শিরোনাম
◈ ঝালকাঠিতে ট্রাকচাপায় নিহতদের ৬ জন একই পরিবারের ◈ গাজীপুরের টঙ্গি বাজারে আলুর গুদামে আগুন ◈ রাজনৈতিক বিশ্লেষক মনোয়ারুল হক মারা গেছেন ◈ ভারতের পররাষ্ট্র সচিব শনিবার ঢাকা আসছেন ◈ দুই এক পশলা বৃষ্টি হলেও তাপদাহ আরো তীব্র হতে পারে  ◈ এথেন্স সম্মেলন: দায়িত্বশীল ও টেকসই সমুদ্র ব্যবস্থাপনায় সম্মিলিত প্রয়াসের আহ্বান পররাষ্ট্রমন্ত্রীর ◈ কেএনএফ চাইলে আবারও আলোচনায় বসার সুযোগ দেওয়া হবে: র‌্যাবের ডিজি ◈ ওবায়দুল কাদেরের হৃদয় দুর্বল, তাই বেশি অবান্তর কথা বলেন: রিজভী ◈ মধ্যপ্রাচ্যের পরিস্থিতি বিবেচনায় প্রস্তুতি নেওয়ার নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী ◈ বাংলাদেশ সংকট থেকে ঘুরে দাঁড়াতে শুরু করেছে: অর্থমন্ত্রী

প্রকাশিত : ১০ জানুয়ারী, ২০২০, ১২:০০ দুপুর
আপডেট : ১০ জানুয়ারী, ২০২০, ১২:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সাভারে প্রতারক চক্রের ৮ সদস্যকে গ্রেপ্তার , উদ্ধার ৪২ ভুক্তভোগী

এম এ হালিম,সাভার প্রতিনিধি : সাভারের জিরানী বাজার এলাকার আবারও চাকুরী দেয়ার নামে প্রতারণা ও অর্থ অত্মসাৎকারী চক্রের ৮ সদস্যকে গ্রেপ্তার করেছে র‌্যাব। এসময় তাদের কাছ থেকে ৩ টি সিপিইউ, ৫টি কম্পিউটার মনিটর, ৮ টি মোবাইল সেট, ১০ টি রেজিষ্টার, ১ সীল, ২০ টি আইডি কার্ড, ১৭ টি ভর্তি ফরম ও ২ টি মানি রিসিভ বই জব্দ করা হয়েছে। এছাড়া ওই চক্রের হাতে প্রতারণার শিকার ৪২ জন চাকুরী প্রার্থীকে উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-৪ এর সিপিসি-২ এর কোম্পানী কমান্ডার মেজর শিবলী মোস্তফা।

গ্রেপ্তারকৃতরা হলো- মো. হাসান (২৭), নীল রতন দাস (২৩), মো. মেহেদী হাসান (২৫), মো. ফাহিম আহম্মেদ (২০), মো. আ. রাজ্জাক (২৪), মো. ইয়াছিন (২৮), ও মো. নুর ইসলাম ওরফে স্বপন (৪০)।
র‌্যাব-৪ এর সিপিসি-২ এর কোম্পানী কমান্ডার মেজর শিবলী মোস্তফা বলেন, সুনির্দিষ্ট অভিযোগ পেয়ে বুধবার সন্ধ্যায় জিরানী বাজার এলাকার গোলাম নবী সুপার মার্কেটের ২য় তলায় অবস্থিত মেট লাইফ লিমিটেড নামক একটি প্রতিষ্ঠানে অভিযান চালানো হয়।

এসময় চাকুরী দেয়ার নামে প্রতারণা করে টাকা হাতিয়ে নেয়ার অভিযোগে প্রতারক চক্রের ৮ সদস্যকে গ্রেপ্তার করা হয়। এছাড়া প্রতারণার কাজে ব্যবহৃত বিভিন্ন ধরনের সরঞ্জামাদি জব্দ করার পাশাপাশি প্রতারণার  শিকার ৪২ জন চাকুরী প্রার্থী ভুক্তভোগীকে উদ্ধার করা হয়েছে।

তিনি আরও বলেন, প্রতিষ্ঠানটি দীর্ঘদিন ধরে মানুষকে প্রতারণার ফাঁদে ফেলে চাকুরী দেয়ার নামে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নিচ্ছিলো। প্রতারক চক্রটি ইতিমেধ্য ভূক্তভোগীদের কাছ থেকে ১৭ লাখেরও বেশি টাকা আত্মসাৎ করেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের পাশাপাশি এই ধরনের প্রতারক চক্রের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন এই র‌্যাব কর্মকর্তা।

উল্লেখ্য, এর আগে গত ১২ ডিসেম্বর আশুলিয়ার জামগড়া থেকে চাকরির নামে প্রতারণার অভিযোগে অভিযান চালিয়ে এন ডি বি ইন্টা. লি. এবং লাইফওয়ে বাংলাদেশ (প্রা.) লিমিটেড নামে ভুয়া এমএলএম কোম্পানির সংঘবদ্ধ প্রতারক চক্রের ১২ সদস্যকে আটক করে র‌্যাব-৪ সদস্যরা। এসময় ১০৪ জন ভুক্তভোগীকে উদ্ধার করেছিলো র‌্যাব। সম্পাদনা: জেরিন মাশফিক

  • সর্বশেষ
  • জনপ্রিয়