শিরোনাম
◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে আজ! ◈ বিশ্ববাজারে সোনার সর্বোচ্চ দামের নতুন রেকর্ড ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ চেক প্রতারণার মামলায় ইভ্যালির রাসেল-শামিমার বিচার শুরু ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ প্রফেসর ইউনূসকে প্রদত্ত "ট্রি অব পিস" প্রধানমন্ত্রীকে প্রদত্ত একই ভাস্করের একই ভাস্কর্য: ইউনূস সেন্টার ◈ নির্বাচনী বন্ড কেবল ভারত নয়, বিশ্বের সবচেয়ে বড় কেলেঙ্কারি: অর্থমন্ত্রীর স্বামী ◈ কুড়িগ্রামে অর্থনৈতিক অঞ্চলের স্থান পরিদর্শন করে দেশে ফিরলেন ভুটানের রাজা ◈ জনগণকে সংগঠিত করে চূড়ান্তভাবে বিজয় অর্জন করতে হবে: মির্জা ফখরুল

প্রকাশিত : ১০ জানুয়ারী, ২০২০, ১২:৫৪ দুপুর
আপডেট : ১০ জানুয়ারী, ২০২০, ১২:৫৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সিগমা হুদা ও তার দুই মেয়ের বিরুদ্ধে দুদকের ২ মামলা

সুজিৎ নন্দী: আইনজীবী ও সাবেক মন্ত্রী নাজমুল হুদার স্ত্রী সিগমা হুদা ও তাদের দুই মেয়ে অন্তরা সেলিমা হুদা ও শ্রাবন্তী আমিনা হুদার বিরুদ্ধে দুটি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। লন্ডনে প্রায় পৌনে সাত কোটি পাচার করার অপরাধে এ মামলা দায়ের করেছে দুদক। জানা গেছে, পাচার করা অর্থে সেখানে দুটি ফ্ল্যাট কিনেছেন তারা।

বৃহস্পতিবার দুদকের ঢাকা সমন্বিত জেলা কার্যালয় ১ এ দুদকের সহকারী পরিচালক শফিউল্লাহ বাদী হয়ে মামলা দুটি করেন। দুই মামলাতেই সিগমা হুদাকে আসামি করা হয়েছে বলে জানিয়েছেন দুদকের উপ-পরিচালক প্রনব কুমার ভট্টাচার্য।

দুদক সূত্রে জানা গেছে, সিগমা হুদা ও অন্তরা সেলিমা হুদা জ্ঞাত আয় বহিভর্’ত সম্পদ অর্জন করে তিন লাখ ৮০ হাজার পাউন্ড যা বাংলাদেশি টাকায় ৪ কোটি ৬ লাখ ৬০ হাজার টাকা যুক্তরাজ্যে পাচার করেন। সেই অর্থ দিয়ে লন্ডনের ওয়াটার গার্ডেনসের বারউড প্যালেসে ২০০৩ সালের ২৬ জুন একটি ফ্ল্যাট কেনেন তারা।

অন্যদিকে, শ্রাবন্তী আমিনা হুদার সঙ্গে সিগমা হুদাকে যে মামলায় আসামি করা হয়েছে সেই মামলায় বলা হয়েছে, তারা জ্ঞাত আয় বহিভর্’ূত ২ লাখ ৫০ হাজার পাউন্ড যা ২ কোটি ৬৭ লাখ ৫০ হাজার টাকার সম্পদ অর্জন করে যুক্তরাজ্যে পাচার করেন। সেই অর্থ দিয়ে তারা ২০০৬ সালের ১২ ডিসেম্বর লন্ডনের হেলনি কোট্রের ডেনহাম রোডে একটি ফ্ল্যাট কেনেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়