের বাউন্ডারি ভেঙে বাস ঢু‌কে প্রকৌশলী নিহত ◈ জাতীয় পতাকার নকশাকার শিব নারায়ণ দাস মারা গেছেন ◈ ইরানের ইস্পাহান ও তাব্রিজে ইসরায়েলের ড্রোন হামলা, ৩টি ভূপাতিত (ভিডিও)

প্রকাশিত : ১১ জানুয়ারী, ২০২০, ০৩:৪২ রাত
আপডেট : ১১ জানুয়ারী, ২০২০, ০৩:৪২ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শ্রীলঙ্কাকে বড় ব্যবধানে হারিয়ে সিরিজ জিতলো ভারত

শিউলী আক্তার : শ্রীলঙ্কা-ভারতের মধ্যকার তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে বৃষ্টিতে ভেস্তে যাওয়ার পর দ্বিতীয় ম্যাচে দুর্দান্ত জয়ে সিরিজে এগিয়ে থাকে বিরাট কোহলির দল। সিরিজ নির্ধারনী ম্যাচে লঙ্কাদের পাত্তাই দেয়নি অপ্রতিরোধ্য ভারত। লাসিথ মালিঙ্গার দলকে ৭৮ রানের বড় ব্যবধানে হারিয়ে সিরিজ জিতে নিলো বিরাট কোহলিরা।

পুনের মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে শুক্রবার রাতে ম্যাচটিতে জয়ের জন্য ২০২ রানের লক্ষ্য তাড়ায় ১৫.৫ ওভারে ১২৩ রানে গুঁড়িয়ে যায় সফরকারী শ্রীলঙ্কা।

লঙ্কান ব্যাটসম্যানদের মধ্যে ধনাঞ্জয়া ডি সিলভা (৫৭) ও অ্যাঞ্জেলো ম্যাথুস (৩১) ছাড়া আর কেউ দুই অংকের ঘরে পৌঁছাতে পারেননি। ভারতের বোলারদের মধ্যে নবদীপ সাইনি ৩ উইকেট নেন। দুটি করে নেন শার্দুল ঠাকুর ও ওয়াশিংটন সুন্দর। একটি উইকেট জাসপ্রীত বুমরাহর।

এর আগে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে ২০১ রান করে ভারত। ওপেনিং জুটিতেই তাণ্ডব চালান লোকেশ রাহুল ও শিখর ধাওয়ান। এই জুটিতে আসে ৯৭ রান। ৩৬ বলে ৫২ রানে উইকেট ছাড়া হন ধাওয়ান। রাহুল করেন ৩৬ বলে ৫৪ রান।

অন্যদের মধ্যে মানিশ পান্ডে ৩১, অধিনায়ক বিরাট কোহলি ২৬ ও শার্দুল ঠাকুর মাত্র আট বলে ২২ রান করেন। লঙ্কান বোলারদের মধ্যে তিনটি উইকেট নেন লাকশান সান্দাকান।

অলরাউন্ডিং পারফরম্যান্সে ম্যাচ সেরা হয়েছেন ভারতের শার্দুল ঠাকুর। সিরিজ সেরা নবদিপ সাইনি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়