শিরোনাম
◈ ঝালকাঠিতে ট্রাকচাপায় নিহতদের ৬ জন একই পরিবারের ◈ গাজীপুরের টঙ্গি বাজারে আলুর গুদামে আগুন ◈ রাজনৈতিক বিশ্লেষক মনোয়ারুল হক মারা গেছেন ◈ ভারতের পররাষ্ট্র সচিব শনিবার ঢাকা আসছেন ◈ দুই এক পশলা বৃষ্টি হলেও তাপদাহ আরো তীব্র হতে পারে  ◈ এথেন্স সম্মেলন: দায়িত্বশীল ও টেকসই সমুদ্র ব্যবস্থাপনায় সম্মিলিত প্রয়াসের আহ্বান পররাষ্ট্রমন্ত্রীর ◈ কেএনএফ চাইলে আবারও আলোচনায় বসার সুযোগ দেওয়া হবে: র‌্যাবের ডিজি ◈ ওবায়দুল কাদেরের হৃদয় দুর্বল, তাই বেশি অবান্তর কথা বলেন: রিজভী ◈ মধ্যপ্রাচ্যের পরিস্থিতি বিবেচনায় প্রস্তুতি নেওয়ার নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী ◈ বাংলাদেশ সংকট থেকে ঘুরে দাঁড়াতে শুরু করেছে: অর্থমন্ত্রী

প্রকাশিত : ১১ জানুয়ারী, ২০২০, ০৩:০৪ রাত
আপডেট : ১১ জানুয়ারী, ২০২০, ০৩:০৪ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মুশফিক-মিরাজের রেকর্ড জুটিতে কুমিল্লাকে ২১৯ রানের বিশাল লক্ষ্য দিলো খুলনা (সরাসরি)

আক্তারুজ্জামান : বিশেষ বিপিএলের ৪০তম ম্যাচে লড়ছে কুমিল্লা ওয়ারিয়র্স ও খুলনা টাইগার্স। মিরপুরের শেরে বাংলা স্টেডিয়ামে শুক্রবার ঝড় তুলেছেন মুশফিকুর রহিম ও মেহেদি হাসান মিরাজ। এ দুজনের রেকর্ড ১৬৮ রানের অনবদ্য জুটিতে ভর করে ২১৮ রানের বিশাল সংগ্রহ দাঁড় করিয়েছে খুলনা। টুর্নামেন্টে আশা বাঁচিয়ে রাখতে এই লক্ষ্য পেরিয়ে জিততেই হবে কুমিল্লাকে। অন্যথায় হারলেই বিদায় নিশ্চিত হবে সৌম্য সরকারদের। আর প্লে-অফে পা রাখবে মুশফিকরা।

টুর্নামেন্টে টিকে থাকার লক্ষ্যে টস জিতে ফিল্ডিং বেছে নিয়েছিলেন সৌম্য। কিন্তু বল হাতে নিয়ে খুলনাকে রুখতে পারেননি কুমিল্লার কোনো বোলার। একমাত্র মুজিব উর রহমান ৪ ওভারে ১৮ রান দিয়েছেন। সৌম্য দেন ৩০ রান। আর বাকিরা ছিলেন উদার।

দলীয় ২ রানে শান্ত এবং ৩২ রানে রাইলি রুশো আউট হয়ে গেলে চিন্তায় পড়ে যায় খুলনা। তবে মুশফিক ও মিরাজ হাল ধরার পর আর কোনো চাপে পড়তে হয়নি দলটিকে। কেননা ২০১ রানের সময় মিরাজ যখন চোট নিয়ে ফিরে গেলেন ততক্ষণে রেকর্ড হয়ে গেছে। চলতি বিপিএলের সর্বোচ্চ এবং সবমিলিয়ে পঞ্চম সর্বোচ্চ রানের জুটি এখন মুশফিক-মিরাজের (১৬৮*)।

মিরাজ ৪৫ বলে ৭৫ রান করে রিটায়ার্ড আউট হয়ে ফেরেন। কিন্তু মুশফিককে থামানো যায়নি। ৯৮ রানে অপরাজিত থেকে মাঠ ছাড়েন। ৫৭ বলে ১২টি চার ও ৩টি ছয়ে ২ রানের জন্য সেঞ্চুরি বঞ্চিত হয়ে ফেরেন। টি-টোয়েন্টিতে এটাই মুশফিকের সর্বোচ্চ রানের ইনিংস।

কুমিল্লার হয়ে মুজিব ও ইরফান একটি করে উইকেট নেন।

ম্যাচটি সরাসরি দেখুন এখানে . . . . .

  • সর্বশেষ
  • জনপ্রিয়