শিরোনাম
◈ ফরিদপুরে বাস-পিকআপ মুখোমুখি সংঘর্ষ, নিহত ১২  ◈ ইরানের হামলার জবাব দেবে ইসরায়েল: সেনাপ্রধান ◈ সৌদিতে কোরবানি ঈদের সম্ভাব্য তারিখ ঘোষণা ◈ শ্রম আইন লঙ্ঘনের সাজাপ্রাপ্ত মামলায় স্থায়ী জামিন চাইবেন ড. ইউনূস ◈ ছুটি শেষে ঢাকায় ফিরছে কর্মজীবী মানুষ ◈ স্বাস্থ্যখাতে নতুন অশনি সংকেত অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স: স্বাস্থ্যমন্ত্রী  ◈ কৃষি খাতে ১০ শতাংশ প্রবৃদ্ধির লক্ষ্যে তিন  বছরে সাড়ে ৩৮ হাজার কোটি টাকা বরাদ্দ ◈ বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি ৬.১ শতাংশ: এডিবি ◈ বাংলাদেশে পালিয়ে এসেছে বিজিপির ১৪ সদস্য ◈ ৬০ লাখ নেতা-কর্মীর বিরুদ্ধে মামলার তালিকা প্রকাশ করুন: মির্জা ফখরুলকে ওবায়দুল কাদের

প্রকাশিত : ১০ জানুয়ারী, ২০২০, ০৩:৩০ রাত
আপডেট : ১০ জানুয়ারী, ২০২০, ০৩:৩০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পলিথিন গলিয়ে তৈরি করা হয়েছে বঙ্গবন্ধু, মাদার তেঁরেসা ও শেখ রাসেলসহ বিশিষ্টজনের ভাস্কর্য

খোকন আহম্মেদ, বরিশাল প্রতিনিধি : বাল্যকাল থেকেই ছবি আঁকা, কবিতা ও গান লিখতে ভালবাসতেন এমিলিয়া রায়। অল্প বয়সে বিয়ে হওয়ায় লেখাপড়া থেমে গেলেও থেমে যায়নি তার ইচ্ছা শক্তি। স্বামীর সংসারে এসে নিজের অদম্য ইচ্ছায় আবারও শুরু করেন ছবি আঁকা, কবিতা ও গান লেখা।

নানাগুনের অধিকারী এমিলিয়া রায় নিজের কল্পনা আর ইচ্ছা শক্তির জোরে স্বল্প খরচে সৃষ্টিশীল কিছু করার চেষ্টা করেন। আর তাই তিনি বেঁছে নিয়েছেন পরিবারের ফেলে দেয়া অপ্রয়োজনীয় পলিথিন। বিভিন্নজনের মাধ্যমে তা সংগ্রহ করে রান্নার চুলোয় গলিয়ে শুরু করেন ভাস্কর্য তৈরির কাজ। ধীরে ধীরে তিনি তৈরি করেন স্বাধীনতার মহানায়ক জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। আর্তমানবতার সেবক মহীয়সী নারী মাদার তেঁরেসা।

বাঙালি কবি, ঔপন্যাসিক, সংগীত স্রষ্টা, নাট্যকার, চিত্রকর, ছোটগল্পকার, প্রাবন্ধিক, অভিনেতা, কণ্ঠশিল্পী, দার্শনিক ও বাংলা ভাষার সর্বশ্রেষ্ঠ সাহিত্যিক কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। বিংশ শতাব্দীর অন্যতম অগ্রণী বাঙালি কবি, ঔপন্যাসিক, নাট্যকার, সঙ্গীতজ্ঞ ও দার্শনিক বাংলাদেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম। বিশ্বমানবতার মা প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং বঙ্গবন্ধুর কনিষ্ঠ পুত্র শেখ রাসেলসহ ছোট-বড় মিলিয়ে প্রায় একশ’ ভাস্কর্য।

শারীরিক অসুস্থতায় হাঁটাচলা করতে ও কথা বলতে কষ্ট হলেও মনের মাধুরি মিশিয়ে এমিলিয়া রায় তৈরি করে যাচ্ছেন তার শিল্পকর্মের কাজ। আর তার অভিনব সৃষ্টি দেখতে বাড়িতে প্রতিদিন ভীড় করছেন নানা শ্রেনী ও পেশার মানুষ।

বরিশালের আগৈলঝাড়া উপজেলার গৈলা ইউনিয়নের রাহুতপাড়া গ্রামের আলফ্রেড রায়ের স্ত্রী পাঁচ সন্তানের জননী ৭০ বছরের বৃদ্ধা এমিলিয়া রায় জীবনের শেষপ্রান্তে এসে শেষ ইচ্ছা পোষণ করেছেন। তিনি বঙ্গবন্ধুর শর্তবর্ষে তার নিজ হাতের তৈরি এসব ভাস্কর্য তুলে দিতে চান প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে। দাম্পত্য জীবনে দুই পুত্র ও তিন কন্যা সন্তানের জননী এমিলিয়া রায়। স্বামী মারা যাওয়ার পর ছেলে-মেয়েদের দেখ ভালের সকল দ্বায়িত্ব পরে এমিলিয়া রায়ের উপর।

ভাস্কর্য শিল্পী এমিলিয়া রায় বলেন, ছোটবেলা থেকেই আমার ছবি আঁকা, কবিতা লেখা, গান গাওয়া ও নিজের লেখা গানে কন্ঠ দেয়ার প্রতি প্রচন্ড আগ্রহ ছিলো। এসএসসি পাশ করার পরেই আমার বিয়ে হয়ে যায়। সংসার জীবনে প্রবেশ করে লেখাপড়া থেমে গেলেও থেমে যায়নি আমার উদ্ভাবনী ইচ্ছা শক্তি। বিয়ের পর স্বামীর সংসারে এসেও নতুন করে আমি ছাত্রজীবনের সেই উদ্ভাবনীর কাজ শুরু করি।

তিনি আরও বলেন, ১৯৯০ সালের কোনো একদিন রান্না করা গরম কড়াই পাশের পলিথিন ব্যাগের উপর রাখায় পলিথিন ব্যাগ গলতে দেখে ওই পলিথিনের মাধ্যমেই নতুন করে উদ্ভাবনীর ইচ্ছে কড়ানাড়ে আমার মনে। সেদিন থেকে পরিবারের ফেলে দেওয়া পলিথিন ব্যাগ বিভিন্ন মানুষের মাধ্যমে সংগ্রহ করে তা আগুনে পুড়িয়ে শুরু করি ভাস্কর্য নির্মাণের কাজ।

সরেজমিনে দেখা গেছে, পরম যত্নে এমিলি রায় নির্মাণ করেছেন জাতির পিতা বঙ্গবন্ধুু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য, প্রায় ৮০ কেজি ওজনের মাদার তেঁরেসার ভাস্কর্য। শিল্প দক্ষতা আর নিপুনতার ছোয়ায় পর্যায়ক্রমে তিনি নির্মাণ করেছেন বিশ্বকবি রবীন্দ্র নাথ ঠাকুর, বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের ভাস্কর্য।

পাশাপাশি এমিলি রায় তার রাজনৈতিক দর্শনের বহিঃপ্রকাশ ঘটিয়ে নির্মাণ করেছেন বিশ্ব মানবতার মা প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাস্কর্য। ১৯৭৫ সালের ১৫ আগস্ট জাতির পিতার সাথে ঘাতকের বুলেটের সামনে প্রাণপন বাঁচার আকুতি জানিয়ে দাঁড়িয়ে থাকা শেখ রাসেলের ভাস্কর্য। নির্মাণ করেছেন মহান মুক্তিযুদ্ধে বাঙালিদের উপর ঝাপিয়ে পড়া পাকিস্তানী সেনা ও তাদের দোসরদের মাধ্যমে নির্যাতনের ঐতিহাসিক ভাস্কর্য।

ছোট-বড় সবমিলিয়ে শতাধিক ভাস্কর্য রয়েছে তার নিজের সংগ্রহ শালায়। বর্তমানে বার্ধক্যজনিত কারণে শারীরিক অসুস্থতায় হাঁটা চলায় সমস্যা হলেও থেমে নেই তার (এমিলিয়া রায়) শিল্পকর্ম নির্মাণের কাজ। নিরলসভাবে নির্মাণ করে চলেছেন ভাস্কর্য। সম্পাদনা: জেরিন

  • সর্বশেষ
  • জনপ্রিয়