শিরোনাম
◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী ◈ অপরাধের কারণেই বিএনপি নেতা-কর্মীদের  বিরুদ্ধে মামলা হয়েছে: প্রধানমন্ত্রী  ◈ অ্যাননটেক্সকে জনতা ব্যাংকের সুদ মওকুফ সুবিধা বাতিলের নির্দেশ বাংলাদেশ ব্যাংকের ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪১ দশমিক ৩ ডিগ্রি, হিট এলার্ট জারি  ◈ ঢাকা শিশু হাসপাতালের আগুন নিয়ন্ত্রণে ◈ ইরানে ইসরায়েলের হামলার খবরে বিশ্বজুড়ে উত্তেজনা, তৃতীয় বিশ্বযুদ্ধের আতঙ্ক ◈ বিমানবন্দরের থার্ড টার্মিনালের বাউন্ডারি ভেঙে বাস ঢু‌কে প্রকৌশলী নিহত ◈ জাতীয় পতাকার নকশাকার শিব নারায়ণ দাস মারা গেছেন ◈ ইরানের ইস্পাহান ও তাব্রিজে ইসরায়েলের ড্রোন হামলা, ৩টি ভূপাতিত (ভিডিও) ◈ ভেটোর তীব্র নিন্দা,মার্কিন নীতি আন্তর্জাতিক আইনের নির্লজ্জ লংঘন : ফিলিস্তিন

প্রকাশিত : ১০ জানুয়ারী, ২০২০, ০৮:৪৯ সকাল
আপডেট : ১০ জানুয়ারী, ২০২০, ০৮:৪৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সন্তোষপুর বনের বানরদের রক্ষায় আইনি নোটিশ

আমাদের সময়: ময়মনসিংহের ফুলবাড়িয়ার সন্তোষপুরের সংরক্ষিত বনে বানরসহ বন্যপ্রাণী সুরক্ষায় বৈদ্যুতিক সংযোগ বন্ধ ও আহত প্রাণীদের সুচিকিৎসা দিতে পল্লী বিদ্যুতায়ন বোর্ড এবং বন বিভাগসহ সংশ্লিষ্ট ১০ জনকে লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে। সম্প্রতি বিভিন্ন গণমাধ্যমে ময়মনসিংহের ওই বনে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বানর মরে যাওয়া ও ঝলসে যাওয়ার খবর প্রকাশ হওয়ার পর গতকাল বৃহস্পতিবার ‘পিপল ফর অ্যানিমেল ওয়েলফেয়ার ফাউন্ডেশন’ এই নোটিশ পাঠায়। প্রকাশিত প্রতিবেদনগুলো সংযুক্ত করে সংগঠনটির পক্ষে এ নোটিশ পাঠান ব্যারিস্টার শিহাব উদ্দিন খান।

ব্যারিস্টার শিহাব জানান, নোটিশ পাওয়ার ২৪ ঘণ্টার মধ্যে বানরের সুরক্ষায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ না করলে হাইকোর্টে রিট করা হবে। পিপল ফর অ্যানিমেল ওয়েল ফেয়ার ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা স্থপতি রাকিবুল হক এমিল জানান, ফুলবাড়িয়ার সন্তোষপুর বনাঞ্চলে সাড়ে তিনশর বেশি বানর রয়েছে; কিন্তু এই বনের ভেতর কভারবিহীন তারে বিদ্যুৎ সংযোগ দেওয়ায় বিদ্যুৎস্পর্শে ঝলসে যাচ্ছে বানররা। স্বভাবগতভাবে বানর সংঘবদ্ধ প্রাণী। যখন একটি বানর আহত হচ্ছে তখন অন্য বানররা তাকে রক্ষা করতে গিয়ে তারাও আহত হচ্ছে। এভাবে প্রতিদিনই বিদ্যুতের তারে জড়িয়ে মুখ, হাত, পা ও শরীর ঝলসে যাচ্ছে তাদের। গত কয়েক দিনে অন্তত ৮ থেকে ২০টি বানর বিদ্যুৎস্পর্শে আহত হয়েছে।

গত ১৫ ডিসেম্বর সন্তোষপুর বনাঞ্চলের আশপাশে ও বিট অফিসে পল্লী বিদ্যুতের নতুন সংযোগ উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য মোসলেম উদ্দিন। ওই সময় তিনি পল্লী বিদ্যুৎ কর্মকর্তাদের বন এলাকার ভেতরে সিলভারের তারের পরিবর্তে কভারিং কেবল দিয়ে বিদ্যুৎলাইন টানার নির্দেশ দেন; কিন্তু পল্লী বিদ্যুৎ বিভাগ এখন পর্যন্ত এ বিষয়ে কোনো ব্যবস্থা নেয়নি।

সম্প্রতি আহত বানরদের ছবি বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে অস্বস্তি প্রকাশ করেন সমাজের বিভিন্ন স্তরের মানুষ। সেই সঙ্গে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের উদাসীনতার জন্য তাদের শাস্তির আওতায় আনার দাবি জানান তারা।  অনুলিখন : তন্নীমা আক্তার

  • সর্বশেষ
  • জনপ্রিয়