শিরোনাম

প্রকাশিত : ১১ জানুয়ারী, ২০২০, ০৩:৩১ রাত
আপডেট : ১১ জানুয়ারী, ২০২০, ০৩:৩১ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আজ থেকে শুরু হচ্ছে ভিটামিন ‘এ’ ক্যাম্পেইন, ইজতেমার কারণে গাজীপুরে স্থগিত

নিউজ ডেস্ক : শনিবার (১১ জানুয়ারি) দেশের ২ কোটি ১০ লাখ শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে। সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত সরকারি ও বেসরকারি স্বাস্থ্যকেন্দ্রগুলোয় ক্যাম্পেইন চলবে। তবে বিশ্ব ইজতেমার কারণে গাজীপুর জেলায় এ কর্মসূচি স্থগিত থাকবে। ২৫ জানুয়ারি ক্যাম্পেইনটি সম্পন্ন করা হবে। আরটিভি

৬ থেকে ১১ মাস বয়সী শিশুকে নীল রঙের এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী শিশুকে লাল রঙের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে।

১ লাখ ২০ হাজার কর্মী এই কর্মসূচি সফল করতে মাঠে থাকবেন। স্বাস্থ্যকেন্দ্রের বাইরে রেলস্টেশন, লঞ্চঘাট ও বাসস্ট্যান্ডের মতো স্থানগুলোয় অস্থায়ী ক্যাম্প বসিয়ে শিশুদের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে। ইজতেমা উপলক্ষে শুধু গাজীপুর জেলায় ১১ জানুয়ারি এই কর্মসূচি বাস্তবায়িত হবে না। ২৫ জানুয়ারি বাস্তবায়িত হবে। অনুলিখন : জেবা আফরোজ

  • সর্বশেষ
  • জনপ্রিয়