শিরোনাম
◈ গাজীপুরে কারখানায় বয়লার বিস্ফোরণে চীনা নাগরিকের মৃত্যু ◈ প্রধানমন্ত্রীর সৌদি আরব ও গাম্বিয়া সফর বাতিল ◈ এ বছর জিডিপি প্রবৃদ্ধি হতে পারে ৫.৭%: আইএমএফ ◈ ব্রাহ্মণবাড়িয়া ও হবিগঞ্জের দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ, ৪ পুলিশ সদস্যসহ আহত ২০ ◈ মার্চ মাসে সারাদেশে ৬২৪ সড়ক দুর্ঘটনায় নিহত ৫৫০, আহত ৬৮৪  ◈ ঢাকা-দিল্লি সম্পর্ককে নতুন উদ্যমে এগিয়ে যেতে হবে: হর্ষবর্ধন শ্রিংলা ◈ অস্ত্রসহ কেএনএফের আরও ৯ সদস্য আটক ◈ পাকিস্তানের মুশতাক আহমেদ বাংলাদেশের নতুন স্পিন কোচ ◈ বিশ্ববিদ্যালয়গুলোতে কারিকুলাম যুগোপযোগী করার তাগিদ রাষ্ট্রপতির ◈ সরকারের অব্যবস্থাপনার কারণেই সড়ক দুর্ঘটনার মাত্রা বৃদ্ধি পেয়েছে: মির্জা ফখরুল

প্রকাশিত : ০৯ জানুয়ারী, ২০২০, ০৫:৩৬ সকাল
আপডেট : ০৯ জানুয়ারী, ২০২০, ০৫:৩৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মার্কিন যুক্তরাষ্ট্রের প্রশিক্ষণ কর্মসূচিতে বাংলাদেশের ৬ শতাধিক পুলিশ

কূটনৈতিক প্রতিবেদক : চিকিৎসা বিষয়ক জরুরি সেবাদাতাদের সক্ষমতা বৃদ্ধির জন্য স্থানীয় আইন প্রয়োগকারী সংস্থার সঙ্গে যুক্তরাষ্ট্র এই প্রশিক্ষণ সহযোগিতার উদ্যোগ নেয় বলে জানিয়েছে ঢাকায় মাকিন দূতাবাস। বুধবার ( দূতাবাস জানায়, ২০১৪ সাল থেকে দেশব্যাপী ৬ শতাধিক পুলিশ যুক্তরাষ্ট্রের জরুরি সেবাদাতা প্রশিক্ষণ কর্মসূচিতে অংশ নিয়েছেন।

চলতি বছর ৫-৮ জানুয়ারি প্রথম জরুরি চিকিৎসা সেবাদাতা সেমিনার পরিচালনা করে দূতাবাস। মহানগর পুলিশ, শিল্প পুলিশ, আর্মড পুলিশ ব্যাটালিয়ন, হাইওয়ে পুলিশ, অপরাধ তদন্ত বিভাগের ২৮ জন কর্মকর্তা এবং বাংলাদেশের বিভিন্ন পুলিশ একাডেমির প্রশিক্ষকরা চার দিনের সেমিনারে অংশ নেন। তাদের প্রত্যেককে বাংলাদেশ থেকে সংগৃহীত উপকরণ সম্বলিত একটি জরুরি প্রথমিক চিকিৎসার কিট দেওয়া হয়।

যুক্তরাষ্ট্র দূতাবাস শুধু ২০১৯ সালেই বাংলাদেশের আটটি বিভাগের চারটিতে এ সেমিনার করেছে। এতে পুলিশ, কোস্টগার্ড, ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স এবং বর্ডার গার্ডস বাহিনীর ২০০ জনের বেশি সদস্যকে জরুরি সেবার প্রশিক্ষণ দেওয়া হয়। সঙ্কট পরিস্থিতিতে সরকারি সংস্থাগুলোর জরুরি সক্ষমতা জোরদারের পাশাপাশি সেমিনারগুলো বাংলাদেশের জাতীয় নিরাপত্তা বিষয়ে যুক্তরাষ্ট্রের প্রতিশ্রুতিকে তুলে ধরে।

সেমিনারটি বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে বৃহত্তর সহযোগিতা, সংলাপ এবং পারস্পরিক বোঝাপড়াকে এগিয়ে নেওয়া এবং একটি স্বাধীন ও উন্মুক্ত ইন্দো-প্যাসিফিক অঞ্চল নিশ্চিত করতে জোরদার অংশীদারিত্ব গড়ে তোলার ব্যাপারে যুক্তরাষ্ট্র সরকারের গৃহীত অনেকগুলো উদ্যোগের অন্যতম। এছাড়া যুক্তরাষ্ট্র এবং বাংলাদেশের মধ্য গুরুত্বপূর্ণ প্রতিরক্ষা সম্পর্ককেও প্রতিফলিত করে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়