শিরোনাম
◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে আজ! ◈ বিশ্ববাজারে সোনার সর্বোচ্চ দামের নতুন রেকর্ড ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ চেক প্রতারণার মামলায় ইভ্যালির রাসেল-শামিমার বিচার শুরু ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ প্রফেসর ইউনূসকে প্রদত্ত "ট্রি অব পিস" প্রধানমন্ত্রীকে প্রদত্ত একই ভাস্করের একই ভাস্কর্য: ইউনূস সেন্টার ◈ নির্বাচনী বন্ড কেবল ভারত নয়, বিশ্বের সবচেয়ে বড় কেলেঙ্কারি: অর্থমন্ত্রীর স্বামী ◈ কুড়িগ্রামে অর্থনৈতিক অঞ্চলের স্থান পরিদর্শন করে দেশে ফিরলেন ভুটানের রাজা ◈ জনগণকে সংগঠিত করে চূড়ান্তভাবে বিজয় অর্জন করতে হবে: মির্জা ফখরুল

প্রকাশিত : ১০ জানুয়ারী, ২০২০, ০৬:৪৩ সকাল
আপডেট : ১০ জানুয়ারী, ২০২০, ০৬:৪৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কোহলির সাথে দ্বন্দ্বে পরিবারকে না টানতে বললেন রোহিত

রাকিব উদ্দীন : বিশ্বকাপের দ্বাদশ আসরে কোহলি ও রোহিতের মধ্যকার দ্বন্দ্ব নিয়ে গণমাধ্যমগুলোতে কম বিতর্ক হয়নি। অধিনায়কত্ব নিয়ে নিজেদের মধ্যে শীতল যুদ্ধ চলছে এমন গুঞ্জনও ছড়িয়েছিলো। এর জের ধরে পরবর্তীতে তাদের পরিবারের মধ্যকার দ্বন্দ্বের গুঞ্জন উঠে। এবার এ বিষয় নিয়ে মুখ খুললেন ভারতীয় ওপেনার রোহিত শর্মা।

বিসিসিআই খেলোয়াড়দের বলেছিল, পরিবারের সদস্যদের পাশে রাখা যাবে ১৫ দিন। কিন্তু রোহিত আসরের শুরু থেকেই পরিবারকে সঙ্গে রেখেছিলেন। এ নিয়ে কোহলি নাকি ক্ষোভও প্রকাশ করেছেন। এ বিষয়ে রোহিত বলেন, ‘আমাদের পরিবার সমর্থন যোগানোর জন্য বিশ্বকাপের সময় উপস্থিত ছিল। যখন এসব বিষয় লেখা হচ্ছিলো, সে সময় আমার কাছের বন্ধুরা আমার কাছে কোহলির সঙ্গে দ্বন্দ্ব নিয়ে জানতে চায়। কিন্তু সত্যি হচ্ছে আমি বিষয়টি হেসে উড়িয়ে দেই।’

রোহিত বলেন, ‘এসব নিয়ে লেখা হচ্ছিল তো হচ্ছিলই। শেষপর্যন্ত আমাদের পরিবারকে টেনে আনা হলো। আপনি আমার সম্পর্কে কথা বলেন। কিন্তু আমার পরিবারকে টেনে আনতে পারেন না। তারা মাঠের ঘটনা বা ক্রিকেট নিয়ে খোঁজ রাখে না।’

প্রসঙ্গত, বিশ্বকাপ থেকে ভারত বিদায় নেয়ার পর থেকেই ভারতের কিছু সংবাদমাধ্যমে বলা হয়, ভালো যাচ্ছে না ভারতের অধিনায়ক ও সহ-অধিনায়কের সম্পর্ক। দলে কোহলির নিজের খেয়াল খুশিমত আচরণ ও অতিরিক্ত কর্তৃত্ব প্রতিষ্ঠা করতে চাওয়া মেনে নিতে না পেরে রোহিত প্রতিবাদ করার মাধ্যমেই নাকি এই তিক্ততার শুরু! তাছাড়া রোহিত তার পরিবারের সদস্যদের আগেভাগে ইংল্যান্ডে নিয়ে যাওয়ায় বিষয়টি ছড়ায় তপ্ততা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়