শিরোনাম
◈ চুয়াডাঙ্গার পরিস্থিতি এখন মরুভূমির মতো, তাপমাত্রা ৪১ দশমিক  ৫ ডিগ্রি ◈ ফরিদপুরে পঞ্চপল্লীতে গণপিটুনিতে ২ ভাই নিহতের ঘটনায় গ্রেপ্তার ১ ◈ মিয়ানমারের ২৮৫ জন সেনা ফেরত যাবে, ফিরবে ১৫০ জন বাংলাদেশি: পররাষ্ট্রমন্ত্রী ◈ ভারতে লোকসভা নির্বাচনের প্রথম দফায় ভোট পড়েছে ৫৯.৭ শতাংশ  ◈ ভবিষ্যৎ বাংলাদেশ গড়ার কাজ শুরু করেছেন প্রধানমন্ত্রী: ওয়াশিংটনে অর্থমন্ত্রী ◈ দাম বেড়েছে আলু, ডিম, আদা ও রসুনের, কমেছে মুরগির  ◈ প্রার্থী নির্যাতনের বিষয়ে পুলিশ ব্যবস্থা নেবে, হস্তক্ষেপ করবো না: পলক ◈ ২০২৫ সালের মধ্যে ৪৮টি কূপ খনন শেষ করতে চায় পেট্রোবাংলা ◈ ভিত্তিহীন মামলায় বিরোধী নেতাকর্মীদের নাজেহাল করা হচ্ছে: মির্জা ফখরুল ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী

প্রকাশিত : ১০ জানুয়ারী, ২০২০, ০৪:৪০ সকাল
আপডেট : ১০ জানুয়ারী, ২০২০, ০৪:৪০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

৫ কোটি ৮৭ লাখ টাকা বিক্রি হলো ওয়ার্নের ‘ব্যাগি গ্রিন টুপি’, পুরোটাই দান করবেন দাবানলের তহবিলে

শিউলী আক্তার : অস্ট্রেলিয়ার দাবানলে পুড়ছে মাইলের পর মাইল। এতে মারা গেছে অসংখ্য অসহায় বন্যপ্রাণী ও মানুষ। এতে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে আর্থিক সাহায্য করার জন্য ‘ব্যাগি গ্রিন টুপি নিলামে তুলেছিলেন অস্ট্রেলিয়ার কিংবদন্তি ক্রিকেটার শেন ওয়ার্ন। অবশেষে রেকর্ড পরিমাণ অর্থমূল্যে বিক্রি হলো কিংবদিন্তর ঐতিহ্যবাহী এই টুপি। ২০০৩ সালে বিক্রি হওয়া স্যার ডন ব্র্যাডম্যানের টুপির দ্বিগুণেরও বেশি মূল্যে নিজের টুপিটি বিক্রি করতে পেরেছেন তিনি।

ব্র্যাডম্যানের ব্যাগি গ্রিন টুপি বিক্রি হয়েছিলো সোয়া ৪ লাখ অস্ট্রেলিয়ান ডলারে। অন্যদিকে নিলামে তোলার ওয়ার্নের টুপির দাম গিয়ে ঠেকেছে ১০,০৭,৫০০ (দশ লাখ সাত হাজার পাঁচশত) অস্ট্রেলিয়ান ডলারে। বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ৬ কোটি (৫ কোটি ৮৭ লাখ ২৮ হাজার ৬৭৭) টাকার সমান।

পুরো টাকাই অস্ট্রেলিয়ায় চলমান দাবানল নেভাতে যে তহবিল গঠন করা হয়েছে, সেখানে দান করবেন তিনি।

এই দাবানলে অনেক অনেক ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়েছে অস্ট্রেলিয়া। মারা গেছে প্রায় ৫০ কোটিরও বেশি প্রাণী। এমতাবস্থায় সে অঞ্চলে প্রয়োজন অনেক সাহায্য। তাই নিজের ব্যাগি গ্রিন টুপিটি নিলামে তোলার মাধ্যমে এগিয়ে এসেছেন ওয়ার্ন। নিলামের একদম শেষমুহূর্তে সিডনির ‘এমসি’ নামক এক কোম্পানি ১০ লাখ অস্ট্রেলিয়ান ডলারের বেশি বিড করে টুপিটি কিনে নিয়েছে।

নিলাম শেষ হওয়ার পর অংশ নেয়া সবাইকে ধন্যবাদ জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ওয়ার্ন লিখেছেন, ‘সবাইকে অনেক অনেক ধন্যবাদ। নিলামে আপনারা অংশ নিয়েছেন। শেষপর্যন্ত জয়ী ব্যক্তিকে অভিনন্দন। আপনাদের মহত্ব দিয়ে আমাকে পরিপূর্ণ করে তুলেছেন। এটা আমার আশার চেয়েও অনেক বেশি। এই টাকাটা পুরোটা চলে যাবে রেডক্রসের দাবানল বিষয়ক তহবিলে।’

https://twitter.com/ShaneWarne/status/1215413839614763008

  • সর্বশেষ
  • জনপ্রিয়