শিরোনাম
◈ মুজিবনগর সরকারের ৪০০ টাকা মাসিক বেতনের কর্মচারি ছিলেন জিয়াউর রহমান: পররাষ্ট্রমন্ত্রী ◈ রেকর্ড বন্যায় প্লাবিত দুবাই, ওমানে ১৮ জনের প্রাণহানি ◈ টাইমের প্রভাবশালী ১০০ ব্যক্তির তালিকায় বাংলাদেশের মেরিনা ◈ দেশের মানুষকে ডাল-ভাত খাওয়াতে  ব্যর্থ হয়েছিল বিএনপি : প্রধানমন্ত্রী ◈ দক্ষিণ লেবাননে ইসরায়েল ফসফসরাস বোমা হামলা ◈ ঝালকাঠিতে ট্রাকচাপায় নিহতদের ৬ জন একই পরিবারের ◈ গাজীপুরের টঙ্গি বাজারে আলুর গুদামে আগুন ◈ রাজনৈতিক বিশ্লেষক মনোয়ারুল হক মারা গেছেন ◈ ভারতের পররাষ্ট্র সচিব শনিবার ঢাকা আসছেন ◈ এথেন্স সম্মেলন: দায়িত্বশীল ও টেকসই সমুদ্র ব্যবস্থাপনায় সম্মিলিত প্রয়াসের আহ্বান পররাষ্ট্রমন্ত্রীর

প্রকাশিত : ১০ জানুয়ারী, ২০২০, ০৯:১৫ সকাল
আপডেট : ১০ জানুয়ারী, ২০২০, ০৯:১৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

গত বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে ১৬৪ জনের মৃত্যু : আইইডিসিআর

শাহীন খন্দকার : ২০১৯ সালে সারাদেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে ১৬৪ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে সরকারের জাতীয় রোগতত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান। আইইডিসিআরের কাছে বিভিন্ন হাসপাতাল থেকে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ২শ ৬৬ জনের মৃত্যুর তথ্য পাঠানো হয়। তার মধ্যে ২শ ৬৩টি মৃত্যুর ঘটনা পর্যালোচনা করে ১শ ৬৪ জন ডেঙ্গু জনিত মৃত্যু হয়েছে বলে নিশ্চিত করেছে ডেথ রিভিউ কমিটি।

শুক্রবার (১০ জানুয়ারি) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন্স সেন্টার ও কন্ট্রোল রুম ডেঙ্গু সংক্রান্ত বিষয়ক তথ্য বিবরণীতে এ তথ্য জানায়।

কন্ট্রোল রুম জানায়, গত বছরের পহেলা জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত ডেঙ্গু আক্রানস্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন এক লাখ এক হাজার ৩৫৪ জন। হাসপাতাল থেকে চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন এক লাখ এক হাজার ৩৭ জন।

চলতি বছরের শুরুতেই বর্তমানে বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে ভর্তি হয়েছেন ১১৮ জন রোগী , হাসপাতাল থেকে চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছে ৬৮ জন । আর বর্তমানে দেশের সরকারি ও বেসরকারি হাসপাতালে ভর্তি আছেন ৫০ জন। এর মধ্যে রাজধানী ঢাকার ২৯ জন বেসরকারি ও ১২ জন সরকারি ও স্বায়ত্বশাসিত হাসপাতালে ভর্তি আছেন ৪৩ জন। রাজধানী ঢাকার বাইরে অন্যান্য বিভাগের হাসপাতালে ভর্তি আছেন ৭ জন।

কন্ট্রোল রুম আরও জানায়, গত ২৪ ঘণ্টায় নতুন করে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৬ জন। ঢাকায় ৬ জন আর ঢাকার বাইরে কোনো ভর্তি রোগী নেই। এদিকে শীতজনিত এ আর আই/শ্বাসতন্ত্রের সংক্রমন রোগে আক্রান্ত হয় ৫৫,৬৬০। এর মধ্যে সর্বশেষ মৃত্যু তথ্য ২০ জন। ডায়রিয়ায় আক্রান্ত ১,৩৬,৯৫৭ মৃত্যু ৪ জন, শীতজনিত অন্যান্য অসুস্থতায় আক্রান্ত ১,৫৭,৮৭৮ জন মৃত্যু ৩০ জন বলে জানা যায় ২০১৯-২০২০ সালে স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ্ ইমার্জেন্সী অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম-এর ৬৪ জেলার প্রেরিত তথ্যে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়