শিরোনাম
◈ ঈদযাত্রায় ৪১৯ দুর্ঘটনায় নিহত ৪৩৮: যাত্রী কল্যাণ সমিতি ◈ অনিবন্ধিত নিউজ পোর্টাল বন্ধে বিটিআরসিতে তালিকা পাঠানো হচ্ছে: তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ◈ পাবনায় হিটস্ট্রোকে একজনের মৃত্যু ◈ জলাবদ্ধতা নিরসনে ৭ কোটি ডলার ঋণ দেবে এডিবি ◈ ক্ষমতা দখল করে আওয়ামী শাসকগোষ্ঠী আরও হিংস্র হয়ে উঠেছে: মির্জা ফখরুল ◈ বেনজীর আহমেদের চ্যালেঞ্জ: কেউ দুর্নীতি প্রমাণ করতে পারলে তাকে সব সম্পত্তি দিয়ে দেবো (ভিডিও) ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪২ দশমিক ৩ ডিগ্রি, হিট স্ট্রোকে একজনের মৃত্যু ◈ আইনজীবীদের গাউন পরতে হবে না: সুপ্রিমকোর্ট ◈ তীব্র গরমে স্কুল-কলেজ ও মাদরাসা আরও ৭ দিন বন্ধ ঘোষণা ◈ সিরিয়ায় আইএসের হামলায় ২৮ সেনা নিহত

প্রকাশিত : ১১ জানুয়ারী, ২০২০, ০৭:৩৭ সকাল
আপডেট : ১১ জানুয়ারী, ২০২০, ০৭:৩৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আ’লীগের ২ গ্রুপে ধাওয়া-পাল্টাধাওয়া, মুজিববর্ষের ক্ষণগণনার অনুষ্ঠান পণ্ড

যুগান্তর : আওয়ামী লীগের দুটি গ্রুপের ধাওয়া-পাল্টাধাওয়ায় চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী-মুজিববর্ষ উদযাপন উপলক্ষে ক্ষণগণনার উদ্বোধনী পণ্ড হয়ে গেছে।

শুক্রবার বিকাল ৫টার দিকে শিবগঞ্জ উপজেলা প্রশাসন আয়োজিত এ অনুষ্ঠান পণ্ড হয়ে যায়।

এর আগে স্থানীয় সংসদ সদস্য ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুলের উদ্বোধনী বক্তব্য শুরু হলে স্লোগান দিতে থাকে প্রতিপক্ষ। এতে সংসদ সদস্যের বক্তব্য চরমভাবে ব্যাঘাত সৃষ্টি হয়।

পরে শিবগঞ্জ থানা পুলিশ পরিবেশ শান্ত করার লক্ষ্যে প্রথমে অনুরোধ জানায় তাদের। এতে পুলিশের অনুরোধকে উপেক্ষা করে বিশৃঙ্খলা সৃষ্টি করে প্রতিপক্ষ। শুরু হয় ধাওয়া-পাল্টাধাওয়া, পুলিশের ওপর ইটপাটকেল নিক্ষেপ।

এতে লাঠিচার্জ-ইটপাটকেল ও চেয়ার ছোড়াছুড়িতে উভয়পক্ষের ১০-১২ জন আহত হয় বলে জানা গেছে।

এদিকে মঞ্চের সামনে থাকা শতাধিক চেয়ার ভাংচুর করে তারা। এক পর্যায়ে পুলিশ সদস্যরা বাধ্য হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। প্রথমে লাঠিচার্জ করে এবং পরে রাবার বুলেট ছুড়তে বাধ্য হয় পুলিশ।

এছাড়াও উপজেলা পরিষদের প্রধান ফটকের সামনে থেকে পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে।

স্থানীয় সংসদ সদস্য ও উপজেলা পরিষদ চেয়ারম্যানকে নিরাপত্তার জন্য পুলিশ উপজেলা নির্বাহী অফিসারের কক্ষে নিয়ে যান।

সংসদ সদস্য ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুলের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, ছোটখাটো গণ্ডগোল হওয়ায় আলোচনা সভা বন্ধ হয়ে যায়।

উপজেলা পরিষদ চেয়ারম্যান সৈয়দ নজরুল ইসলামের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, আলোচনা সভার স্থানটি ছোট হওয়ার কারণে লোকজনের স্থান সংকুলান না হওয়ায় সামান্য বিশৃঙ্খলা সৃষ্টি হয়। এতে কয়েকজন আহত হওয়ার কথা শুনেছেন।

এ বিষয়ে শিবগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) আতিকুল ইসলামের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্রথমে লাঠিচার্জ ও পরে রাবার বুলেট ছুড়তে বাধ্য হয় পুলিশ। তবে এ ঘটনায় কেউ আহত হয়েছে কিনা তা নিশ্চিত করতে পারেননি। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে তিনি জানান।

এর আগে শুক্রবার বিকালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী-মুজিববর্ষ উদযাপন ও স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে উপজেলা আওয়ামী লীগ ও সব সহযোগী সংগঠনের উদ্যোগে শিবগঞ্জ কারবালা মোড় থেকে একটি গণর‌্যালি বের হয়ে পৌর এলাকার প্রধান প্রধান সড়ক ও উপজেলা পরিষদ চত্বর প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ চত্বরে গিয়ে শেষ হয়। র‌্যালিতে নেতৃত্ব দেন চাঁপাইনবাবগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুল। এ সময় উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আতাউর রহমান, শিবগঞ্জ পৌরসভার মেয়র কারিবুল হক রাজিন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান গোলাম কিবরিয়া, মহিলা ভাইস চেয়ারম্যান শিউলি বেগম, উপজেলা যুবলীগের সভাপতি প্রভাষক রফিকুল ইসলামসহ স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগ-ছাত্রলীগসহ এর সহযোগী সংগঠনের নেতারারা র্যালিতে অংশ নেয়। উপজেলার ১৫টি ইউনিয়ন ও একটি পেৌরসভার আওয়ামী লীগ ও সব সহযোগী সংগঠনের শত শত নেতাকর্মী অংশ নেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়