শিরোনাম
◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে আজ! ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী ◈ ড. ইউনূসের পুরস্কার নিয়ে ভুলভ্রান্তি হতে পারে: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত ◈ এসএসসি পরীক্ষায় আমূল পরিবর্তন, বদলে যেতে পারে পরীক্ষার নামও

প্রকাশিত : ১০ জানুয়ারী, ২০২০, ১০:৩৬ দুপুর
আপডেট : ১০ জানুয়ারী, ২০২০, ১০:৩৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মির্জাগঞ্জে পৃথকভাবে স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত

সোহাগ হোসেন : পটুয়াখালীর মির্জাগঞ্জে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস পৃথকভাবে পালিত হয়েছে। এ উপলক্ষে শুক্রবার সকালে উপজেলা আওয়ামী লীগের আয়োজনে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, নিরবতা পালন, আনন্দ র‌্যালী ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা আওয়ামী লীগের সভাপতি গাজী আতহার উদ্দিন আহমেদের সভাপতিত্বে পথসভায় বক্তব্য রাখেন সাধরণ সম্পাদক মো. জসিম উদ্দিন জুয়েল বেপারির উপজেলা চেয়ারম্যান খান মো. আবুবকর সিদ্দিকী, শ্রমিকলীগের সাধারণ সম্পাদক মো. ফারুক খান, যুবলীগ সভাপতি মো. জহিরুল ইসলাম লোটাস, সাধারণ সম্পাদক মো. শফিকুল ইসলাম মহসিন, স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক মো. জসিম উদ্দিন সবুজ মৃধা প্রমুখ।

সভায় বক্তারা বলেন, বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গঠনের লক্ষ্যে তার সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সুখী সমৃদ্ধশালী দেশ গড়তে হবে। অনুরূপ পৃথকভাবে উপজেলা ছাত্রলীগের উদ্যোগে দিবসটি পালিত হয়েছে। জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, র‌্যালী পথসভার মধ্য দিয়ে দিবসটি পালন করে ছাত্রলীগ। উপজেলা ছাত্রলীগের সভাপতি ও উপজেলা ভাইস চেয়ারম্যান মো. জহিরুল ইসলাম জুয়েল সিকদারের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা ছাত্র লীগের সাধারণ সম্পাদক মো. রাকিব মৃধা, সহ-সভাপতি মো. আনোয়ার হোসেন জোমাদ্দার, সাংগঠনিক সম্পাদক মো. ইমরান হোসেন, দপ্তর সম্পাদক মো. আবদুর রহিম সজলসহ ৬ টি ইউনিয়নের আগত ছাত্রলীগের নেতাকর্মী। অনুলিখন : রাকিবুল

  • সর্বশেষ
  • জনপ্রিয়