শিরোনাম
◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪২ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস, হিট স্ট্রোকে একজনের মৃত্যু ◈ আইনজীবীদের গাউন পরতে হবে না: সুপ্রিমকোর্ট ◈ তীব্র গরমে স্কুল-কলেজ ও মাদরাসা আরও ৭ দিন বন্ধ ঘোষণা ◈ সিরিয়ায় আইএসের হামলায় ২৮ সেনা নিহত ◈ সরকার চোরাবালির ওপর দাঁড়িয়ে, পতন অনিবার্য: রিজভী  ◈ সরকারের বিরুদ্ধে অবিরাম নালিশের রাজনীতি করছে বিএনপি: ওবায়দুল কাদের ◈ বুশরা বিবিকে ‘টয়লেট ক্লিনার’ মেশানো খাবার খাওয়ানোর অভিযোগ ইমরানের ◈ গাজায় নিহতের সংখ্যা ৩৪ হাজার ছাড়াল ◈ প্রার্থী নির্যাতনের বিষয়ে পুলিশ ব্যবস্থা নেবে, হস্তক্ষেপ করবো না: পলক ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী

প্রকাশিত : ১১ জানুয়ারী, ২০২০, ০২:৫১ রাত
আপডেট : ১১ জানুয়ারী, ২০২০, ০২:৫১ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সিলেটে সাড়ে ৭ লাখ টাকার ইয়াবা উদ্ধার, আটক ৩

ডেস্ক রিপোর্ট : সিলেট নগরে এসে আটক হলো সীমান্ত দিয়ে আসা ইয়াবার চালান। একই সঙ্গে ইয়াবা ব্যবসায় জড়িত তিন যুবককে আটক করা হয়েছে। জব্দ করা হয়েছে তাদের ব্যবহৃত প্রাইভেটকার। জব্দ ইয়াবা চালানের বর্তমান বাজার মূল্য আনুমানিক সাড়ে ৭ লাখ টাকা হবে বলে জানায় পুলিশ। বাংলানিউজ

শুক্রবার (১০ জানুয়ারি) বিকেলে নগরের পূর্ব পীরমহল্লার লিচুবাগান এলাকা থেকে ইয়াবাসহ ৩ যুবককে আটক ও প্রাইভেটকার জব্দ করে পুলিশ।

আটকরা হলো- বিয়ানীবাজার উপজেলার নয়াগ্রামের মৃত আব্দুল মান্নান খানের ছেলে রেদোয়ান খান (২৮), গোলাপগঞ্জের রায়ঘরের আবুল হোসেন খানের ছেলে বাবর হোসেন খান (২৬) ও একই গ্রামের সাহাবুদ্দিন আহমদের ছেলে মোশারফ হোসেন (৩১)।

সিলেট নগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) জেদান আল মুসা এ তথ্য নিশ্চিত করে বলেন, মহানগরের বিমানবন্দর থানা পুলিশ পূর্ব পীরমহল্লা লিচুবাগান সড়কে চেকপোস্ট বসিয়ে প্রাইভেটকারটি (ঢাকা মেট্রো-গ-১৪-০১৮৩) থামিয়ে তল্লাশি চালায়। কারে বসা ছিলো ৩ যুবক। তাদের কাছে থাকা একটি ট্রাভেল ব্যাগ থেকে দেড় হাজার পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।

সিলেট মহানগর এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম শাহাদাত হোসেন বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটকরা জানিয়েছেন দীর্ঘদিন ধরে তারা মাদক ব্যবসায় জড়িত। চালানটি তারা জকিগঞ্জ থেকে এনেছেন। সেখানের স্থানীয় এক লোক সাপ্লাইয়ার। ওপার (ভারত) থেকে ইয়াবা এনে বিভিন্ন জনের মাধ্যমে শহরে আসে। এই সিন্ডিকেটে আরো অনেকে জড়িত। তাদের আটকের চেষ্টা চলছে। অনুলিখন : মিনহাজুল আবেদীন

  • সর্বশেষ
  • জনপ্রিয়