শিরোনাম
◈ দাম বেড়েছে আলু, ডিম, আদা ও রসুনের, কমেছে মুরগির  ◈ ২০২৫ সালের মধ্যে ৪৮টি কূপ খনন শেষ করতে চায় পেট্রোবাংলা ◈ ভিত্তিহীন মামলায় বিরোধী নেতাকর্মীদের নাজেহাল করা হচ্ছে: মির্জা ফখরুল ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী ◈ অপরাধের কারণেই বিএনপি নেতা-কর্মীদের  বিরুদ্ধে মামলা হয়েছে: প্রধানমন্ত্রী  ◈ অ্যাননটেক্সকে জনতা ব্যাংকের সুদ মওকুফ সুবিধা বাতিলের নির্দেশ বাংলাদেশ ব্যাংকের ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪১ দশমিক ৩ ডিগ্রি, হিট এলার্ট জারি  ◈ ঢাকা শিশু হাসপাতালের আগুন নিয়ন্ত্রণে ◈ ইরানে ইসরায়েলের হামলার খবরে বিশ্বজুড়ে উত্তেজনা, তৃতীয় বিশ্বযুদ্ধের আতঙ্ক ◈ বিমানবন্দরের থার্ড টার্মিনালের বাউন্ডারি ভেঙে বাস ঢু‌কে প্রকৌশলী নিহত

প্রকাশিত : ১১ জানুয়ারী, ২০২০, ১০:২২ দুপুর
আপডেট : ১১ জানুয়ারী, ২০২০, ১০:২২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সংঘাতের মাঝেই মুখোমুখি হচ্ছেন মোদী-মমতা

ডেস্ক রিপোর্ট  : তীব্র রাজনৈতিক সংঘাতের মাঝেই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠকে বসতে চলেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শনিবার রাতে রাজভবনে মোদীর সঙ্গে একান্ত বৈঠকে বসবেন মমতা। শুক্রবার নবান্ন সূত্রে এই খবর জানা গেছে। খবর আনন্দবাজার।
ভারতের প্রভাবশালী এই বাংলা পত্রিকাটি আরও জানায়, শনিবার বিকেল ৫টা নাগাদ কলকাতা বিমানবন্দরে নামবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রাজ্যের পৌর ও নগর উন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম সেখানে স্বাগত জানাবেন মোদীকে। আর রাতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বৈঠকে বসবেন মোদীর সঙ্গে।

কলকাতা বন্দরের ১৫০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানের জন্য মমতা বন্দ্যোপাধ্যায়কে এদিন আমন্ত্রণ জানানো হয় কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে। কেন্দ্রীয় জাহাজ ও রসায়ন প্রতিমন্ত্রী মনসুখ মাণ্ডবীয় শুক্রবার বিকেল ৪টা নাগাদ নবান্নে গিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করেন। শনিবার গঙ্গাতীরবর্তী মিলেনিয়াম পার্কে বন্দরের যে অনুষ্ঠান হবে, সেখানে উপস্থিত থাকার জন্য মমতাকে আনুষ্ঠানিক আমন্ত্রণ জানান।

নতুন আইন সিএএ-র তীব্র বিরোধিতা করছেন মমতা। সারা দেশে সিএএ-এনআরসি বিরোধী যে আন্দোলন চলছে, সে আন্দোলনের সবচেয়ে প্রতিবাদী মুখ এই মুহূর্তে মমতাই। সিএএ-এনআরসি বিরোধিতায় তিনি যেভাবে একের পর এক মিছিল করছেন, জনসভা করছেন, সমগ্র পশ্চিমবঙ্গ চষে বেড়াচ্ছেন, ততটা তীব্রভাবে কেউ এখনও চ্যালেঞ্জ ছুড়তে পারেননি বিজেপিকে। ফলে সিএএ সংক্রান্ত বিরোধীতায় নরেন্দ্র মোদী এবং অমিত শাহ অন্য বিরোধী দলগুলোতে যে ভাষায় আক্রমণ করছেন, তার চেয়ে অনেক বেশি আক্রমণ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে। আর মমতাও পাল্টা চ্যালেঞ্জ ছুড়ে বার বার বলছেন, বাংলায় কিছুতেই এনপিআর-সিএএ-এনআরসি কার্যকরী হতে দেবেন না। এই রকম একটা পরিস্থিতিতে যে মোদীর সঙ্গে মমতার একান্ত বৈঠক হতে পারে, রাজনৈতিক শিবিরের অনেকেই তা আশা করেননি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়