শিরোনাম
◈ ফরিদপুরে বাস-পিকআপ মুখোমুখি সংঘর্ষ, নিহত ১২  ◈ ইরানের হামলার জবাব দেবে ইসরায়েল: সেনাপ্রধান ◈ সৌদিতে কোরবানি ঈদের সম্ভাব্য তারিখ ঘোষণা ◈ শ্রম আইন লঙ্ঘনের সাজাপ্রাপ্ত মামলায় স্থায়ী জামিন চাইবেন ড. ইউনূস ◈ ছুটি শেষে ঢাকায় ফিরছে কর্মজীবী মানুষ ◈ স্বাস্থ্যখাতে নতুন অশনি সংকেত অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স: স্বাস্থ্যমন্ত্রী  ◈ কৃষি খাতে ১০ শতাংশ প্রবৃদ্ধির লক্ষ্যে তিন  বছরে সাড়ে ৩৮ হাজার কোটি টাকা বরাদ্দ ◈ বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি ৬.১ শতাংশ: এডিবি ◈ বাংলাদেশে পালিয়ে এসেছে বিজিপির ১৪ সদস্য ◈ ৬০ লাখ নেতা-কর্মীর বিরুদ্ধে মামলার তালিকা প্রকাশ করুন: মির্জা ফখরুলকে ওবায়দুল কাদের

প্রকাশিত : ১১ জানুয়ারী, ২০২০, ০২:১৩ রাত
আপডেট : ১১ জানুয়ারী, ২০২০, ০২:১৩ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ছেলে সেজে কিশোরীদের যৌনতায় প্রলুব্ধ ও নির্যাতন করায় জেলে যাচ্ছেন ব্রিটিশ তরুণী জেমা ওয়াটস

সিরাজুল ইসলাম : তিনি ছদ্ম নাম জেক ওয়াটন দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে কিশোরীদের সঙ্গে সম্পর্ক গড়ে তুলতেন। তার টার্গেট ছিল ১৪ থেকে ১৫ বছরের মেয়েরা। জেমার বয়স ২১ বছর হলেও প্রোফাইলে ১৬ বছর লিখতেন। তার আচরণ ছিল বিশ্বাসযোগ্য। কেউ তাকে ছেলে হিসেবে চিনতেই পারত না। দক্ষিণ ইংল্যান্ডের উইনচেষ্টার ক্রাউন কোর্টে গত নভেম্বরে তিনি দোষী সাব্যস্ত হন। আজ রায় হওয়ার কথা। রয়টার্স

পুলিশ জানিয়েছে, জেমা স্নাপচার্ট বা ইনস্ট্রাগ্রামে মেয়েদের পছন্দ করতেন এবং তারপর পুরুষ সঙ্গী হওয়ার ইচ্ছা জানিয়ে মেসেজ দিতেন। প্রোফাইলে তিনি খেলার পোশাকপরা ছবি দিতেন। তার লম্বা চুল বাঁধা এবং ক্যাপ বা হুড দিয়ে লুকিয়ে রাখতেন। ইংল্যান্ডের বিভিন্ন প্রান্তে তিনি অনেক কিশোরীর বাবা-মায়ের সঙ্গেও দেখা করেছেন একই উপায়ে। ওই কিশোরীরা প্রতারণার বিষয়টি জানতে পারে একেবারে ঘনিষ্ঠ হওয়ার পর। জেমা একই সঙ্গে একাধিক মেয়ের সঙ্গে সম্পর্ক রাখতেন।

মামলার তদন্ত সংশ্লিষ্ট কর্মকর্তা ফিলিপা কেনরাইট বলেন, ভিকটিমরা পুলিশের শরনাপন্ন হওয়ার আগেও প্রতারণার বিষয়ে জানতো না। সত্য জানাটা তাদের জন্য ছিলো বিমর্ষকর। ২০ থেকে ৫০ জন প্রতারণার শিকার হয়েছে।

জেমা ১৬ বছর বয়সে স্কুল ছাড়েন। এখন উত্তর লন্ডনে থাকেন মায়ের সঙ্গে। তদেন্তর সময়ও তিনি প্রতারণা চালিয়ে যাচ্ছিলেন। তিনি অনুতাপ প্রকাশ করেননি; কারণও বলেননি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়