শিরোনাম
◈ ঈদযাত্রায় ৪১৯ দুর্ঘটনায় নিহত ৪৩৮: যাত্রী কল্যাণ সমিতি ◈ অনিবন্ধিত নিউজ পোর্টাল বন্ধে বিটিআরসিতে তালিকা পাঠানো হচ্ছে: তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ◈ পাবনায় হিটস্ট্রোকে একজনের মৃত্যু ◈ জলাবদ্ধতা নিরসনে ৭ কোটি ডলার ঋণ দেবে এডিবি ◈ ক্ষমতা দখল করে আওয়ামী শাসকগোষ্ঠী আরও হিংস্র হয়ে উঠেছে: মির্জা ফখরুল ◈ বেনজীর আহমেদের চ্যালেঞ্জ: কেউ দুর্নীতি প্রমাণ করতে পারলে তাকে সব সম্পত্তি দিয়ে দেবো (ভিডিও) ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪২ দশমিক ৩ ডিগ্রি, হিট স্ট্রোকে একজনের মৃত্যু ◈ আইনজীবীদের গাউন পরতে হবে না: সুপ্রিমকোর্ট ◈ তীব্র গরমে স্কুল-কলেজ ও মাদরাসা আরও ৭ দিন বন্ধ ঘোষণা ◈ সিরিয়ায় আইএসের হামলায় ২৮ সেনা নিহত

প্রকাশিত : ০৯ জানুয়ারী, ২০২০, ০৯:৪৭ সকাল
আপডেট : ০৯ জানুয়ারী, ২০২০, ০৯:৪৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নেত্রকোণায় ভেঙ্গে ফেলা হচ্ছে অবৈধ স্থাপনা

সুস্থির সরকার, নেত্রকোণা: নেত্রকোণার মগড়া নদীর পাড়ে গড়ে উঠা সকল অবৈধ স্থাপনা ভেঙ্গে ফেলা হচ্ছে। শীতল আবহাওয়ায় আজও চলছে ভাঙ্গা কার্যক্রম। বৃহস্পতিবার পর্যন্ত ২০৫ টি স্থাপনা গুড়িয়ে দিয়েছে উচ্ছেদ অভিযান পরিচালনার দায়িত্বে থাকা জেলা প্রশাসন, জেলা পানি উন্নয়ন বোর্ড, সদর উপজেলা প্রশাসন ও নেত্রকোণা পৌরসভা।

সদর উপজেলা ভুমি কর্মকর্তা বুলবুল আহমেদ জানান, উচ্ছেদ অভিযান শেষ না হওয়া পর্যন্ত প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা নাগাদ চলবে। এখনও দখলদার কাউকে ছাড় দেয়া হয়নি। বাকি যে অবৈধ স্থাপনা রয়েছে সেগুলোতেও ছাড় দেয়া হবে না। তিনি জানান, আরও ১৫ দিন চলতে পারে মগড়া নদীর দখলদার উচ্ছেদ অভিযান। এর মধ্যে সকল দখলদারদের উচ্ছেদ সম্ভব হবে। তবে মামলায় আটকে যাওয়া স্থাপনাগুলো পরবর্তীতে আদালতের নির্দেশমত ব্যবস্থা নেয়া হবে।

গরীব ও অসহায় কিছু মানুষ যাদের থাকার কোনো জায়গা নেই। তাদের থাকার ঘরটি ভেঙ্গে ফেলায় তারা মানবেতর জীবন যাপন করছে। প্রচন্ড ঠান্ডায় তারা কোনরকমে ঝোপঝাড়ের নিচে দিন কাটাচ্ছে।

ভূক্তভোগী দৌলত খান জানান, তাদের থাকার জায়গা নেই প্রচন্ড শীতের মাঝে ঝোপঝাড়ের নিচে পবিবার পরিজন নিয়ে দিন কাটাচ্ছেন। ফলে শিশু ও বৃদ্ধরা ঠান্ডাজনিত রোগে আক্রান্ত হচ্ছেন। সদর উপজেলা ভুমি কর্মকর্তা বুলবুল আহমেদ জানান তাদের পূনর্বাসনের জন্য বিকল্প জায়গা খোজা হচ্ছে। অচিরেই তাদের নতুন জায়গায় পুনর্বাসন করা সম্ভব হবে। সম্পাদনা: জেরিন

  • সর্বশেষ
  • জনপ্রিয়