শিরোনাম
◈ সিরিয়ায় আইএসের হামলায় ২৮ সেনা নিহত ◈ সরকার চোরাবালির ওপর দাঁড়িয়ে, পতন অনিবার্য: রিজভী  ◈ সরকারের বিরুদ্ধে অবিরাম নালিশের রাজনীতি করছে বিএনপি: ওবায়দুল কাদের ◈ বুশরা বিবিকে ‘টয়লেট ক্লিনার’ মেশানো খাবার খাওয়ানোর অভিযোগ ইমরানের ◈ প্রাথমিক স্কুলে অ্যাসেম্বলি বন্ধ রাখার নির্দেশ ◈ গাজায় নিহতের সংখ্যা ৩৪ হাজার ছাড়াল ◈ পাগলা মসজিদের দানবাক্সে এবার ২৭ বস্তা টাকা, গণনা চলছে ◈ মিয়ানমারের ২৮৫ জন সেনা ফেরত যাবে, ফিরবে ১৫০ জন বাংলাদেশি: পররাষ্ট্রমন্ত্রী ◈ প্রার্থী নির্যাতনের বিষয়ে পুলিশ ব্যবস্থা নেবে, হস্তক্ষেপ করবো না: পলক ◈ ২০২৫ সালের মধ্যে ৪৮টি কূপ খনন শেষ করতে চায় পেট্রোবাংলা

প্রকাশিত : ১১ জানুয়ারী, ২০২০, ১২:০০ দুপুর
আপডেট : ১১ জানুয়ারী, ২০২০, ১২:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

অসময়ে জ্বলে উঠে ঢাকাকে হারিয়ে বিপিএল শেষ করলো রংপুর রেঞ্জার্স

আক্তারুজ্জামান : বাংলাদেশ প্রিমিয়ার লিগের বিশেষ আসর থেকে রংপুর রেঞ্জার্সের বিদায় ঘণ্টা বেজেছিলো আগেই। সূচি শেষ করতে শুক্রবার নিয়ম রক্ষার ম্যাচে ঢাকা প্লাটুনের মুখোমুখি হয়েছিলো রংপুর। নিজেদের শেষ ম্যাচে ঢাকাকে ১১ রানে হারিয়ে বিপিএল শেষ করলো শেন ওয়াটসনরা। শুরুতে ব্যাটিং করে ১৪৯ রান তুলেছিলো রংপুর। জবাবে নির্ধারিত ওভার শেষে ১৩৮ রানেই থেমে যায় মাশরাফিরা। ফলে পয়েন্ট টেবিলের শীর্ষে ওঠার সুযোগ হাতছাড়া করলো ঢাকা।

রংপুরের হয়ে বল হাতে ৪ ওভারে মাত্র ২৫ রান খরচায় ২ উইকেট নেন তাসকিন। অপরদিকে ২৯ রানে ২ উইকেট পান স্পিনার আরাফাত সানি। পাকিস্তানি রিক্রুট জুনায়েদ খানও নেন দুটি উইকেট। একটি করে উইকেট পান মুস্তাফিজুর এবং লুইস গ্রেগরি।

রংপুরের বোলারদের দারুণ বোলিংয়ের সামনে তামিম ইকবাল ছাড়া আর কেউই তেমন সুবিধা করতে পারেননি। তামিমের ব্যাট থেকে আসে ৩৪ রান। এছাড়া মেহেদি হাসান এবং মুমিনুল যথাক্রমে ২০ ও ১৮ রান করেন। বাকি ব্যাটসম্যানদের আর কেউই উল্লেখযোগ্য রান করতে পারেননি। শেষের দিকে ১০ বলে ১১ রানে অপরাজিত থাকেন অধিনায়ক মাশরাফি।

এর আগে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেটে মাত্র ১৪৯ রান সংগ্রহ করে রংপুর। দলের পক্ষে ৩২ বলে ৪৬ রানের ইনিংস খেলেন লুইস গ্রেগরি। দ্বিতীয় সর্বোচ্চ ৩৫ রান আসে আল-আমিনের ব্যাট থেকে। ঢাকার হয়ে ৩ উইকেট নেন থিসারা পেরেরা। এছাড়া সাদাব খান ২টি উইকেট পান। একটি করে উইকেট শিকার করেন মাশরাফি ও মেহেদি হাসান।

  • সর্বশেষ
  • জনপ্রিয়