শিরোনাম
◈ এলডিসি উত্তরণের পর সর্বোচ্চ সুবিধা পাওয়ার প্রস্তুতি নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ ড. ইউনূসকে নিয়ে শিক্ষামন্ত্রীর বক্তব্য দুঃখজনক: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত ◈ জলদস্যুদের হাতে জিম্মি জাহাজ মুক্ত করার বিষয়ে  সরকার অনেক দূর এগিয়েছে: পররাষ্ট্রমন্ত্রী  ◈ এসএসসি পরীক্ষায় আমূল পরিবর্তন, বদলে যেতে পারে পরীক্ষার নামও ◈ পঞ্চম দিনের মতো কর্মবিরতিতে ট্রেইনি ও ইন্টার্ন চিকিৎসকরা ◈ অর্থাভাবে পার্লামেন্ট নির্বাচনে লড়বেন না ভারতের অর্থমন্ত্রী ◈ কখন কাকে ধরে নিয়ে যায় কোনো নিশ্চয়তা নেই: ফখরুল ◈ জনপ্রিয়তায় ট্রাম্পের কাছাকাছি বাইডেন ◈ আদালত থেকে জঙ্গি ছিনতাই মামলার তদন্ত প্রতিবেদন জমা দেয়ার নতুন তারিখ ৮ মে

প্রকাশিত : ১০ জানুয়ারী, ২০২০, ১২:২০ দুপুর
আপডেট : ১০ জানুয়ারী, ২০২০, ১২:২০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

জনগণের সম্পৃক্ততা বেশি রয়েছে এমন ঢাকা চাই, বললেন তাবিথ

শিমুল মাহমুদ: বৃহস্পতিবার দৈনিক যুগান্তর কার্যালয়ের এক গোলটেবিল বেঠকে ঢাকা উত্তর বিএনপি মেয়র প্রার্থী তাবিথ আউয়াল এ প্রত্যয় ব্যক্ত করেন।

জনপ্রতিনিধিদের কথা কম বলে কাজ বেশি করা উচিত মন্তব্য করে তিনি বলেন, জনগণের দাবি ও কথা না শুনে জনপ্রতিনিধিরা নিজেদের সাফল্য গাঁথাই আউড়ে যান। নগরবাসীর সুখ-দুঃখ, চাহিদার কথা সেভাবে শুনতে দেখিনি। তাই আমি মনে করি, নগরবাসী কী চায়, সে কথা আগে শুনে এর পর সমাধানের উপায় খোঁজা উচিত।

তাবিথ আউয়াল বলেন, এখন পর্যন্ত সাতবার ঢাকা এরিয়া প্ল্যান পরিবর্তিত হয়েছে। কিন্তু আমরা দেখেছি যতবারই পরিকল্পনার পরিবর্তন আনা হয়েছে, ততবারই জনসাধারণের জন্য নির্মিত পার্ক, সুবজ ভূমি কমে গেছে। ঢাকা শহরে জনগণের জন্য উন্মুক্ত স্থানের পরিমাণ ১ শতাংশের নিচে চলে এসেছে। তাই ঢাকাকে বসতযোগ্য করে গড়ে তুলতে হলে এবং জনগণের কল্যাণে পার্ক, খেলার মাঠ বেশি করে গড়তে হবে এবং পাশাপাশি এসব স্থানের মান বজায় রাখতে হবে।

তার মতে, ঢাকা শহরের নিয়মিত সমস্যাগুলো মধ্যে কয়েকটি হচ্ছে বায়ুদূষণ, শব্দদূষণ ও পানিদূষণ। আমরা সবসময়ই শুনে আসছি বিশ্বে দূষিত বায়ুর শহরগুলোর মধ্যে ঢাকার অবস্থান অন্যতম। বিশেষজ্ঞরা বলছেন বায়ুতে মানবদেহের জন্য ক্ষতিকর উপাদান পিএম ২.৫ ছাড়ালেই সেই বায়ু দূষিত। আর ঢাকার বাতাস সেই মাত্রা ছাড়িয়েছে অনেক আগেই। কিন্তু বায়ুদূষণের শহর হিসেবে যখন আমরা এক নম্বর স্থান পেলাম, তখন আমাদের টনক নড়ল। তখনই বায়ুদূষণের মোকাবেলায় নামলাম আমরা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়