শিরোনাম
◈ আদালত থেকে জঙ্গি ছিনতাই মামলার তদন্ত প্রতিবেদন জমা দেয়ার নতুন তারিখ ৮ মে ◈ সেনা গোয়েন্দাসংস্থার বিরুদ্ধে ৬ পাক বিচারপতির ভয় দেখানোর অভিযোগ ◈ নিরস্ত্র ফিলিস্তিনিরা সাদা পতাকা উড়াচ্ছিল, তাদের বূলডোজার দিয়ে মাটি চাপা দিল ইসরায়েলী সেনারা ◈ ইসরায়েলের ওপর অস্ত্র নিষেধাজ্ঞা দ্রুত আরোপ করুন: জাতিসংঘ বিশেষজ্ঞ ◈ যুক্তরাষ্ট্রে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত ◈ বাংলাদেশে পূর্ণাঙ্গ ও মুক্ত গণতন্ত্র বাস্তবায়নে কাজ করে যাবে যুক্তরাষ্ট্র: ম্যাথিউ মিলার ◈ ঈদের পর কমপক্ষে ২৩ ডিসি’র রদবদল হতে পারে ◈ ৫ থেকে ১৪ এপ্রিলের মধ্যে কর্মদিবস একদিন ◈ চাঁদপুরে পিকআপ ভ্যান ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত ◈ ভারত থেকে আসবে ৫০ হাজার মেট্রিক টন পেঁয়াজ 

প্রকাশিত : ১০ জানুয়ারী, ২০২০, ০১:১৫ রাত
আপডেট : ১০ জানুয়ারী, ২০২০, ০১:১৫ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীকে স্মরণীয় করে রাখতে ১৭ মার্চ থেকে পরবর্তী জনশুমারির ক্ষণগণনা শুরু হচ্ছে, জানালো বিবিএস

সাইদ রিপন: বৃহস্পতিবার রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) ষষ্ঠ জনশুমারির এক কর্মশালায় জানিয়েছে, আগামী বছরের ২ থেকে ৮ জানুয়ারি সারাদেশে ষষ্ঠ জনশুমারি ও গৃহগণনার কার্যক্রম শুরু হবে। প্রকল্পের আওতায় শুমারির প্রস্তুতিমূলক কার্যক্রম হিসেবে আগামী মাসে মোবাইল অ্যাপ্লিকেশনের মাধ্যমে দেশব্যাপী খানা তালিকা প্রণয়ণ কার্যক্রম পরিচালিত করা হবে।

অনুষ্ঠানে জানানো হয়, দেশব্যাপী শুমারির মূল গণনা কার্যক্রম ২ থেকে ৮ জানুয়ারি ২০২১ পর্যন্ত ৭ দিনব্যাপী পরিচালিত হবে। শুমারি চলাকালীন ২ থেকে ৮ জানুয়ারি ২০২১ এ শুমারি সপ্তাহ পালন ও শুমারি শুরুর প্রাক্কালে প্রধানমন্ত্রী জাতীর উদ্দেশ্য ভাষণ দেয়ার জন্য একটি সার-সংক্ষেপ অনুমোদিত হয়েছে। খানা তালিকা প্রণয়ণের জন্য প্রথমবারের মত এ শুমারিতে মূল শুমারির পূর্বে লিস্টিং অপারেশন পরিচালনা করা হবে এবং প্রতিটি খানার জন্য একটি ইউনিকো হাউজহোল্ড আইডি দেয়া হবে।

জনশুমারিতে এবারই প্রথমবারের মত মাল্টিমোড (মোবাইল অ্যাপ, ওয়েব অ্যাপ, পিক এন্ড ড্রপ, পেপার বেইজড, কল সেন্টার ইত্যাদি) পদ্ধতিতে তথ্য সংগ্রহ করা হবে।

এর মাধ্যমে দেশে প্রথমবারের মত সীমিত আকারে ই-সেন্সাস পরিচালনা করা হবে। এ শুমারিতে প্রথমবারের মতো বাংলাদেশে অবস্থানরত বিদেশী নাগরিক ও বিদেশে অবস্থানরত ভ্রমণরত বাংলাদেশী নাগরিকদেরও গণনায় অন্তভুক্ত করা হবে। জানানো হয়, গণনাকারী ও সুপারভাইজাররের যোগ্যতা ও প্রতিযোগীতামূলক নিয়োগ পদ্ধতি ২০২১ সালের জনশুমারি ও গৃহগণনায় নূন্যতম উচ্চ মাধ্যমিক এইচএসসি পাশ স্থানীয় যুবক ও যুব মহিলাদেরকে গণনাকারী ও সুপারভাইজার হিসাবে নিয়োগ দেয়া হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়