শিরোনাম
◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ ইরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের ◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো ◈ রেকর্ড বন্যায় প্লাবিত দুবাই, ওমানে ১৮ জনের প্রাণহানি

প্রকাশিত : ১১ জানুয়ারী, ২০২০, ১২:৫৯ দুপুর
আপডেট : ১১ জানুয়ারী, ২০২০, ১২:৫৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পারিবারিক কলহের জেরে শিশুকে অপহরণ, চক্রের মূলহোতা গ্রেপ্তার

সুজন কৈরী : শুক্রবার সকালে রাজধানীর ভাটারা থেকে রানা মিয়া নামের চক্রের ওই মূলহোতাকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১। টঙ্গী থেকে ৮ বছর বয়সী শিশু মো. আশরাফুলকে অপহরণ করে মুক্তিপণ দাবি করেছিলেন রানা।

র‌্যাব-১ এর এএসপি মো. কামরুজ্জামান জানান, পারিবারিক বিরোধের জের ধরে গত ৭ জানুয়ারি দুপুরে টঙ্গীর এরশাদ নগরের বাড়ি থেকে আশরাফুলকে অপহরণ করে অজ্ঞাত স্থানে নিয়ে যান রানা। পরে মোবাইলে আশরাফুলের পরিবারের কাছে মুক্তিপণ হিসেবে এক লাখ টাকা দাবি করে। অন্যথায় আশরাফুলকে মেরে ফেলার কথা জানান। এ ঘটনায় আশরাফুলের মা টঙ্গী পূর্ব থানায় মামলা করেন এবং র‌্যাব-১ কার্যালয়ে জানান। ঘটনার ছায়া তদন্তের একপর্যায়ে শুক্রবার সকালে ভাটারার নর্দা বাসস্ট্যান্ড সংলগ্ন হারেজ গলির ভেতরে জনৈক নাজির হোসেনের মালিকানাধীন আনন্দ হোটেলের সামনে অভিযান চালিয়ে রানাকে গ্রেপ্তার করা হয়। র‌্যাবের অভিযানের কারণে ভীত সন্ত্রস্ত হয়ে অপহৃত আশরাফুলকে মহাখালী রেল লাইন এলাকায় ফেলে রেখে পালিয়ে যায় অপহরণকারীরা। পরে স্থানীয় লোকজনের সাহায্যে পুলিশ তাকে উদ্ধারের পর পরিবারের কাছে হস্তান্তর করে।

রানা জিজ্ঞাসাবাদে জানিয়েছেন, তিনি পেশায় দিনমজুর। আশরাফুলের ফুফুর তালাক প্রাপ্ত স্বামী। তালাকের পর থেকে পারিবারিক কলহ চলছিলো। সেই কলহের জের ধরেই আশরাফুলকে অপহরণ করে এবং মেরে ফেলার হুমকি দেয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়