শিরোনাম
◈ জাতীয় পতাকার নকশাকার শিব নারায়ণ দাস মারা গেছেন ◈ ইরানের ইস্পাহান ও তাব্রিজে ইসরায়েলের ড্রোন হামলা, ৩টি ভূপাতিত (ভিডিও) ◈ ভেটোর তীব্র নিন্দা,মার্কিন নীতি আন্তর্জাতিক আইনের নির্লজ্জ লংঘন : ফিলিস্তিন ◈ স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের গল্প-প্রবন্ধ নিয়ে সাময়িকী প্রকাশনা করবে বাংলা একাডেমি ◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ চিকিৎসকদের সুরক্ষা নিশ্চিত করতে সংসদে আইন পাশ করব: স্বাস্থ্যমন্ত্রী ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক

প্রকাশিত : ১০ জানুয়ারী, ২০২০, ১২:১৬ দুপুর
আপডেট : ১০ জানুয়ারী, ২০২০, ১২:১৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রাজধানীর সন্নিকটে কেরানীগঞ্জের শুভাঢ্যা খাল হবে দৃষ্টিনন্দন হাতিরঝিলের আদলে

মাজহারুল ইসলাম : ২] যা হাতিরঝিল থেকে কোনও অংশে কম হবে না। কেরানীগঞ্জের শুভাঢ্যা খাল পুনঃখনন এবং খালের দু’পাড়ের উন্নয়ন ও সুরক্ষা' প্রকল্পের আওতায় নির্মিত হবে ওয়াকওয়ে, দৃষ্টিনন্দন সেতু, ভায়াডাক্ট, ওভারপাস, ফুটওভার ব্রিজ ও ইউলুপ, থাকবে ওয়াটার ট্যাক্সিসহ ভাসমান চলার পথ। বাংলা নিউজ

৩] প্রাথমিকভাবে এই প্রকল্পের ব্যয় ধরা হয়েছে ১ হাজার ২৯০ কোটি ৯৩ লাখ ৬৫ হাজার টাকা। প্রকল্পটি চলতি সময় থেকে ২০২২ সালের জুন মেয়াদে বাস্তবায়ন করতে চায় বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড (পাউবো)।

৪] এই প্রকল্পটির প্রস্তাবনা নিয়ে কয়েকবার প্রকল্প মূল্যায়ন কমিটির (পিইসি) সভা অনুষ্ঠিত হয়েছে পরিকল্পনা কমিশনে। এখন প্রকল্পের ব্যয় নিয়ে বিশ্লেষণ করছে। একই সঙ্গে সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে প্রকল্পটি নিয়ে আরও স্ট্যাডি করতে বলছে পরিকল্পনা কমিশন। পরিকল্পনা কমিশনের ঊর্ধ্বতন এক কর্মকর্তা বলেন, সেখানে হাতিরঝিলের মতো দৃষ্টিনন্দন সবকিছুই থাকবে।

৫] পানি উন্নয়ন বোর্ড সূত্র জানায়, অবৈধ দখলদারদের হাত থেকে শুভাঢ্যা খাল ও এর পাড় সুরক্ষা করা হবে। স্থানীয় জনগণের জন্য খালের পাড়ে বিনোদনমূলক সুযোগ-সুবিধা সৃষ্টি করা হবে।

৬] খাল খনন, উন্নয়ন, সংরক্ষণের পাশাপাশি অভ্যন্তরীণ নৌ যোগাযোগ ব্যবস্থা গড়ে তোলা হবে।

৭[ এই প্রকল্পের আওতায় থাকবে, ২২ হাজার ৬৭৩ মিটার ভাসমান পায়ে চলার পথ। এ খাতে ব্যয় হবে ১৫০ কোটি টাকা।

৮] এছাড়া ৩৮ কোটি ২৯ লাখ টাকা ব্যয়ে করা হবে দৃষ্টিনন্দন ওয়াকওয়ে। সেতু লাইটিং ও বিদ্যুতের কাজ করা হবে এখানে।

৯] সুয়ারেজ ও সৌর ট্রিটমেন্ট প্ল্যান্ট ও স্ল্যাশ ব্যবস্থাপনা গড়ে তোলা হবে ৩৮ কোটি টাকা ব্যয় করে।

১০] প্রকল্পের আওতায় ৪৬ জন পরামর্শকের জন্য ব্যয় হবে ২ কোটি ৮৩ লাখ টাকা।

১১] প্রকল্পের প্রস্তাবে ১৩ হাজার ৮৮৪ মিটার খাল থেকে স্ল্যাশ (কাদা বা বর্জ্য) অপসারণের জন্য ২৩৪ কোটি ৬৮ লাখ টাকা চাওয়া হয়েছে।

১২] এছাড়া ২৬ হাজার মিটার মাটির বাঁধ নির্মাণের জন্য খরচ ধরা হয় ১৭ কোটি ৩১ লাখ ৪৪ হাজার টাকা।

১৩] ৩ হাজার ৪৫৫.৭৮ বর্গমিটার ঘাট নির্মাণে খরচ ধরা হয়েছে ২৩ কোটি ৫ লাখ টাকা।

১৪] খাল পুনঃখনন এবং এর উভয় পাড় উন্নয়ন-সুরক্ষার এ প্রকল্পে চেয়ারম্যান বাড়ি মাঠ উন্নয়নে ১৫ কোটি ৬৫ লাখ ৩৪ হাজার এবং

১৫] মোল্লারহাট সংস্কার ও সম্প্রসারণে ১৭ কোটি ৫৩ লাখ ৫৬ হাজার টাকা খরচের প্রস্তাব দিয়েছে পানিসম্পদ মন্ত্রণালয়।

১৬] এছাড়া দুই কিলোমিটার পাড় সংরক্ষণে ৩৪ কোটি ২২ লাখ টাকা ব্যয় করা হবে।

১৭] সঙ্গে থাকবে ৬১ দশমিক ৯৪ একর ভূমি অধিগ্রহণের ৩১৮ কোটি ৮৫ লাখ টাকার ব্যয়।

১৮] এ প্রসঙ্গে পানিসম্পদ মন্ত্রণালয়ের যুগ্ম প্রধান (পরিকল্পনা অনুবিভাগ) মন্টু কুমার বিশ্বাস বলেন, প্রকল্পটি নিয়ে পরিকল্পনা কমিশনে সভা হয়েছে। কীভাবে প্রকল্পটি বাস্তবায়ন করা যায়, কীভাবে খাল দখলমুক্ত করে বিনোদনকেন্দ্রে রূপ দেয়া যায়, তা স্টাডি করা হচ্ছে।

১৯] উল্লেখ্য, কেরানীগঞ্জের অন্যতম গুরুত্বপূর্ণ খাল শুভাঢ্যা। এটি বুড়িগঙ্গা নদী থেকে যাত্রা শুরু করে কেরানীগঞ্জের ভেতর দিয়ে ধলেশ্বরী নদীতে পড়েছে।

২০] এ খালে কঠিন ও তরল বর্জ্যসহ পাড়ে অবৈধভাবে বাড়িঘর, দোকানপাট, কলকারখানা ও উপাসানালয় গড়ে উঠেছে। ফলে এর প্রস্থ ও গভীরতা কমে গেছে। সম্পাদনা : ওয়ালি উল্লাহ সিরাজ

 

 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়