শিরোনাম
◈ বিশ্বের প্রতি যুদ্ধকে ‘না’ বলার আহ্বান প্রধানমন্ত্রীর ◈ বাংলাদেশ ব্রাজিল থেকে ইথানল নিতে পারে, যা তেলের চেয়ে অনেক সস্তা: রাষ্ট্রদূত ◈ যুক্তরাষ্ট্র সরে এলে বিশ্বরাজনীতিতে নেতৃত্ব দেবে কে: বাইডেন ◈ মিয়ানমার সেনাসহ ২৮৮ জনকে ফেরত পাঠালো বিজিবি ◈ উপজেলা নির্বাচনে অংশ নেওয়ায় বিএনপির ৬৪ নেতাকে কারণ দর্শানোর নোটিশ ◈ বর্ধিত ভাড়ায় ট্রেনের আগাম টিকিট বিক্রি শুরু ◈ মন্ত্রী ও এমপিদের নিকটাত্মীয়রা প্রার্থিতা প্রত্যাহার না করলে সময়মতো ব্যবস্থা নেওয়া হবে: ওবায়দুল কাদের  ◈ লোডশেডিং ১০০০ মেগাওয়াট ছাড়িয়েছে, চাপ পড়ছে গ্রামে ◈ বাংলাদেশে কাতারের বিনিয়োগ সম্প্রসারণের বিপুল সম্ভাবনা দেখছেন ব্যবসায়ীরা  ◈ হিট স্ট্রোকে রাজধানীতে রিকশা চালকের মৃত্যু

প্রকাশিত : ১১ জানুয়ারী, ২০২০, ০১:০০ রাত
আপডেট : ১১ জানুয়ারী, ২০২০, ০১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পাবলিক বিশ্ববিদ্যালয়ের সাড়ে ১৪হাজারের মধ্যে সাড়ে ৩হাজার শিক্ষক ছুটিতে

তন্নীমা আক্তার : পাঠদানে নিয়োজিত থাকার কথা থাকলেও বিভিন্ন ধরনের ছুটিতে বছরের পর বছর পার করছেন পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের একটি অংশ। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের তথ্য অনুযায়ী, পাবলিক বিশ্ববিদ্যালয়ে ১৪ হাজার ৫৫৬ জন শিক্ষক রয়েছে। এর মধ্যে ২ হাজার ১৪৪ জন রয়েছেন শিক্ষাছুটিতে। প্রেষণ ও লিয়েনে আছেন ৭০ জন। বিনা বেতনে ছুটিতে আছেন ৭০ জন। অননুমোদিত ছুটিতে আছেন ২৫ জন। আর বিভিন্ন প্রতিষ্ঠানে খণ্ডকালীন ও চুক্তিভিত্তিক নিয়োগ নিয়ে আছেন প্রায় ১ হাজার ১০০ জন শিক্ষক। এরা পাঁচ ধরনের ছুটিতে আছেন। ইত্তেফাক

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১ হাজার ৬৫৭ শিক্ষকের মধ্যে শিক্ষাছুটিতে আছেন ২৬৯ জন। প্রেষণে আছেন ১৭ জন, বিনাবেতনে ১১ জন, অননুমোদিত ছুটিতে আছেন ৩ জন। খণ্ডকালীন ও চুক্তিভিত্তিক নিয়োগ নিয়ে ছুটিতে আছেন ২৩১ জন। কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ১৯৩ জন শিক্ষকের মধ্যে শিক্ষাছুটিতে আছেন ৫২ জন। চট্টগ্রাম ভেটেরিনারি ও এ্যানিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়ে ১৩০ জন শিক্ষকের মধ্যে ৩৫ জনই ছুটিতে। শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের ৩০৪ জন শিক্ষকের মধ্যে ৭৫ জন শিক্ষাছুটিতে। প্রায় প্রতিটি বিশ্ববিদ্যালয়ে অতিমাত্রায় ছুটি ভোগ করছেন কিছু শিক্ষক।

এভাবে শিক্ষকদের ছুটি দেয়ার কারণে শিক্ষা কার্যক্রম ব্যাহত হচ্ছে। একটি বিভাগের সর্বোচ্চ কতজন শিক্ষক ছুটিতে যেতে পারবেন এ সংক্রান্ত নীতিমালা না থাকায় এমন সমস্যা সৃষ্টি হচ্ছে। উপাচার্য বিভাগের শিক্ষকদের সংখ্যা বিবেচনায় না নিয়ে নিজের ইচ্ছেমতো শিক্ষাছুটি দেয়ায় এমন সমস্যা দেখা দিচ্ছে। সম্পাদনা : মাজহারুল ইসলাম

  • সর্বশেষ
  • জনপ্রিয়