শিরোনাম
◈ ঝালকাঠিতে ট্রাকচাপায় নিহতদের ৬ জন একই পরিবারের ◈ গাজীপুরের টঙ্গি বাজারে আলুর গুদামে আগুন ◈ রাজনৈতিক বিশ্লেষক মনোয়ারুল হক মারা গেছেন ◈ ভারতের পররাষ্ট্র সচিব শনিবার ঢাকা আসছেন ◈ দুই এক পশলা বৃষ্টি হলেও তাপদাহ আরো তীব্র হতে পারে  ◈ এথেন্স সম্মেলন: দায়িত্বশীল ও টেকসই সমুদ্র ব্যবস্থাপনায় সম্মিলিত প্রয়াসের আহ্বান পররাষ্ট্রমন্ত্রীর ◈ কেএনএফ চাইলে আবারও আলোচনায় বসার সুযোগ দেওয়া হবে: র‌্যাবের ডিজি ◈ ওবায়দুল কাদেরের হৃদয় দুর্বল, তাই বেশি অবান্তর কথা বলেন: রিজভী ◈ মধ্যপ্রাচ্যের পরিস্থিতি বিবেচনায় প্রস্তুতি নেওয়ার নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী ◈ বাংলাদেশ সংকট থেকে ঘুরে দাঁড়াতে শুরু করেছে: অর্থমন্ত্রী

প্রকাশিত : ১১ জানুয়ারী, ২০২০, ০৪:৫৫ সকাল
আপডেট : ১১ জানুয়ারী, ২০২০, ০৪:৫৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আপনি গবেট নারীবাদী, তাই বলতে পারেন দৈহিক সৌন্দর্য বইলা কিছু হয় না

 

ব্রাত্য রাইসু : আপনি গবেট নারীবাদী, তাই বলতে পারেন দৈহিক সৌন্দর্য বইলা কিছু হয় না। তা বলেন। যেই লোক সৌন্দর্যে বিশ্বাস করে না তাকে কেউ জোর করতে যাবে না নিশ্চয়ই। কিন্তু সৌন্দর্যে আপনার অবিশ্বাসের কারণে যিনি সুন্দরে বিশ্বাস করেন তিনি এর দ্বারা কোনো রেসিজম করেন না। দৈহিক সৌন্দর্য আছে, সোসাইটি এই জিনিস তৈরি করে, সমষ্টিগত চেতনা তা মেনে নেয়ার মাধ্যমে জনমানসে সৌন্দর্যের বা রূপের ধারণাগত অবস্থা তৈরি হয়। ফলে বেটে মেয়েদের চাইতে লম্বা মেয়েরা অধিক সুন্দর, এই দেশে। বেশি লম্বা হলে আবার সুন্দর নয়। আপনার সোসাইটি এই রকমই মনে করে। এখন আপনি যেই অ্যাক্টিভিজম করেন ওইখানে হয়তো রূপের জায়গা নেই। সুন্দর আপনার বিষয় নয়, বরং যারা নারীবাদ করে না, অ্যাক্টিভিজম করে না তারাই সুন্দরের দেখভালকারী। কাজেই আপনার ডিকটেশন দিয়া সৌন্দর্য চলবে না। সৌন্দর্য, নারীবাদ ও একটিভিজম-নিরপেক্ষ বিষয় এবং সৌন্দর্য আসমান থেকে আসে না যদিও আকাশ সুন্দর। বরং দৈহিক মাপসমূহই দৈহিক সৌন্দর্যের নির্ধারক, সমাজে। লম্বা না খাটো, মোটা না শুকনা এগুলো বিচার করা হয় সুন্দর বুঝতে। এই বিচার কী কারণে রেসিজম হতে যাবে। প্রতি জাতির সুন্দরের জাতিগত ধারণা থাকে, এই থাকাটা রেসিজম নয়। কোনো জনসমষ্টির মধ্যে রূপের ধারণা তৈরি করতে না দেয়া বা কী সুন্দর কী অসুন্দর তার বাছাইয়ে আপত্তি তোলাটা ফ্যাসিবাদ। ফেসবুক থেকে

  • সর্বশেষ
  • জনপ্রিয়