শিরোনাম
◈ সরকারের অব্যবস্থাপনার কারণেই সড়ক দুর্ঘটনার মাত্রা বৃদ্ধি পেয়েছে: মির্জা ফখরুল ◈ বাংলাদেশের রাজনীতির অবনতি দুঃখজনক: পিটার হাস ◈ সয়াবিন তেলের দাম লিটারে বাড়লো ১০ টাকা  ◈ নির্বাচনি ইশতেহারের আলোকে প্রণীত কর্মপরিকল্পনা দ্রুত বাস্তবায়নের আহবান শিল্পমন্ত্রীর  ◈ প্রচণ্ড গরম থেকেই ঘটতে পারে মানবদেহের নানা রকম স্বাস্থ্য ঝুঁকি ◈ অবশেষে রাজধানীতে স্বস্তির বৃষ্টি  ◈ ইসরায়েল পাল্টা হামলা করলে কয়েক সেকেন্ডের মধ্যে জবাব দেবে ইরান: উপপররাষ্ট্রমন্ত্রী ◈ মিয়ানমারের আরও ১৫ সেনা সদস্য বিজিবির আশ্রয়ে ◈ সয়াবিনের দাম বাড়ানোর সুযোগ নেই: বাণিজ্য প্রতিমন্ত্রী ◈ উপজেলা নির্বাচন বর্জনের সিদ্ধান্ত বিএনপির

প্রকাশিত : ১০ জানুয়ারী, ২০২০, ০৮:২২ সকাল
আপডেট : ১০ জানুয়ারী, ২০২০, ০৮:২২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

জেনারেল কাসেম সোলাইমানি হত্যাকাণ্ড নির্বাচনী প্রচারণায় থিম হিসেবে ব্যবহার করছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

সিরাজুল ইসলাম : বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের ওহিও রাজ্যের তলিদোতে তিনি শোভাযাত্রার ভাষণে বলেন, এই হত্যাকাণ্ড মার্কিনিদের জীবন ও স্বার্থ রক্ষা করেছে। মার্কিনিরা ন্যায় বিচার পেয়েছেন। সূত্র: রযটার্স
কাসেম সোলাইমানি হত্যাকাণ্ডে ডেমোক্র্যাটদের সমালোচনা উড়িয়ে দিয়ে নিজের পক্ষে সাফাই গেয়ে ট্রাম্প বলেন, বিক্ষোভকারীরা বাগদাদে মার্কিন দূতাবাসে চড়াও হয়েছিলেন। তাদের সংগঠিত করেছিলেন সোলাইমানি। সেখানে সেনা না পাঠালে বিক্ষোভকারীরা হয়তো ভাংচুর চালাত, মার্কিনিদের হত্যা করতো ও জিম্মি করতো। ২০১১ সালে লিবিয়ার বেনগাজিতে এমনই ঘটনা ঘটেছিল এবং রাষ্ট্রদূত খুন হয়েছিলো। সেনা পাঠিয়ে বাগদাদে সেই ঘটনার পুনরাবৃত্তি ঠেকানো হয়েছে। চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে মার্কিনিদের জীবন রক্ষা এবং ন্যায় বিচারও পাইয়ে দেয়া হয়েছে।

গত সপ্তাহে মার্কিন ড্রোন হামলায় বাগদাদে নিহত হন ইরানের কুর্দস ফোর্সের প্রধান জেনারেল কাসেম সোলাইমানি। এর দুইদিন পর ইরান বাগদাদে মার্কিন সামরিক ঘাটিতে ক্ষেপনাস্ত্র হামলা চালায়। এতে ৮০ সেনা নিহত হওয়ার দাবি করেছে তেহরান। তবে এ দাবি প্রত্যাখ্যান করেছেন ট্রাম্প।

ট্রাম্পের প্রথম নির্বাচনী শোভাযাত্রা বের করা হয় বৃহস্পতিবার। এতে তার হাজার হাজার সমর্থক অংশ নেন। আগামি নভেম্বরে এ নির্বাচন অনুষ্ঠিত হবে। ২০১৬ সালের নির্বাচনে ৮ শতাংশ ভোট বেশি পেয়ে ওহিতে বিজয়ী হন ট্রাম্প। ২০০৮ ও ২০১২ সালের নির্বাচনে সেখানে বিজয়ী হন বারাক ওবামা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়