শিরোনাম
◈ অনিবন্ধিত নিউজ পোর্টাল বন্ধে বিটিআরসিতে তালিকা পাঠানো হচ্ছে: তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ◈ পাবনায় হিটস্ট্রোকে একজনের মৃত্যু ◈ জলাবদ্ধতা নিরসনে ৭ কোটি ডলার ঋণ দেবে এডিবি ◈ ক্ষমতা দখল করে আওয়ামী শাসকগোষ্ঠী আরও হিংস্র হয়ে উঠেছে: মির্জা ফখরুল ◈ বেনজীর আহমেদের চ্যালেঞ্জ: কেউ দুর্নীতি প্রমাণ করতে পারলে তাকে সব সম্পত্তি দিয়ে দেবো (ভিডিও) ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪২ দশমিক ৩ ডিগ্রি, হিট স্ট্রোকে একজনের মৃত্যু ◈ আইনজীবীদের গাউন পরতে হবে না: সুপ্রিমকোর্ট ◈ তীব্র গরমে স্কুল-কলেজ ও মাদরাসা আরও ৭ দিন বন্ধ ঘোষণা ◈ সিরিয়ায় আইএসের হামলায় ২৮ সেনা নিহত ◈ সরকার চোরাবালির ওপর দাঁড়িয়ে, পতন অনিবার্য: রিজভী 

প্রকাশিত : ১০ জানুয়ারী, ২০২০, ১০:০০ দুপুর
আপডেট : ১০ জানুয়ারী, ২০২০, ১০:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রংপুরকে হারাতে ঢাকার দরকার ১৫০ রান (সরাসরি)

আক্তারুজ্জামান : বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ৩৯তম ম্যাচে মুখোমুখি হয়েছে ঢাকা প্লাটুন ও রংপুর রেঞ্জার্স। মিরপুর শেরে ই বাংলা স্টেডিয়ামে টস জিতে রংপুরকে ব্যাটিংয়ে পাঠিয়েছিলেন ঢাকার অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। টস হেরে আগে ব্যাটিং করে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৪৯ রান তুলেছে শেন ওয়াটসনরা। জয়ের জন্য ঢাকার দরকার ১৫০ রান।

রংপুরের হয়ে লুইস গ্রেগরি, আল আমিন ও জহুরুল ইসলাম অমি ছাড়া আর কারো ব্যাটে তেমন রান আসেনি। গ্রেগরি ৩২ বলে ৪৬, আল আমিন ২৪ বলে ৩৫ এবং জহুরুল ২৪ বলে ২৮ রান করেন। এছাড়া দুই ওপেনার নাঈম শেখ ১৭ ও ওয়াটসন ১০ রান করেন।

ঢাকার হয়ে বল হাতে থিসারা পেরেরা ৩টি, শাদাব খান ২টি এবং মাশরাফি ও মেহেদি একটি করে উইকেট নেন।

আগেই প্লে-অফ নিশ্চিত হয়ে গেছে ঢাকার। আর শেষ চারে উঠার স্বপ্ন শেষ হয়ে গেছে রংপুরের। তবে রংপুরের জন্য নিয়মরক্ষার ম্যাচ হলেও সেরা দুইয়ে থেকে প্লে-অফে যেতে এখনও জয়ের গুরুত্ব রয়েছে ঢাকার জন্য।

এখনও পর্যন্ত ১০ ম্যাচে ৭ জয় পাওয়া ঢাকা ১৪ পয়েন্ট নিয়ে অবস্থান করছে টেবিলের দুই নম্বরে। অন্যদিকে রংপুর ১১ ম্যাচে জিতেছে ৪টি, অবস্থান করছে ছয় নম্বরে।

রংপুর একাদশ : নাইম শেখ, শেন ওয়াটসন, ক্যামেরন ডেলপোর্ট, লুইস গ্রেগরি, আল-আমিন জুনিয়র, জহুরুল ইসলাম, নাদিফ চৌধুরী, আরাফাত সানি, জুনায়েদ খান, তাসকিন আহমেদ ও মুস্তাফিজুর রহমান।

ঢাকা একাদশ : তামিম ইকবাল, এনামুল হক বিজয়, মেহেদি হাসান, মুমিনুল হক, আরিফুল হক, আসিফ আলি, থিসারা পেরেরা, শাদাব খান, ফাহিম আশরাফ, মাশরাফি বিন মর্তুজা এবং হাসান মাহমুদ।

ম্যাচটি সরাসরি দেখুন এখানে  . . . .

  • সর্বশেষ
  • জনপ্রিয়